Homeখবররাজ্যবাল্যবিবাহ রুখতে শুধু মেয়েই নয়, এবার ছেলেদেরও সচেতন করবে রাজ্য সরকার

বাল্যবিবাহ রুখতে শুধু মেয়েই নয়, এবার ছেলেদেরও সচেতন করবে রাজ্য সরকার

প্রকাশিত

কলকাতা: বাল্যবিবাহ রোধে নতুন দৃষ্টিভঙ্গি গ্রহণ করল পশ্চিমবঙ্গ সরকার। এবার কেবল কিশোরী মেয়েদের নয়, কিশোর ছেলেদের মধ্যেও সচেতনতা গড়ার উপর জোর দেওয়া হবে বলে জানালেন রাজ্যের নারী ও শিশুকল্যাণ ও সমাজকল্যাণ দপ্তরের মন্ত্রী শশী পাঁজা।

সোমবার রাজ্য স্তরের ‘Adolescent Empowerment Consultation’-এ বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন, “শুধু মেয়েদেরই নয়, ছেলেদেরও বুঝিয়ে বলতে হবে অল্প বয়সে বিয়ের ক্ষতিকর দিকগুলি। আইন অনুযায়ী, বিয়ের নির্ধারিত বয়সের আগেই যেন কেউ বিয়ে না করে, তা নিশ্চিত করতেই ছেলেদের মধ্যেও সচেতনতা বাড়াতে হবে।”

২০২২ সালে ইউনিসেফের সহযোগিতায় রাজ্য সরকার ‘District Action Plan’ তৈরি করে এবং ২০২৩ সালে ‘Child Marriage Reporting and Tracking Mechanism’ চালু করে। সেই প্রকল্পের অগ্রগতি ও চ্যালেঞ্জগুলি এদিনের আলোচনায় উঠে আসে।

জাতীয় পরিবার স্বাস্থ্য সমীক্ষা-৫ (NFHS-5)-এর তথ্য অনুযায়ী, রাজ্যে প্রায় ৪১ শতাংশ মেয়ের অপ্রাপ্তবয়স্ক অবস্থায় বিয়ে হয়ে যায়। তার মধ্যে সবচেয়ে বেশি বাল্যবিবাহ হয় পূর্ব মেদিনীপুর (৫৭%), এরপর পূর্ব বর্ধমান (৫০%)। সবচেয়ে কম বাল্যবিবাহ হয় জলপাইগুড়িতে (১৮%)।

শশী পাঁজা বলেন, “সমাজে সচেতনতা তৈরিই বাল্যবিবাহ রোধের মূল চাবিকাঠি। তাই শুধু মেয়ে বা মা-বোনদের সঙ্গে কথা না বলে, সেখানে ছেলেদের, পুরুষদের, যুবকদেরও যুক্ত করতে হবে।”

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যসচিব (নারী ও শিশুকল্যাণ) সংহমিত্রা ঘোষ, ইউনিসেফের পশ্চিমবঙ্গ শাখার প্রধান ডঃ মনজুর হোসেন সহ রাজ্যের স্বাস্থ্য, শিক্ষা, পঞ্চায়েত, কারিগরি ও দক্ষতা উন্নয়ন দপ্তরের আধিকারিকরা।

মন্ত্রী আরও বলেন, “আজকের কিশোর-কিশোরীরা মোবাইল, সোশ্যাল মিডিয়ার প্রভাবে নানা রকম প্রলোভনে পড়ছে। ওদের সঙ্গে আরও সহানুভূতির সঙ্গে কাজ করতে হবে। কন্যাশ্রী প্রকল্প আজ শুধু মেয়েদের স্কুলে রাখতেই নয়, অনলাইন নিরাপত্তা শেখাতেও সাহায্য করছে।”

ইউনিসেফের রাজ্য প্রধান ডঃ মনজুর হোসেন বলেন, “এই আলোচনা শুধুই পর্যালোচনা নয়, এটি এক নতুন আহ্বান—সব স্তরের অংশগ্রহণকারীদের সম্মিলিত উদ্যোগেই কিশোর-কিশোরীদের সার্বিক বিকাশ সম্ভব। সমাজের প্রভাবশালী ব্যক্তি, পঞ্চায়েত সদস্য, স্বনির্ভর গোষ্ঠী, শিক্ষক, ধর্মীয় নেতা ও যুব সম্প্রদায়ের সক্রিয় অংশগ্রহণ জরুরি।”

