Homeখবররাজ্যরেজিস্ট্রিতে দুর্নীতি রুখতে ফেস রেকগনিশন, দেশে প্রথমবার চালু করছে পশ্চিমবঙ্গ

রেজিস্ট্রিতে দুর্নীতি রুখতে ফেস রেকগনিশন, দেশে প্রথমবার চালু করছে পশ্চিমবঙ্গ

প্রকাশিত

জমি-বাড়ি রেজিস্ট্রেশনে স্বচ্ছতা ও দ্রুততার লক্ষ্যে অভিনব উদ্যোগ নিতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। দেশের মধ্যে প্রথমবার, সম্পত্তি রেজিস্ট্রেশনের সময় ফেস রেকগনিশনের মাধ্যমে যাচাই প্রক্রিয়া চালু করতে চলেছে রাজ্য।

জানা গিয়েছে, জমি বা বাড়ি বিক্রির সময় রেজিস্ট্রি অফিসে ক্রেতা, বিক্রেতা এবং সাক্ষীর মুখমণ্ডল স্ক্যান করে তাঁদের পরিচয় যাচাই করা হবে। ফেস রেকগনিশনের এই প্রক্রিয়ায় সহজেই বোঝা যাবে বিক্রেতা সত্যিই সেই সম্পত্তির মালিক কি না। এর ফলে প্রতারণা বা জালিয়াতির আশঙ্কা অনেকটাই কমবে বলে মনে করছেন প্রশাসনিক আধিকারিকেরা।

এই ব্যবস্থা চালু করতে অ্যাপ তৈরি করছে ‘ডিরেক্টরেট অব রেজিস্ট্রেশন অ্যান্ড স্ট্যাম্প ডিউটি’, যা অর্থদপ্তরের আওতাধীন। অ্যাপ তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে। চলছে টেকনোলজিক্যাল অডিট। শীঘ্রই এটি চালু করা হবে রাজ্যের রেজিস্ট্রি অফিসগুলিতে।

বর্তমানে রেজিস্ট্রেশনের সময় দশ আঙুলের বায়োমেট্রিক, ছবি ও ই-সিগনেচার নিতে হয়। এবার সেই তালিকায় যুক্ত হচ্ছে ফেস স্ক্যানিং। অ্যাপটির মাধ্যমে রেজিস্ট্রি অফিসে বসেই মুখমণ্ডল স্ক্যান করে যাচাই করা হবে। অ্যাপের ব্যবহারের ক্ষেত্র অফিসের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। এজন্য ‘জিও ফেন্সিং’ প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে, যা নির্দিষ্ট এলাকার বাইরে অ্যাপ ব্যবহারে বাধা দেবে।

বিশেষজ্ঞদের মতে, অনেক সময় আঙুলের বায়োমেট্রিক বারবার নেওয়ার ঝামেলা হয়। ফেস রেকগনিশন চালু হলে সেই সমস্যা থাকবে না। তাছাড়া, ভবিষ্যতে আইনে পরিবর্তন হলে, পরিচয় যাচাইয়ের প্রধান মাধ্যম হয়ে উঠবে এই প্রযুক্তি।

অতীতে একাধিকবার অভিযোগ উঠেছে— প্রকৃত মালিক না জেনেই কেউ সম্পত্তি বিক্রি করে দিয়েছেন। ফলে আইনি জটিলতায় জড়িয়েছেন বহু মানুষ। নতুন প্রযুক্তির সাহায্যে এই ধরনের জালিয়াতির রাস্তাও কার্যত বন্ধ হয়ে যাবে বলেই মনে করছে রাজ্য সরকার।

আরও পড়ুন: ভিড় সামলাতে বাড়ল ট্রেন, ডায়মন্ড হারবার ও বারাসত শাখায় চলবে অতিরিক্ত ৫ লোকাল

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

ভারত-নিউজিল্যান্ড প্রথম একদিনের ম্যাচ: বল হাতে জেমিসনের জাদু সত্ত্বেও কোহলি-শুভমন-ঋষভের দাপটে এল জয়

নিউজিল্যান্ড: ৩০০-৮ (ড্যারিল মিচেল ৮৪, হেনরি নিকোলস ৬২, ডেভন কোনওয়ে ৫৪, মহম্মদ সিরাজ ২-৪০,...

পরিবেশ সচেতনতার বার্তা দিতে ‘সবুজপুকুর মেলা’ অনুষ্ঠিত হল ঢাকুরিয়া যুবতীর্থ শিশু উদ্যানে

নিজস্ব প্রতিনিধি:  দীর্ঘ প্রচেষ্টার পর গড়ফা-ঢাকুরিয়া-হালতু অঞ্চলে সবুজপুকুর জলাশয়ের সংরক্ষণ করা সম্ভব হয়েছে। চলতি...

প্রিজারভেটিভ দেওয়া প্রসেসড খাবারে বাড়ছে ক্যানসারের ঝুঁকি! ব্রিটিশ মেডিক্যাল জার্নালের গবেষণায় চাঞ্চল্যকর তথ্য

প্রিজারভেটিভ মেশানো প্রসেসড খাবার ও পানীয় নিয়মিত খেলে ক্যানসারের ঝুঁকি উল্লেখযোগ্য ভাবে বাড়ে—ব্রিটিশ মেডিক্যাল জার্নালে প্রকাশিত ফরাসি গবেষণায় উঠে এল উদ্বেগজনক তথ্য।

ভারতে প্রথম! সরকারি হাসপাতালে সম্পূর্ণ AI নির্ভর হেলথ ক্লিনিক চালু গ্রেটার নয়ডায়

ভারতে প্রথমবার কোনও সরকারি হাসপাতালে চালু হল সম্পূর্ণ AI নির্ভর হেলথ ক্লিনিক। গ্রেটার নয়ডার GIMS-এ এই পরিষেবা প্রান্তিক মানুষের চিকিৎসায় নতুন দিগন্ত খুলবে।

আরও পড়ুন

ক্ষেতে নীরব ক্ষতি? কীটনাশকে ভাঙছে কৃষকের মন

পশ্চিমবঙ্গে দীর্ঘদিন কীটনাশক ব্যবহারের ফলে কৃষকদের স্মৃতিশক্তি, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ও মানসিক স্বাস্থ্যে মারাত্মক প্রভাব পড়ছে—নতুন গবেষণায় উঠে এল উদ্বেগজনক তথ্য।

তাপমাত্রা সামান্য বাড়লেও সংক্রান্তিতে কাঁপুনির পূর্বাভাস

দক্ষিণবঙ্গে তাপমাত্রা সামান্য বাড়লেও সংক্রান্তিতে ফের নামবে পারদ। উত্তরবঙ্গের ছয় জেলায় ঘন কুয়াশার সতর্কতা, শীতের দাপট চলবে মাঘের শুরু পর্যন্ত।

এজলাসে হইচই, আইপ্যাক মামলার শুনানি স্থগিত

এজলাসে ভিড় ও হইচইয়ের জেরে আইপ্যাক সংক্রান্ত জোড়া মামলার শুনানি শুরু করা গেল না। বিচারপতি শুভ্রা ঘোষ শুনানি ১৪ জানুয়ারি পর্যন্ত মুলতুবি রাখায় কলকাতা হাই কোর্টে রাজনৈতিক ও আইনি উত্তেজনা বেড়েছে।