Homeখবররাজ্যসকাল থেকেই বৃষ্টি! এক নজরে রবিবার আবহাওয়ার গতিবিধি

সকাল থেকেই বৃষ্টি! এক নজরে রবিবার আবহাওয়ার গতিবিধি

প্রকাশিত

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

কলকাতা: সকাল থেকেই আকাশের মুখভার। কোথাও কোথাও ঝিরঝিরে বৃষ্টি। আবহাওয়া অফিস জানিয়েছে, রবিবার কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। এ দিনও গরম আরও কমবে, তবে থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। 

বঙ্গোপসাগরের উত্তর পশ্চিম প্রান্ত ও ওড়িশা সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে নতুন করে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। হাওয়া অফিসের মতে, এর জেরে একটি নিম্নচাপ তৈরির আশঙ্কা রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে ১৮ জুলাই মঙ্গলবার নাগাদ আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে।

আবহাওয়া দফতর জানিয়েছে, যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে তা উত্তর ওড়িশার পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে সরে যেতে পারে। যার ফলে সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ডে আগামী দু’-তিন দিন ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

এ ছাড়াও আরএ একটি ঘূর্ণাবর্ত ১৮ জুলাই নাগাদ তারি হওয়ারও সম্ভাবনা রয়েছে, বলছে আইএমডি। এই ঘূর্ণাবর্তের গতিবিধি পশ্চিমবঙ্গ, ওড়িশা, ঝাড়খণ্ডে ঘোরাফেরা করবে। এর ফলে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। যার জেরে ব্যাপক বর্ষণের সম্ভাবনা রয়েছে বেশ কয়েকটি এলাকায়।

নিম্নচাপের কারণে বৃষ্টিপাত বাড়বে শহর কলকাতায়। যদিও কতটা বৃষ্টিপাত হবে তা নির্ভর করছে পরবর্তী ঘূর্ণাবর্ত কবে তৈরি হচ্ছে তার উপর। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতেও আপাতত দিনের তাপমাত্রায় বড়োসড়ো পরিবর্তনের কোনো পূর্বাভাস নেই। তবে বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পেলে দক্ষিণবঙ্গের তাপমাত্রা কিছুটা হলেও হ্রাস পাবে।

আলিপুর আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গে একদিকে আর্দ্রতাজনিত অস্বস্তি অন্যদিকে বিক্ষিপ্ত ভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। পার্বত্য এলাকা-সহ উপরের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আলিপুরদুয়ারে প্রবল বৃষ্টির লাল সতর্কতা। প্রবল বৃষ্টির লাল সতর্কতা রয়েছে দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলাতেও।

আরও পড়ুন: রাজ্যসভার ৭ আসনে হচ্ছে না ভোটাভুটি, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ডেরেক, দোলা…অনন্তরা

সাম্প্রতিকতম

ওজন কমাতে লেমনগ্রাস টি? এই ৪ ধরনের মানুষ খেলে বিপদ!

অনেকেই লেমনগ্রাস টি খেয়ে ডিটক্স করেন বা ওজন কমান। কিন্তু গর্ভবতী মহিলা, ডায়াবেটিস রোগী বা কিডনি অসুস্থতায় ভুগছেন, তাঁদের জন্য এই হার্বাল টি বিপজ্জনকও হতে পারে।

আধার কার্ডে ঠিকানা কীভাবে পরিবর্তন করব?

আধার কার্ডে ঠিকানা আপডেট করার অনলাইন পদ্ধতি জেনে নিন। কী কী ডকুমেন্ট লাগবে এবং কত দিনে আপডেট হবে, সব তথ্য এক জায়গায়।

রেশন কার্ডে নতুন সদস্য কীভাবে যুক্ত করব?

পশ্চিমবঙ্গে ডিজিটাল রেশন কার্ডে নতুন সদস্য যোগ করার অনলাইন পদ্ধতি জানুন। সহজ স্টেপ-বাই-স্টেপ গাইড ও অফিসিয়াল লিংক সহ।

ভূমিকম্পে কেঁপে উঠল গুয়াহাটি ও আশেপাশের এলাকা  

অরূপ চক্রবর্তী, গুয়াহাটি: অসমে আবার ভূমিকম্পের অনুভূতি। মঙ্গলবার সকালে ৯টা ২২ মিনিট নাগাদ কম্পন...

আরও পড়ুন

পশ্চিমবঙ্গে এনআরসি চাপিয়ে দেওয়ার চেষ্টা! বিজেপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ মুখ্যমন্ত্রীর

অসমে এনআরসি-র নোটিস পাঠানো নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিযোগ, পশ্চিমবঙ্গে এনআরসি চাপানোর চক্রান্ত করছে বিজেপি।

নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে ভারী বর্ষণ, কত দিন বৃষ্টি হবে

নিম্নচাপ ও মৌসুমি অক্ষরেখার জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তাল উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর, নিষেধাজ্ঞা মৎস্যজীবীদের জন্য।

কলকাতায় আজও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, আর কোথায় কোথায় বর্ষণের সতর্কতা?

গাঙ্গেয় পশ্চিমবঙ্গে নিম্নচাপের প্রভাবে আজ দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস। সমুদ্র উত্তাল, সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা মৎস্যজীবীদের।