শুক্রবার বিকেলের পর থেকেই পশ্চিমবঙ্গের কিছু অংশে বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। শনিবার সারাদিনই রাজ্যের বিভিন্ন অঞ্চলে কমবেশি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। তবে, কলকাতা, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বৃষ্টির দাপট তুলনামূলকভাবে বেশি থাকবে।
অন্যদিকে, রাজ্যের বাকি জেলাগুলিতে খুব বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আবহাওয়া দফতরের বিশেষজ্ঞরা জানিয়েছেন, দক্ষিণবঙ্গের উপর একটি নিম্নচাপ সক্রিয় থাকায় এই বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।
২৪ ডিসেম্বর, রবিবারও রাজ্যের বিভিন্ন অংশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের পক্ষ থেকে সতর্কতা জারি করে বলা হয়েছে, যেসব অঞ্চলে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সেসব এলাকায় সতর্ক থাকতে হবে।
বৃষ্টির কারণে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে, তবে দিনের শেষে শীতের আমেজ বজায় থাকবে। শীতে অনেকেই সপ্তহান্তে বেড়াতে যাচ্ছেন কাছে-পিঠে। তাদের উদ্দেশ্যে আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী দু’দিনের মধ্যে যাত্রা করার আগে আবহাওয়ার আপডেট দেখে পরিকল্পনা করা উচিত।