Homeখবররাজ্যপঞ্চায়েতেও সবুজ-ঝড়, উদ্‌যাপন শুরু তৃণমূলে

পঞ্চায়েতেও সবুজ-ঝড়, উদ্‌যাপন শুরু তৃণমূলে

প্রকাশিত

কলকাতা: ভোটগণনা শেষ হতে এখনও ঢের বাকি। তবে প্রবণতা বলছে, রাজ্যের পঞ্চায়েত ভো‌টেও অব্যাহত সবুজ-ঝড়। এ বারের পঞ্চায়েত ভোটকে আগামী বছরের লোকসভা ভোটের জন্য একটা ‘লিটমাস টেস্ট’ হিসেবেই দেখছে রাজনৈতিক মহল।

সকাল থেকে শুরু হয়েছে গ্রাম পঞ্চায়েতের ভোটগণনা। তার পর পঞ্চায়েত সমিতি এবং সব শেষে জেলা পরিষদের আসনে গণনা হবে। রাজ্য জুড়ে তৃণমূল কার্যালয়গুলিতে ইতিমধ্যেই উদ্‌যাপন শুরু হয়েছে। উড়ছে সবুজ আবির, আসছে মিষ্টির বাক্স।

ত্রি-স্তরীয় পঞ্চায়েত নির্বাচনে প্রায় ৭৪ হাজার আসনের জন্য এ দিন ভোট গণনা চলছে। গ্রাম পঞ্চায়েতের ৬৩,২২৯টি আসন ছাড়াও, ৯,৭৩০টি পঞ্চায়েত সমিতি আসন এবং ৯২৮টি জেলা পরিষদের আসন রয়েছে।

এ দিন কড়া নিরাপত্তার মধ্যে গণনা চলছে। সশস্ত্র রাজ্য পুলিশ কর্মী এবং কেন্দ্রীয় বাহিনী গণনা কেন্দ্রগুলিতে মোতায়েন করা হয়েছে। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে গণনাকেন্দ্রের বাইরে ১৪৪ ধারার অধীনে নিষেধাজ্ঞামূলক আদেশ জারি করা হয়েছে।

এরই মধ্যে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে অশান্তির খবর পাওয়া গিয়েছে। পাশাপাশি, ভোট গণনায় অনিয়মেরও অভিযোগ তুলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “এক্সটেনশন পাওয়া মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী এবং ডিজি মনোজ মালব্যের নেতৃত্বে এগুলি চলছে। এরা কত শক্তির সঙ্গে লড়বে? স্থানীয় এমএলএ এবং তৃণমূলের জল্লাদ ওসি, আইসি, বিডিও। তারই সঙ্গে আমলারা। এতজনের সঙ্গে মানুষ কী ভাবে লড়বে”।

অন্য দিকে, তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, পরাজয় টের পেয়ে বিজেপি ভিত্তিহীন অভিযোগ করছে। তিনি বলেন, “মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে। অপমানজনক পরাজয় বুঝতে পেরেই নিজের সাংগঠনিক ব্যর্থতার জন্য ঠুনকো অজুহাত তুলে ধরছে। মুখ লুকনোর জন্য এটাই বিজেপির শেষ চেষ্টা”।

আরও পড়ুন: গ্রাম পঞ্চায়েতে একাধিপত্য তৃণমূলের, অনেকটা দূরে দ্বিতীয় স্থানে বিজেপি

সাম্প্রতিকতম

সোনার দাম আবারও বাড়ল, জানুন কোথায় কত

গত সপ্তাহে সোনার দাম ক্রমাগত কমার পর এ সপ্তাহে সোনার দাম বাড়তে দেখা যাচ্ছে।...

২০২৫-এর মাধ্যমিক পরীক্ষা কবে থেকে শুরু, ২৪-এর ফল প্রকাশ করে জানিয়ে দিল পর্ষদ

এ বছর মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ৭,৬৫,২৫২ জন। পাশের হার বৃদ্ধি পেয়ে হয়েছে ৮৬.৩১ শতাংশ।

এ বার সমুদ্র তোলপাড় করবে চিন! বিমানবাহী রণতরী ‘ফুজিয়ান’ নিয়ে আমেরিকাকে সরাসরি চ্যালেঞ্জ বেজিংয়ের

সমুদ্রের বুক চিরে ভয়ঙ্কর যুদ্ধ! বুধবার নিজেদের তৃতীয় বিমানবাহী রণতরী 'ফুজিয়ান'-এর প্রথম পরীক্ষামূলক প্রয়োগ...

১৯৭৪-এর এএফসি যুব চ্যাম্পিয়ন ভারতীয় দলের ফুটবলারদের সংবর্ধনা এআইএফএফ প্রেসিডেন্ট কল্যাণ চৌবের

নিজস্ব প্রতিনিধি: ঠিক পঞ্চাশ বছর হয়ে গেল। দিনটা ছিল ৩০ এপ্রিল ১৯৭৪। ভারতের ফুটবলে...

আরও পড়ুন

বাংলার ইতিহাসের দীর্ঘতম তাপপ্রবাহ শেষ কবে? বৃষ্টি কবে থেকে?

শ্রয়ণ সেন অতীতে কলকাতা তথা দক্ষিণবঙ্গে গরমের পারদ যে যে রেকর্ড তৈরি করেছে, এখনও পর্যন্ত...

রামকৃষ্ণ মঠ ও মিশনের ১৭তম অধ্যক্ষ নির্বাচিত হলেন স্বামী গৌতমানন্দ, জানুন তাঁর বিস্তৃত কর্মকাণ্ডের ইতিহাস

কলকাতা: রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ নির্বাচিত হলেন স্বামী গৌতমানন্দ। এর আগে তিনি রামকৃষ্ণ...

অন্তত মঙ্গলবার পর্যন্ত গরমের রুদ্ররূপ, অতীতের সব রেকর্ড অক্ষত থাকবে তো?

শ্রয়ণ সেন কলকাতার ইতিহাসে উষ্ণতম দিন ছিল ১৯৫৮ সালের ২৮ মে। সে দিন পারদ উঠেছিল...