কলকাতা: শুক্রবার সকাল থেকেই হচ্ছে বৃষ্টি। সঙ্গে অনেকটাই নেমেছে তাপমাত্রার পারদ। এই বৃষ্টি আর কতদিন চলবে। সপ্তাহান্তে কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?
ভাদ্রের শেষবেলায় অব্যাহত বর্ষার খামখেয়ালিপনা। বৃষ্টি, বিরতি, ফের বৃষ্টি। কখনও ঝিরঝিরে তো কখনও আবার জোরে। হাওয়া অফিস বলছে, শুক্রবারেও সারা দিন বর্ষণের পূর্বাভাস থাকছে কলকাতায়। বৃহস্পতিবারের রেশ রয়ে গিয়েছে শুক্রবারেও। সকাল থেকেই দফায় দফায় চলছে বৃষ্টি। আবহাওয়া দফতরের পূর্বাভাস, এ দিন আকাশ সাধারণত মেঘলা থাকার সম্ভাবনা। বজ্রবিদ্য়ুৎ-সহ ঝড় ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়াবিদদের অনুমান, আজ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি কিছুটা কমতে পারে। তবে বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। পূর্বাভাস অনুযায়ী, সেদিন উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এর মধ্যে সতর্কতা জারি থাকবে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে।
এর পর শনিবার এবং রবিবার আরও কমবে বৃষ্টির পরিমাণ। ওই দু’দিন উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় হালকা বৃষ্টি হতে পারে। তবে কোথাও কোনো সতর্কতা জারি থাকবে না।
বৃষ্টির জেরে কমেছে তাপমাত্রার পারদ। বৃহস্পতিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস যা কিনা স্বাভাবিক। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৮ ডিগ্রি সেলসিয়াস। এটি স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কম। আপাতত যা পূর্বাভাস, তাতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে ফেলতে পারে।
আরও পড়ুন: এশিয়া কাপ: শেষ বলে জয় আনলেন অসলঙ্কা, পাকিস্তানকে হারিয়ে ফাইনালে ভারতের মুখোমুখি শ্রীলঙ্কা