Home খবর রাজ্য ক্ষমা চাইলেন না, শো কজের জবাবে অনড় হুমায়ুন কবীর

ক্ষমা চাইলেন না, শো কজের জবাবে অনড় হুমায়ুন কবীর

বিধানসভা ভোটের আগে পশ্চিমবঙ্গের রাজনীতিতে ফের উত্তেজনা। ভরতপুরের তৃণমূল বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী হুমায়ুন কবীর শৃঙ্খলাভঙ্গের অভিযোগে দলের পাঠানো শো কজ নোটিসের জবাব দিয়েছেন। তবে নিজের মন্তব্যের জন্য ক্ষমা চাননি তিনি। বরং জানিয়ে দিয়েছেন, দল যদি তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়, তাতেও তিনি নিজের অবস্থানে অনড় থাকবেন।

শনিবার সকালে তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটির চেয়ারম্যান তথা পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়কে নিজের জবাব পাঠিয়েছেন হুমায়ুন। তিনি জানান, শুক্রবার রাতে শোভনদেববাবুর সঙ্গে তাঁর কথা হয়, এবং এরপরেই তিনি হোয়াটসঅ্যাপে পিডিএফ আকারে জবাব পাঠান। তৃণমূলের তরফ থেকে তাঁর মাত্র ৩১ সেকেন্ডের একটি বক্তব্যের ব্যাখ্যা চাওয়া হয়েছিল। তবে হুমায়ুনের দাবি, তাঁর বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে এবং তিনি দলের ভাবমূর্তি নষ্ট করেছেন, এমনটা তিনি মনে করেন না।

“দলের আগে আমার জাতি”

শো কজের জবাবে তিনি স্পষ্ট জানান, “আমি তৃণমূল করি ঠিকই, কিন্তু দলের আগে আমার জাতি। দল করি বলে জাতির অপমান মেনে নেব, সেটা হবে না। আমি আমার বক্তব্যের জন্য কোথাও ক্ষমা চাইনি, ভবিষ্যতেও চাইব না।”

তাঁর বক্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে হুমায়ুন বলেন, ‘‘রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কিছু মন্তব্যের পরিপ্রেক্ষিতে আমি কিছু বলেছিলাম। তার মধ্যে ৩১ সেকেন্ডের একটি ভিডিও নিয়ে দল আপত্তি তুলেছে। আমি তার যথাযথ ব্যাখ্যা দিয়েছি।’’

দল কী সিদ্ধান্ত নেবে?

তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটি এখন হুমায়ুনের জবাব পর্যালোচনা করবে। শোভনদেব চট্টোপাধ্যায় জানিয়েছেন, ‘‘পিডিএফ পেয়েছি, সেটির হার্ড কপি বের করে কমিটির কাছে পাঠানো হবে। তার পর দল সিদ্ধান্ত নেবে।’’

তৃণমূলের পক্ষ থেকে এখনো কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে রাজনৈতিক মহলের ধারণা, শৃঙ্খলাভঙ্গের অভিযোগে দল হুমায়ুন কবীরের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পারে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version