Home খবর রাজ্য ‘সবচেয়ে অন্ধকার সময়টা আসে ভোরের ঠিক আগেই’, শাহি বৈঠক শেষে সাঙ্কেতিক বার্তা...

‘সবচেয়ে অন্ধকার সময়টা আসে ভোরের ঠিক আগেই’, শাহি বৈঠক শেষে সাঙ্কেতিক বার্তা রাজ্যপালের

0

কলকাতা: সোমবার দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) সঙ্গে সাক্ষাৎ করেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose)। প্রায় আধ ঘণ্টার বৈঠক শেষে রাজ্যপালের সাঙ্কেতিক বার্তা, “সবচেয়ে অন্ধকার সময়টা আসে ভোরের ঠিক আগেই”।

পঞ্চায়েত নির্বাচনের পর রবিবারই দিল্লিতে পৌঁছান রাজ্যপাল। এ দিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এ দিন সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ নয়াদিল্লিতে সংসদ ভবনের নর্থ ব্লকে স্বরাষ্ট্রমন্ত্রকের দফতরে ঢোকেন রাজ্যপাল বোস। বেরিয়ে আসেন ৭টা নাগাদ। পঞ্চায়েত নির্বাচনের ঠিক পরেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাজ্যপালের এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহালমহল। পাশাপাশি চর্চায় তাঁর মন্তব্যও। ঠিক কী বললেন রাজ্যপাল?

তিনি বলেন, ‘‘সবচেয়ে অন্ধকার সময়টা আসে ভোরের ঠিক আগেই।অন্ধকার সুড়ঙ্গের শেষে আলো অবশ্যই থাকবে।’’ একই সঙ্গে তাঁর আশ্বাস, “আজ আমি যে বার্তা পেয়েছি, তা হল… শীতকাল আসা মানে, বসন্ত খুব বেশি দূরে নয়। আগামী দিনে অবশ্যই ভালো কিছু হবে”।

যদিও অমিত শাহের সঙ্গে তাঁর কী নিয়ে আলোচনা হয়েছে, সে প্রসঙ্গে মুখ খোলেননি রাজ্যপাল। কিন্তু তাঁর এই মন্তব্য যথেষ্ট ইঙ্গিতপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। শোনা যাচ্ছে, এ দিনই কলকাতার উদ্দেশে রওনা হবেন তিনি।

প্রসঙ্গত, রাজ্যে নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকে দক্ষিণ ২৪ পরগনা, কোচবিহার, মুর্শিদাবাদের বিভিন্ন অশান্তি কবলিত জায়গায় ছুটে গিয়েছেন তিনি। কখনও ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলেন। কখনও আবার নিহতদের পরিবারে সঙ্গেও সাক্ষাৎ করতে দেখা যায় তাঁকে। এমনকী ভোটের দিনেও একের পর এক জায়গা পরিদর্শন করেন তিনি। ভোটারদের সঙ্গে কথা বলে আস্থা ফেরানোর চেষ্টা করেন।

আরও পড়ুন: ৬৯৬টি বুথে পুনর্নির্বাচন, সর্বত্রই কেন্দ্রীয় বাহিনী

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version