কলকাতা: কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা (DA) দাবি করে আন্দোলনে নেমেছেন রাজ্য সরকারি কর্মচারীরা। তাঁদের পাশে থাকার বার্তা দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সরকারি কর্মচারীদের অনশন নিয়ে উদ্বিগ্ন রাজ্যপাল। অনশন ছেড়ে আলোচনায় বসার ডাক দিলেন তিনি। সবপক্ষকে আলোচনার টেবিলে বসে দ্রুত সমস্যা সমাধানের পরামর্শ দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।
সম্প্রতি একবার মৌখিকভাবে ডিএ আন্দোলনকারীদের অনশন তুলে নেওয়ার আহ্বান জানিয়েছেন রাজ্যপাল। এ বার একেবারে টুইট করে অনশন তুলে নেওয়ার কথা বললেন।
শনিবার দু’টি টুইট করেন নয়া রাজ্যপাল সিভি আনন্দ বোস। আন্দোলনকারীদের প্রতি সহানুভূতিশীল হয়ে রাজ্যপাল লেখেন, “সরকারি কর্মচারীদের অনশন চতুর্থ সপ্তাহে পড়ছে, যা দেখে রাজ্য়পাল মর্মাহত। বিষয়টা হয়তো খুবই জটিল, কিন্তু সবসময় তার একটা সহজ সমাধান থাকে। আমাদের ভাইদের জীবনের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ আর কী হতে পারে!”
দ্বিতীয় টুইটে আরও লেখা হয়েছে, “যাঁরা ক্রমাগত অনশন করে চলেছেন তাঁদের হৃদয়ের কাছাকাছি রয়েছেন রাজ্যপাল। যাঁরা জীবনের ঝুঁকি নিয়ে অনশনে আছেন তাঁদের দয়া করে এটি শেষ করার জন্য অনুরোধ করছেন রাজ্যপাল এবং সব পক্ষকে একসঙ্গে বসে আলোচনার মাধ্যমে এই অস্থিরতা থেকে একটি গ্রহণযোগ্য উপায় খুঁজে বের করার জন্য অনুরোধ করছেন।”
ডিএ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়ে দিয়েছেন ওই টাকা তাঁর পক্ষে দেওয়া সম্ভব নয়। তবে রাজ্যপালের পরামর্শ, যে জটিলতা তৈরি হয়েছে তা আলোচনায় বসে একটা গ্রহণযোগ্য সমাধান বের করা উচিত। উল্লেখযোগ্য ভাবে, রাজ্যপাল তথা রাজভবনের এই স্বতঃপ্রণোদিত বিবৃতি কৌতূহলের উদ্রেক করেছে। ডিএ নিয়ে সুপ্রিম কোর্টে একটি মামলা বিচারাধীন রয়েছে। ওই মামলাতেই নিষ্পত্তি হওয়ার কথা যে পশ্চিমবঙ্গে রাজ্য সরকারি কর্মচারীরা কেন্দ্রীয় হারে ডিএ পাবেন কি পাবেন না।