Homeখবররাজ্যক্ষমা চাইলেন না, শো কজের জবাবে অনড় হুমায়ুন কবীর

ক্ষমা চাইলেন না, শো কজের জবাবে অনড় হুমায়ুন কবীর

প্রকাশিত

বিধানসভা ভোটের আগে পশ্চিমবঙ্গের রাজনীতিতে ফের উত্তেজনা। ভরতপুরের তৃণমূল বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী হুমায়ুন কবীর শৃঙ্খলাভঙ্গের অভিযোগে দলের পাঠানো শো কজ নোটিসের জবাব দিয়েছেন। তবে নিজের মন্তব্যের জন্য ক্ষমা চাননি তিনি। বরং জানিয়ে দিয়েছেন, দল যদি তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়, তাতেও তিনি নিজের অবস্থানে অনড় থাকবেন।

শনিবার সকালে তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটির চেয়ারম্যান তথা পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়কে নিজের জবাব পাঠিয়েছেন হুমায়ুন। তিনি জানান, শুক্রবার রাতে শোভনদেববাবুর সঙ্গে তাঁর কথা হয়, এবং এরপরেই তিনি হোয়াটসঅ্যাপে পিডিএফ আকারে জবাব পাঠান। তৃণমূলের তরফ থেকে তাঁর মাত্র ৩১ সেকেন্ডের একটি বক্তব্যের ব্যাখ্যা চাওয়া হয়েছিল। তবে হুমায়ুনের দাবি, তাঁর বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে এবং তিনি দলের ভাবমূর্তি নষ্ট করেছেন, এমনটা তিনি মনে করেন না।

“দলের আগে আমার জাতি”

শো কজের জবাবে তিনি স্পষ্ট জানান, “আমি তৃণমূল করি ঠিকই, কিন্তু দলের আগে আমার জাতি। দল করি বলে জাতির অপমান মেনে নেব, সেটা হবে না। আমি আমার বক্তব্যের জন্য কোথাও ক্ষমা চাইনি, ভবিষ্যতেও চাইব না।”

তাঁর বক্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে হুমায়ুন বলেন, ‘‘রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কিছু মন্তব্যের পরিপ্রেক্ষিতে আমি কিছু বলেছিলাম। তার মধ্যে ৩১ সেকেন্ডের একটি ভিডিও নিয়ে দল আপত্তি তুলেছে। আমি তার যথাযথ ব্যাখ্যা দিয়েছি।’’

দল কী সিদ্ধান্ত নেবে?

তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটি এখন হুমায়ুনের জবাব পর্যালোচনা করবে। শোভনদেব চট্টোপাধ্যায় জানিয়েছেন, ‘‘পিডিএফ পেয়েছি, সেটির হার্ড কপি বের করে কমিটির কাছে পাঠানো হবে। তার পর দল সিদ্ধান্ত নেবে।’’

তৃণমূলের পক্ষ থেকে এখনো কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে রাজনৈতিক মহলের ধারণা, শৃঙ্খলাভঙ্গের অভিযোগে দল হুমায়ুন কবীরের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পারে।

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

কলকাতা-গুয়াংঝাউ উড়ান চালু, ভারত-চিনের সম্পর্কে উষ্ণতার ইঙ্গিত

কলকাতা: দীর্ঘ পাঁচ বছর পর আবার শুরু হল ভারত ও চিনের মধ্যে সরাসরি বিমান...

শ্রেয়স আয়ারকে আইসিইউ থেকে বাইরে আনা হয়েছে, অবস্থা স্থিতিশীল

খবর অনলাইন ডেস্ক: ভারতের তারকা মিডল অর্ডার ব্যাটার ও ওয়ানডে দলের সহ-অধিনায়ক শ্রেয়স আয়ার...

ঘরামি-অনুষ্টুপের লড়াইয়ে রনজি ট্রফির ম্যাচে গুজরাতের বিপক্ষে সুবিধাজনক অবস্থায় বাংলা

কলকাতা: সুদীপ ঘরামির দ্বিতীয় টানা অর্ধশতক ও অনুষ্টুপ মজুমদারের অপরাজিত ধৈর্যশীল ইনিংসের দৌলতে গুজরাতের...

পাকিস্তানি জেনারেলকে ‘বিতর্কিত মানচিত্র’ উপহার দিয়ে ভারতের সঙ্গে সম্পর্কে অস্বস্তি সৃষ্টি করলেন মুহাম্মদ ইউনূস

ঢাকা: বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধান মুহাম্মদ ইউনূস আবার কূটনৈতিক বিতর্কের কেন্দ্রে। এবার তিনি পাকিস্তানি সেনার...

আরও পড়ুন

এসআইআরের আগে রাজ্যে বড়সড় প্রশাসনিক রদবদল, বদলি ১০ জেলাশাসক-সহ ১৭ আমলা

এসআইআর শুরুর আগেই রাজ্যে প্রশাসনিক রদবদল। বদলি ১০ জেলাশাসক ও একাধিক এডিএম। নবান্নের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংবেদনশীল জেলাগুলিতে বিশেষ নজর। বিধানসভা ভোটের আগে রাজনৈতিক মহলে জল্পনা।

বুথভিত্তিক তুলনায় মিল মাত্র ৫৫%! এসআইআরে নাম কাটা যেতে পারে প্রায় ১ কোটি ভোটারের

২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে বর্তমান তালিকার মিল মাত্র ৫৫ শতাংশ। এসআইআরের পর প্রায় ১ কোটি ভোটারের নাম বাদ পড়তে পারে বলে আশঙ্কা নির্বাচন কমিশনের। জল্পনা ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে।

সোনালী সহ ৬ জনকে বাংলাদেশে থেকে ফেরানো নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে কেন্দ্র

কলকাতা হাইকোর্টের রায়ে সুনালি খাতুন ও আরও পাঁচজনকে বাংলাদেশ থেকে ফেরানোর নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়েছে কেন্দ্র। গর্ভবতী সুনালি ও দুই শিশুসন্তানসহ পরিবারের দুরবস্থা নিয়ে আলোড়ন।