আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ওপর যৌন নির্যাতন ও হত্যার ঘটনার পর, রাজ্য সরকার নিরাপত্তা আরও জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে। শনিবার নবান্নে মুখ্যসচিব বিপি গোপালিকার নেতৃত্বে অনুষ্ঠিত এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে উপস্থিত ছিলেন মেয়র ফিরহাদ হাকিম, স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েল, স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম সহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা।
বৈঠকে সিদ্ধান্ত হয়, বেলগাছিয়া ট্রাম ডিপোর কাছে ৩ একর সরকারি জমি আর জি কর হাসপাতালে নতুন বিল্ডিং তৈরির জন্য বরাদ্দ করা হবে। এই বিল্ডিংয়ের একটি তলের নাম হবে নিহত তরুণী চিকিৎসকের নামে, তবে তাঁর নাম প্রকাশ্যে না আনার কারণে নামকরণ নিয়ে এখনও চিন্তাভাবনা চলছে।
আরজি কর-কাণ্ডে অপরাধ স্বীকার অভিযুক্তের, নেই অনুতাপ! ধৃতের ১৪ দিনের পুলিশ হেফাজত
পাশাপাশি, আর জি করের জুনিয়র চিকিৎসকদের বিক্ষোভের পরিপ্রেক্ষিতে, স্বাস্থ্য সচিব আশ্বাস দিয়েছেন যে, হাসপাতালের সুরক্ষার জন্য পর্যাপ্ত সিসি ক্যামেরা, ডিউটি রুমে শৌচাগার, এবং অনিয়ন্ত্রিত প্রবেশ বন্ধ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। দ্রুত এই কাজগুলি শুরু করতে পূর্ত দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে।