Homeরাজ্যউঃ দিনাজপুরসালিশি সভায় পালিয়ে বিয়ের শাস্তি, চোপড়ায় যুগলকে রাস্তায় ফেলে মার, গ্রেফতার তৃণমূল...

সালিশি সভায় পালিয়ে বিয়ের শাস্তি, চোপড়ায় যুগলকে রাস্তায় ফেলে মার, গ্রেফতার তৃণমূল নেতা

প্রকাশিত

উত্তর দিনাজপুর: চোপড়া ব্লকের বাংলাদেশ সীমান্তবর্তী লক্ষ্মীপুর পঞ্চায়েত এলাকায় এক সালিশি সভায় যুগলকে তালিবানি কায়দায় মারধরের ভিডিও ভাইরাল হতেই নিন্দার ঝড় উঠেছে। অভিযোগ অনুযায়ী, তরুণ ও তরুণীকে বাঁশের কঞ্চি দিয়ে প্রকাশ্যে মারধর করা হয়েছে। এই ঘটনায় এক তৃণমূল নেতাকে গ্রেফতার করা হয়েছে।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, মাটিতে ফেলে এক যুবক ও যুবতীকে লাগাতার লাঠি দিয়ে বেধড়ক মারধর করছেন এক ব্যক্তি। ভিডিয়োর সত্যতা যাচাই করেনি খবর অনলাইন। চারিদিকে ঘিরে দাঁড়িয়ে আছেন মহিলা-সহ অসংখ্য মানুষজন। কেউ রক্ষা করার জন্য এগিয়ে যাননি, বরং পাশবিকভাবে মারধরের দৃশ্য উপভোগ করতে দেখা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ি থেকে পালিয়ে গিয়ে বিয়ে করেছিলেন ওই তরুণ-তরুণী। এরপর গ্রামে সালিশিসভার আয়োজন করা হয়। এই সভায় উপস্থিত ছিলেন স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তি, যিনি এলাকায় ‘জেসিবি’ নামে পরিচিত। স্থানীয়দের দাবি, ‘জেসিবি’ চোপড়ার বিধায়ক তৃণমূলের হামিদুর রহমানের ‘ডান হাত’ হওয়ায় এলাকায় তাঁর দাপট রয়েছে।

প্রচুর মানুষের উপস্থিতিতেও কেউ তাঁদের উদ্ধার করতে এগিয়ে আসেননি। এই ঘটনার ফলে পুলিশ প্রশাসনের কাছে অভিযোগ না গিয়ে নিজের হাতে আইন তুলে নিয়ে স্বেচ্ছাচারিতার বিষয়ে তীব্র সমালোচনা চলছে জেলাজুড়ে। যদিও বিধায়ক হামিদুর রহমান দাবি করেন, তিনি ‘জেসিবি’ নামে কাউকে চেনেন না।

চোপড়ার আইসি অমরেন্দু সিংহ জানান, এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও অভিযোগ জমা পড়েনি।

এই ন্যক্কারজনক ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ায় মানুষ ক্ষোভ প্রকাশ করছে এবং দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে। আইনশৃঙ্খলার এহেন অবস্থায় পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে এবং এ বিষয়ে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে বলে আশ্বাস দিয়েছেন স্থানীয় প্রশাসন।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

মোবাইল নম্বর নয়, এবার ইউজারনেম দিয়েই চ্যাট করা যাবে হোয়াটসঅ্যাপে! আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ফিচার

হোয়াটসঅ্যাপে আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ইউজারনেম ফিচার। মোবাইল নম্বর শেয়ার না করেই চ্যাট করা যাবে। নতুন এই ফিচার দেখা গেছে হোয়াটসঅ্যাপের বিটা ভার্সন ২.২৫.২৮.১২ তে। ইউজারনেম সেট করতে থাকবে কিছু নিয়মও।

সতর্ক থাকুন! পেঁপের সঙ্গে এই খাবারগুলো খেলেই বাড়বে বিপদ

ভিটামিন ও ফাইবারে ভরপুর পেঁপে যতটা উপকারী, ভুল খাবারের সঙ্গে খেলে ততটাই ক্ষতিকর। কমলালেবু, শশা, টমেটো, দই বা মধুর সঙ্গে পেঁপে খাওয়া হজমে সমস্যা, অ্যাসিডিটি ও অ্যালার্জির কারণ হতে পারে।

রাজ্যে শুরু টোটোর রেজিস্ট্রেশন, প্রথম দুই দিনে মাত্র ৯৫০ গাড়ি নথিভুক্ত ! দীপাবলির পর বাড়বে সাড়া আশা পরিবহণ দফতরের

রাজ্যে ব্যাটারি চালিত টোটো ও ই-রিকশার রেজিস্ট্রেশন শুরু হয়েছে। প্রথম দুই দিনে মাত্র ৯৫০টি গাড়ি নথিভুক্ত হয়েছে। পরিবহণ দফতর আশা করছে দীপাবলির পর এই সংখ্যা দ্রুত বাড়বে। রাজ্যে আনুমানিক টোটোর সংখ্যা ১০ লক্ষেরও বেশি।

২০০২ বনাম ২০২৫! ৭ জেলার ভোটার তালিকায় ৫১% থেকে ৬৫% মিল, কোথায় সবচেয়ে কম জানেন?

রাজ্যের সাতটি জেলায় ২০০২ ও ২০২৫ সালের ভোটার তালিকার মধ্যে ৫১% থেকে ৬৫% নামের মিল পাওয়া গিয়েছে। সর্বাধিক মিল কালিম্পংয়ে, সর্বনিম্ন ঝাড়গ্রামে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নতুনভাবে বিশেষ ভোটার তালিকা সংশোধন (SIR) শুরু করতে চলেছে নির্বাচন কমিশন।

আরও পড়ুন

পুলিশকে লক্ষ্য করে গুলি, ইসলামপুরে রক্তাক্ত দুই পুলিশকর্মী, নবান্নে রিপোর্ট তলব

উত্তর দিনাজপুরের ইসলামপুরে বিচারাধীন বন্দিকে নিয়ে যাওয়ার সময় পুলিশের ওপর গুলি। আহত দুই পুলিশকর্মী। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। রিপোর্ট তলব করেছে নবান্ন।

চোপড়ার ঘটনায় দুঃখপ্রকাশ তৃণমূল বিধায়ক হামিদুল রহমানের, ধৃত জেসিবি যেন গ্রামের ‘প্রশাসক’

চোপড়ার সাম্প্রতিক ঘটনায় রাজ্য রাজনীতি তোলপাড় হওয়ার পর সোমবার চোপড়ার তৃণমূল বিধায়ক হামিদুল রহমান...

দফায় দফায় রণক্ষেত্র কালিয়াগঞ্জ, খোঁজ নিলেন রাজ্যপাল

কলকাতা: কালিয়াগঞ্জের ঘটনায় উদ্বিগ্ন রাজ্যপাল সিভি আনন্দ বোস! মঙ্গলবার কার্যত রণক্ষেত্রের আকার নিয়েছিল এলাকা।...