Homeখবররাজ্যজোট গড়লে তৃণমূলকে হারানো সম্ভব, সাগরদিঘির জয়ে দাবি বাম-কংগ্রেসের

জোট গড়লে তৃণমূলকে হারানো সম্ভব, সাগরদিঘির জয়ে দাবি বাম-কংগ্রেসের

প্রকাশিত

শেষ তিন বার সাগরদিঘিতে জয়ী হয়েছিল তৃণমূল। তাই জোড়াফুল শিবিরের মনোবলও ছিল তুঙ্গে। কিন্তু তাদের সেই আত্মবিশ্বাসে জোর ধাক্কা দিলেন বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস।

বৃহস্পতিবার সাগরদিঘি উপনির্বাচনের ভোটগণনার শুরু থেকেই এগিয়ে ছিলেন কংগ্রেস প্রার্থী। এককালে অধীররঞ্জন চৌধুরীর গড় বলে পরিচিত মুর্শিদাবাদে ফের হাতের জয়জয়কার। বাম সমর্থিত কংগ্রেস প্রার্থীর জয়ের খবরে উচ্ছ্বসিত জোট সমর্থকরা।

নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, তৃণমূল প্রার্থী দেবাশিস বন্দ্যোপাধ্যায়কে ২২,৯৮০ ভোটে হারিয়ে জয়ী হয়েছেনন বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস।

সাগরদিঘির উপনির্বাচনে জোট প্রার্থী বিপুল ব্যবধানে জয় বাম ও কংগ্রসকে যথেষ্ট উৎসাহ জুগিয়েছে। জোটের এই ফল রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের প্রভাব ফেলবে বলে প্রত্যাশা করছে তারা। তাদের দাবি, গোটা বাংলাকে একটা বার্তা দিচ্ছে সাগরদিঘি। জোট গড়ে লড়তে পারলে তৃণমূলকে হারানো সম্ভব।

অন্য দিকে, অধীরের দাবি, “আমার একটাই কথা, এই নির্বাচন প্রমাণ করল, মমতা বন্দ্যোপাধ্যায় অপরাজেয় নন। তাঁকে পরাজিত করা যেতে পারে। তৃণমূলকে বধিবে যে, মুর্শিদাবাদে বাড়িছে সে। এই বাংলায় চোরতন্ত্র উচ্ছেদ করে, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করব। কংগ্রেস, বাম এবং অন্যান্য সমস্ত সঙ্গী দল মিলে।”

২০১১ থেকে ২০২১ সাল পর্যন্ত টানা ৩টি বিধানসভা নির্বাচনে এই আসনে জোড়াফুল ফুটেছিল। তবে এ বার আসনটি ছিনিয়ে নিল কংগ্রেস। গত বিধানসভায় সাগরদিঘিতে প্রায় ৫০ হাজার ভোটে জিতেছিলেন তৃণমূল প্রার্থী, অধুনা প্রয়াত সুব্রত সাহা। সেই আসনে মাত্র ২ বছরের ব্যবধানে দল প্রায় ২৩ হাজার ভোটে হারল কীভাবে, তা নিয়ে জোড়াফুল শিবিরেও চর্চা শুরু হয়েছে।

সাম্প্রতিকতম

প্রধানমন্ত্রীর ‘বিতর্কিত’ মন্তব্যের সমর্থনে লারা, কী বললেন বলি অভিনেত্রী?

কিছুদিন আগে হায়দরাবাদ থেকে রাহুল গান্ধী বলেছিলেন, কার হাতে কত সম্পত্তি আছে তা সমীক্ষা করে দেখা হবে। কংগ্রেস ক্ষমতায় এলে তা করবে।

ভোট দিন আর ডিসকাউন্ট পান! নির্বাচনী মরশুমে অফারের ছড়াছড়ি

দেশে লোকসভা নির্বাচনের উত্তেজনা তুঙ্গে। প্রথম দফার ভোট ইতিমধ্যেই হয়ে গেছে। আজ, শুক্রবার দ্বিতীয়...

বিয়েতে পাওয়া ‘স্ত্রীধনে’ অধিকার নেই স্বামীর, নিলেও ফেরাতে হবে, জানাল সুপ্রিম কোর্ট

মামলায় স্বামী আদালতে জানান, আগে থেকে তাঁর পরিবার বিপুল দেনায় ডুবে ছিল। সেই দেনা শোধ করতে সব অর্থ খরচ করতে হয়েছে।

লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় আজ ভোট ৮৯ আসনে, রাজ্যের দার্জিলিং, রায়গঞ্জ ও বালুরঘাট কেন্দ্রে

খবর অনলাইন ডেস্ক: আজ শুক্রবার ভারতের অষ্টাদশ লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোট গ্রহণ করা হচ্ছে।...

আরও পড়ুন

রামকৃষ্ণ মঠ ও মিশনের ১৭তম অধ্যক্ষ নির্বাচিত হলেন স্বামী গৌতমানন্দ, জানুন তাঁর বিস্তৃত কর্মকাণ্ডের ইতিহাস

কলকাতা: রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ নির্বাচিত হলেন স্বামী গৌতমানন্দ। এর আগে তিনি রামকৃষ্ণ...

অন্তত মঙ্গলবার পর্যন্ত গরমের রুদ্ররূপ, অতীতের সব রেকর্ড অক্ষত থাকবে তো?

শ্রয়ণ সেন কলকাতার ইতিহাসে উষ্ণতম দিন ছিল ১৯৫৮ সালের ২৮ মে। সে দিন পারদ উঠেছিল...

২০১৬-র নিয়োগ প্রক্রিয়া বাতিল, হাইকোর্টের নির্দেশে চাকরি গেল প্রায় ২৬ হাজারের

কলকাতা: রাজ্য সরকার পোষিত ও সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে ২০১৬ সালে রাজ্যস্তরের পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা...