শিলিগুড়ি: কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে এবার আন্দোলনে নামলেন উত্তরবঙ্গের চা শ্রমিকরা। শনিবার উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় বিক্ষোভ প্রদর্শন করেন চা শ্রমিকরা। ফাঁসিদেওয়া, মাদারিহাট, কালচিনি, নকশালবাড়ি মাটিগাড়ার বিজেপি বিধায়কদের বাসভবনের সামনে চলে অবস্থান বিক্ষোভ।
বকেয়া প্রভিডেন্ট ফান্ডের টাকা মিটিয়ে দিতে হবে, চা বাগানের উন্নয়নে হাজার কোটি টাকা বরাদ্দ করা সত্ত্বেও কেন উন্নয়ন হচ্ছে না এই সমস্ত অভিযোগ তুলে এদিন বিক্ষোভে নামেন চা শ্রমিকরা। জমায়েত করেন বিজেপি বিধায়কদের বাড়ির সামনে। তৃণমূলের শ্রমিক সংগঠন INTTUC তত্ত্বাবধানে চলে অবস্থান বিক্ষোভ।
জানা যাচ্ছে, আগের থেকেই এই পরিকল্পনা নেওয়া হয়েছিল তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের তরফে। সামাজিক মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছিল সেই কথা। পূর্ব নির্ধারিত সূচি মেনেই শনিবার উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় বিক্ষোভে নামলেন চা শ্রমিকরা। বকেয়া পিএফ, স্কলারশিপ, ৬০ বছরে অবসর, চা বাগানের অনুন্নয়নের মত গুরুতর বিষয় কেন্দ্রের নজর কাড়তেই এই আন্দোলন চা শ্রমিকদের।
উল্লেখ্য, কেন্দ্রের তরফ থেকে চা শ্রমিকদের দেওয়া হয়েছিল হাজারো প্রতিশ্রুতি। অথচ কাজের কাজ হয়নি কিছুই। দিনের পর দিন বঞ্চিতই থাকতে হয়েছে তাঁদের। আর সে কারণে অন্য কোনও উপায় দেখতে না পেয়ে বিক্ষোভের পথ বেছে নিলেন চা শ্রমিকরা।
আরও পড়ুন : দুই হাইকোর্টে একসঙ্গে আবেদন, ১ লক্ষ টাকা জরিমানা করা হল কেষ্টকে