Homeখবররাজ্যপঞ্চায়েতেও সবুজ-ঝড়, উদ্‌যাপন শুরু তৃণমূলে

পঞ্চায়েতেও সবুজ-ঝড়, উদ্‌যাপন শুরু তৃণমূলে

প্রকাশিত

কলকাতা: ভোটগণনা শেষ হতে এখনও ঢের বাকি। তবে প্রবণতা বলছে, রাজ্যের পঞ্চায়েত ভো‌টেও অব্যাহত সবুজ-ঝড়। এ বারের পঞ্চায়েত ভোটকে আগামী বছরের লোকসভা ভোটের জন্য একটা ‘লিটমাস টেস্ট’ হিসেবেই দেখছে রাজনৈতিক মহল।

সকাল থেকে শুরু হয়েছে গ্রাম পঞ্চায়েতের ভোটগণনা। তার পর পঞ্চায়েত সমিতি এবং সব শেষে জেলা পরিষদের আসনে গণনা হবে। রাজ্য জুড়ে তৃণমূল কার্যালয়গুলিতে ইতিমধ্যেই উদ্‌যাপন শুরু হয়েছে। উড়ছে সবুজ আবির, আসছে মিষ্টির বাক্স।

ত্রি-স্তরীয় পঞ্চায়েত নির্বাচনে প্রায় ৭৪ হাজার আসনের জন্য এ দিন ভোট গণনা চলছে। গ্রাম পঞ্চায়েতের ৬৩,২২৯টি আসন ছাড়াও, ৯,৭৩০টি পঞ্চায়েত সমিতি আসন এবং ৯২৮টি জেলা পরিষদের আসন রয়েছে।

এ দিন কড়া নিরাপত্তার মধ্যে গণনা চলছে। সশস্ত্র রাজ্য পুলিশ কর্মী এবং কেন্দ্রীয় বাহিনী গণনা কেন্দ্রগুলিতে মোতায়েন করা হয়েছে। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে গণনাকেন্দ্রের বাইরে ১৪৪ ধারার অধীনে নিষেধাজ্ঞামূলক আদেশ জারি করা হয়েছে।

এরই মধ্যে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে অশান্তির খবর পাওয়া গিয়েছে। পাশাপাশি, ভোট গণনায় অনিয়মেরও অভিযোগ তুলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “এক্সটেনশন পাওয়া মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী এবং ডিজি মনোজ মালব্যের নেতৃত্বে এগুলি চলছে। এরা কত শক্তির সঙ্গে লড়বে? স্থানীয় এমএলএ এবং তৃণমূলের জল্লাদ ওসি, আইসি, বিডিও। তারই সঙ্গে আমলারা। এতজনের সঙ্গে মানুষ কী ভাবে লড়বে”।

অন্য দিকে, তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, পরাজয় টের পেয়ে বিজেপি ভিত্তিহীন অভিযোগ করছে। তিনি বলেন, “মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে। অপমানজনক পরাজয় বুঝতে পেরেই নিজের সাংগঠনিক ব্যর্থতার জন্য ঠুনকো অজুহাত তুলে ধরছে। মুখ লুকনোর জন্য এটাই বিজেপির শেষ চেষ্টা”।

আরও পড়ুন: গ্রাম পঞ্চায়েতে একাধিপত্য তৃণমূলের, অনেকটা দূরে দ্বিতীয় স্থানে বিজেপি

সাম্প্রতিকতম

মেডিক্যাল কলেজগুলির বৈঠক পিছিয়ে দিলেন মুখ্যমন্ত্রী, পরের সপ্তাহে হওয়ার সম্ভাবনা

রাজ্যের সব মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের প্রিন্সিপাল ও ডিরেক্টরদের নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে...

উচ্চ মাধ্যমিক উত্তীর্ণদের জন্য জুট কর্পোরেশন অফ ইন্ডিয়ায় চাকরি

রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। উচ্চ মাধ্যমিক উত্তীর্ণদের জন্য এবার কেন্দ্রীয় সরকারের অধীনস্থ জুট কর্পোরেশন...

১ অক্টোবর থেকে বদলাচ্ছে পিপিএফের নিয়ম

আগামী ১ অক্টোবর থেকে বদলে যাচ্ছে ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প পাবলিক প্রভিডেন্ট ফান্ডের নিয়ম। কেন্দ্রীয়...

আত্মঘাতী মালাইকা অরোরার বাবা, তদন্তে পুলিশ

মুম্বইয়ের বান্দ্রার বাড়ির ছাদ থেকে ঝাঁপ দিয়ে বুধবার আত্মহত্যা করেছেন অভিনেত্রী ও মডেল মালাইকা...

আরও পড়ুন

মেডিক্যাল কলেজগুলির বৈঠক পিছিয়ে দিলেন মুখ্যমন্ত্রী, পরের সপ্তাহে হওয়ার সম্ভাবনা

রাজ্যের সব মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের প্রিন্সিপাল ও ডিরেক্টরদের নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে...

ট্রাকমালিকদের ৭২ ঘণ্টার ধর্মঘট, বাড়তে পারে ডিম, মাছ, আনাজের দাম

ট্রাকমালিকদের ধর্মঘটে রাজ্যে পণ্য পরিবহণে ব্যাঘাতের আশঙ্কা করা হচ্ছে। পাশাপাশি, ওড়িশা থেকে পোল্ট্রি আমদানিতে বার্ড ফ্লুর কারণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ফলে রাজ্যে মাছ, ডিম এবং কাঁচা আনাজের জোগানে টান পড়তে পারে।

‘প্রশাসন এবং মন্ত্রিসভার আইন সংক্রান্ত প্রস্তাব জানাতে হবে’ বিবৃতি জারি রাজভবনের

আরজি কর-কাণ্ডে রাজ্যের পরিস্থিতি নিয়ে ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সংবিধানের ১৬৭ নম্বর ধারা মেনে কাজ করার বার্তা দিল রাজভবন। রাজ্যপালকে রাষ্ট্রপতি শাসনের আহ্বান জানিয়ে পাঠানো ইমেলগুলি নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত বাড়তি মেদ ঝরানোর নয়া ট্রেন্ড ‘ওয়াটার ফাস্টিং’ কী?