এদিন জেলাগুলির আধিকারিকরা তাদের সাফল্যের কৌশল ও চ্যালেঞ্জগুলি তুলে ধরেন। যেমন, স্কুল ও সম্প্রদায়ভিত্তিক সচেতনতা অভিযান, তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ, সফল ব্যক্তিত্বদের উদাহরণ, অ্যাপভিত্তিক রিপোর্টিং, হেল্পলাইন ব্যবহার এবং প্রেম করে পালিয়ে যাওয়ার মতো ঘটনাগুলির প্রতিরোধে বিশেষ কৌশল প্রণয়ন।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বায়ুদূষণ ও স্মার্টফোনে বাড়ছে শিশুদের অ্যাংজাইটি ঝুঁকি

শীত বাড়তেই বায়ুদূষণের প্রভাব পড়ছে মানসিক স্বাস্থ্যে। নয়াদিল্লির এইমস ও সিঙ্গাপুরের গবেষণায় উঠে এসেছে, দূষিত বাতাস ও ছোট বয়সে স্মার্টফোন ব্যবহারে শিশুদের অ্যাংজাইটি ও প্যানিক অ্যাটাকের ঝুঁকি বাড়ছে।

দক্ষিণবঙ্গে শীতে শীর্ষে কল্যাণী, আর কতদিন কনকনে ঠান্ডা?

দক্ষিণবঙ্গে শীতের দাপট চরমে। শ্রীনিকেতনকে পিছনে ফেলে শীতলতম এলাকা হল নদিয়ার কল্যাণী। কলকাতা সহ গোটা রাজ্যে কুয়াশা ও তাপমাত্রা আরও কমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

ভারত-নিউজিল্যান্ড প্রথম একদিনের ম্যাচ: বল হাতে জেমিসনের জাদু সত্ত্বেও কোহলি-শুভমন-ঋষভের দাপটে এল জয়

নিউজিল্যান্ড: ৩০০-৮ (ড্যারিল মিচেল ৮৪, হেনরি নিকোলস ৬২, ডেভন কোনওয়ে ৫৪, মহম্মদ সিরাজ ২-৪০,...

পরিবেশ সচেতনতার বার্তা দিতে ‘সবুজপুকুর মেলা’ অনুষ্ঠিত হল ঢাকুরিয়া যুবতীর্থ শিশু উদ্যানে

নিজস্ব প্রতিনিধি:  দীর্ঘ প্রচেষ্টার পর গড়ফা-ঢাকুরিয়া-হালতু অঞ্চলে সবুজপুকুর জলাশয়ের সংরক্ষণ করা সম্ভব হয়েছে। চলতি...

আরও পড়ুন

দক্ষিণবঙ্গে শীতে শীর্ষে কল্যাণী, আর কতদিন কনকনে ঠান্ডা?

দক্ষিণবঙ্গে শীতের দাপট চরমে। শ্রীনিকেতনকে পিছনে ফেলে শীতলতম এলাকা হল নদিয়ার কল্যাণী। কলকাতা সহ গোটা রাজ্যে কুয়াশা ও তাপমাত্রা আরও কমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

ক্ষেতে নীরব ক্ষতি? কীটনাশকে ভাঙছে কৃষকের মন

পশ্চিমবঙ্গে দীর্ঘদিন কীটনাশক ব্যবহারের ফলে কৃষকদের স্মৃতিশক্তি, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ও মানসিক স্বাস্থ্যে মারাত্মক প্রভাব পড়ছে—নতুন গবেষণায় উঠে এল উদ্বেগজনক তথ্য।

তাপমাত্রা সামান্য বাড়লেও সংক্রান্তিতে কাঁপুনির পূর্বাভাস

দক্ষিণবঙ্গে তাপমাত্রা সামান্য বাড়লেও সংক্রান্তিতে ফের নামবে পারদ। উত্তরবঙ্গের ছয় জেলায় ঘন কুয়াশার সতর্কতা, শীতের দাপট চলবে মাঘের শুরু পর্যন্ত।