Homeখবররাজ্যওবিসিদের আবেদনেও ছাড় নয়, নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধন করল এসএসসি

ওবিসিদের আবেদনেও ছাড় নয়, নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধন করল এসএসসি

প্রকাশিত

নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধন করল পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন (WBSSC)। এবারে অন্যান্য অনগ্রসর শ্রেণিভুক্ত (OBC) প্রার্থীদের জন্য কোনও বিশেষ সুবিধা রাখা হয়নি। এসএসসির তরফে জানানো হয়েছে, আদালতের চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত ওবিসি প্রার্থীদের জেনারেল প্রার্থীদের মতোই চাকরির জন্য আবেদন করতে হবে এবং একই পরিমাণ আবেদন ফি দিতে হবে।

মঙ্গলবার এসএসসির তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ওবিসি প্রার্থীদের ক্ষেত্রেও এখন আবেদনমূল্য ধার্য হয়েছে ₹৫০০, যা আগে শুধুমাত্র জেনারেল ক্যাটেগরির জন্য প্রযোজ্য ছিল। তফসিলি জাতি ও জনজাতির (SC/ST) প্রার্থীদের জন্য আবেদন ফি থাকছে ₹২০০।

এসএসসি জানিয়েছে, আদালতের চূড়ান্ত নির্দেশ আসার পর একটি নতুন ‘উইন্ডো’ চালু করা হবে, যেখানে ওবিসি প্রার্থীরা নিজেদের জাতি সংক্রান্ত তথ্য পূরণ করতে পারবেন। যাঁরা ইতিমধ্যেই আবেদন করে ফেলেছেন এবং জাতির তথ্য দিয়েছেন, তাঁদের ক্ষেত্রেও ভবিষ্যতে সংশোধনের সুযোগ থাকবে, যদি কোর্টের নির্দেশ আসে।

এক এসএসসি আধিকারিক বলেন, “বিষয়টি আদালতে বিচারাধীন। সবাই যেন নির্দ্বিধায় আবেদন করেন। পরে যা সিদ্ধান্ত হবে, সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ওবিসিদের জন্য সাত শতাংশ সংরক্ষণ থাকবে কি না, সেটাও কোর্টই স্থির করবে।”

উল্লেখযোগ্যভাবে, সোমবার সার্ভার আপগ্রেডেশনের কারণে কিছু সময়ের জন্য এসএসসির পোর্টাল বন্ধ ছিল। মঙ্গলবার থেকে আবার আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।

প্রসঙ্গত, ২০১০ সালের আগে রাজ্য সরকার মোট ৬৬টি জাতিগোষ্ঠীকে ওবিসি হিসাবে ঘোষণা করে, যার মধ্যে ৫৪টি ছিল অমুসলিম এবং ১২টি মুসলিম সম্প্রদায়। ২০১০ সালের পর যাদের ওবিসি-তে অন্তর্ভুক্ত করা হয়েছিল, তাঁদের শংসাপত্র বর্তমানে আদালতের নির্দেশে বাতিল হয়েছে। এর ফলে কলেজে ভর্তি থেকে শুরু করে চাকরির প্রক্রিয়া পর্যন্ত অনিশ্চয়তায় পড়েছে বহু মানুষ। যদিও আদালতের পর্যবেক্ষণ, “এই কারণে নিয়োগ বা ভর্তি প্রক্রিয়া আটকে থাকার কথা নয়।”

এই পরিস্থিতিতে ওবিসি প্রার্থীদের অনেকের মনেই প্রশ্ন— তাঁদের সংরক্ষণের অধিকার আদৌ বজায় থাকবে কি না। তার উত্তর দেবে কোর্টের রায়।

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

আজ সন্ধ্যায় কাকিনাড়ায় মোন্থার ল্যান্ডফল, প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কা — বাংলাতে প্রভাব পড়বে ক’দিন?

আজ সন্ধ্যায় অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ায় ল্যান্ডফল করবে ঘূর্ণিঝড় মোন্থা। ঘণ্টায় ৯০-১০০ কিমি বেগে আছড়ে পড়বে ঝড়। বাংলায় ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা, উত্তরবঙ্গে ভারী বৃষ্টি ও সিকিমে তুষারপাতের পূর্বাভাস।

কলকাতা-গুয়াংঝাউ উড়ান চালু, ভারত-চিনের সম্পর্কে উষ্ণতার ইঙ্গিত

কলকাতা: দীর্ঘ পাঁচ বছর পর আবার শুরু হল ভারত ও চিনের মধ্যে সরাসরি বিমান...

শ্রেয়স আয়ারকে আইসিইউ থেকে বাইরে আনা হয়েছে, অবস্থা স্থিতিশীল

খবর অনলাইন ডেস্ক: ভারতের তারকা মিডল অর্ডার ব্যাটার ও ওয়ানডে দলের সহ-অধিনায়ক শ্রেয়স আয়ার...

ঘরামি-অনুষ্টুপের লড়াইয়ে রনজি ট্রফির ম্যাচে গুজরাতের বিপক্ষে সুবিধাজনক অবস্থায় বাংলা

কলকাতা: সুদীপ ঘরামির দ্বিতীয় টানা অর্ধশতক ও অনুষ্টুপ মজুমদারের অপরাজিত ধৈর্যশীল ইনিংসের দৌলতে গুজরাতের...

আরও পড়ুন

আজ সন্ধ্যায় কাকিনাড়ায় মোন্থার ল্যান্ডফল, প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কা — বাংলাতে প্রভাব পড়বে ক’দিন?

আজ সন্ধ্যায় অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ায় ল্যান্ডফল করবে ঘূর্ণিঝড় মোন্থা। ঘণ্টায় ৯০-১০০ কিমি বেগে আছড়ে পড়বে ঝড়। বাংলায় ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা, উত্তরবঙ্গে ভারী বৃষ্টি ও সিকিমে তুষারপাতের পূর্বাভাস।

এসআইআরের আগে রাজ্যে বড়সড় প্রশাসনিক রদবদল, বদলি ১০ জেলাশাসক-সহ ১৭ আমলা

এসআইআর শুরুর আগেই রাজ্যে প্রশাসনিক রদবদল। বদলি ১০ জেলাশাসক ও একাধিক এডিএম। নবান্নের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংবেদনশীল জেলাগুলিতে বিশেষ নজর। বিধানসভা ভোটের আগে রাজনৈতিক মহলে জল্পনা।

বুথভিত্তিক তুলনায় মিল মাত্র ৫৫%! এসআইআরে নাম কাটা যেতে পারে প্রায় ১ কোটি ভোটারের

২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে বর্তমান তালিকার মিল মাত্র ৫৫ শতাংশ। এসআইআরের পর প্রায় ১ কোটি ভোটারের নাম বাদ পড়তে পারে বলে আশঙ্কা নির্বাচন কমিশনের। জল্পনা ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে।