আরজি কর হাসপাতালে ধর্ষিত এবং খুন হওয়া তরুণী চিকিৎসকের স্মৃতিতে এবং তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে তৃণমূল ছাত্র পরিষদের (টিএমসিপি) প্রতিষ্ঠা দিবস উৎসর্গ করলেন তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি, সারা দেশে ঘটে যাওয়া মহিলা নির্যাতনের ঘটনার প্রতি শোকপ্রকাশ করে ছাত্র-যুব সমাজের কাছে সামাজিক দায়িত্ব পালন করার আহ্বান জানান বাংলার মুখ্যমন্ত্রী।
বুধবার টিএমসিপির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মেয়ো রোডে বিশাল সমাবেশের আয়োজন করা হয়েছে। সেই সমাবেশে মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিত থাকার কথা। তার আগেই মমতা নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে পোস্ট করে আরজি কর কাণ্ডে নিহত চিকিৎসকের প্রতি সমবেদনা জানান এবং এই দিনটিকে তাঁর স্মৃতিতে উৎসর্গ করার কথা উল্লেখ করেন। মমতা লেখেন, ‘‘আজ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসটিকে আমি উৎসর্গ করছি আমাদের সেই বোনটিকে, যাঁকে আমরা কয়েক দিন আগে আরজি কর হাসপাতালে মর্মান্তিকভাবে হারিয়ে শোকাহত।’’
মমতা বন্দ্যোপাধ্যায় এ-ও জানান, দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন করার দাবিতে সরব হবেন তিনি। মমতার পোস্টে তিনি আরও লেখেন, ‘‘সারা ভারতে যত নারী নির্যাতনের শিকার হয়েছেন, তাঁদের সকলের জন্য আমরা হৃদয়ের অন্তঃস্থল থেকে আমাদের দুঃখ জ্ঞাপন করি।’’
এদিন ছাত্র-যুব সমাজের প্রতি সামাজিক দায়িত্ব পালনের বার্তাও দিয়েছেন তৃণমূলনেত্রী। তিনি লিখেছেন, ‘‘ছাত্র-ছাত্রী, যুবক-যুবতীদের একটা বড় সামাজিক ভূমিকা আছে। সমাজ ও সংস্কৃতিকে জাগ্রত রাখার মধ্যে দিয়ে নতুন দিনের স্বপ্ন উপহার দেওয়া এবং চারপাশের সকলকে নতুন দিনের উজ্জ্বল ব্রতে উদ্বুদ্ধ করাই ছাত্র সমাজের কাজ।’’
একইসঙ্গে, আরজি কর কাণ্ডের প্রতিবাদে বিজেপির ডাকা ১২ ঘণ্টার বাংলা বন্ধে উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই টিএমসিপির এই সমাবেশ ঘিরে শহর জুড়ে কড়া নজরদারি চালাচ্ছে প্রশাসন। মঙ্গলবারের নবান্ন অভিযানে পুলিশের সঙ্গে ছাত্র সমাজের সংঘর্ষের ঘটনার পর, পুলিশি সন্ত্রাসের অভিযোগ তুলে এই বন্ধ আহ্বান করা হয়েছে।