কলকাতা: উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপ। মঙ্গলবার দুপুর গড়াতেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া। বুধবারেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি আলিপুর আবহাওয়া দফতরের।
বুধেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি
নিম্নচাপের জেরেই দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। মঙ্গলবারের পর বুধবারেও দক্ষিণবঙ্গের জেলায় জেলায় চলবে বৃষ্টিপাত। কোনো জায়গায় ভারী বৃষ্টি, কোনো কোনো জেলায় চলবে অতিভারী বৃ্ষ্টি। ছবি: রাজীব বসু
বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ
হাওয়া অফিসের মতে, মঙ্গলবার রাতেই বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি প্রবেশ করবে রাজ্যে। তার জেরে জারি সতর্কতা। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টি। রাতের দিকে বৃষ্টি বাড়তে পারে। ছবি: রাজীব বসু
কোথায় কেমন সতর্কতা
লাল সতর্কতা জারি করা হয়েছে, দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ও ঝাড়গ্রামে। কমলা সতর্কতা জারি করা হয়েছে, কলকাতা, হাওড়া, হুগলি, পুরুলিয়া, দুই বর্ধমান, বাঁকুড়াতে। ছবি: রাজীব বসু
মিলল সাময়িক স্বস্তি
আগস্টের প্রথম দিনে সকাল থেকেই কখনও কাঠফাটা রোদ, আবার কখনও মেঘলা আকাশ। আর্দ্রতা বেশি থাকায় চরম অস্বস্তি। এরই মধ্যে নিম্নচাপের জেরে বৃষ্টি নামায় মিলেছে সাময়িক স্বস্তি। ছবি: রাজীব বসু
আরও পড়ুন: কেন্দ্রীয় হারে ডিএ, অস্থায়ী কর্মীদের বেতন কাঠামো তৈরির দাবি, বিধানসভায় সরব শুভেন্দু অধিকারী