কলকাতা: অসহ্য গরমের মধ্যে কিছুটা স্বস্তি।পূর্বাভাস মিলিয়েই শনিবার কলকাতা থেকে জেলা, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। রবিবার বৃষ্টি আরও বাড়বে বলে জানাচ্ছে আবহাওয়ার পূর্বাভাস।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে পূর্বাভাসে বলা হয়েছে, তাপমাত্রাও বাড়বে। তিন দিনে ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তবে যেখানে বৃষ্টি বেশি হবে সেখানে তাপমাত্রা কিছুটা কমবে। কিন্তু বাতাসে জলীয় বাষ্প থাকায় বাড়বে অস্বস্তি।
দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। আজ শিলাবৃষ্টির সতর্কতাও রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে শিলাবৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।
দক্ষিণবঙ্গে শিলাবৃষ্টির সম্ভাবনা থাকবে সোমবারেও। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে শিলাবৃষ্টির সম্ভাবনা বেশি। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বইবে।
দক্ষিণবঙ্গের মতোই উত্তরবঙ্গে উপরের রবিবার ভারী বৃষ্টির সতর্কতা। দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। আগামীকালও দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সতর্কতা থাকছে।
আরও পড়ুন: হারের হ্যাট্রিকে ইতি! দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ৯ রানে জয় সানরাইজার্স হায়দরাবাদের