Homeখেলাধুলোআইপিএলহারের হ্যাট্রিকে ইতি! দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ৯ রানে জয় সানরাইজার্স হায়দরাবাদের

হারের হ্যাট্রিকে ইতি! দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ৯ রানে জয় সানরাইজার্স হায়দরাবাদের

প্রকাশিত

সানরাইজার্স হায়দরাবাদ: ১৯৭/৬ (অভিষেক ৬৭, ক্লাসেন ৫৩*, আব্দুল ২৮, মার্শ ২৭/৪)

দিল্লি ক্যাপিটালস: ১৮৮/৬ (মার্শ ৬৩, সল্ট ৫৯, অক্ষর ২৯*)

দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ৯ রানের জয়ে নিজেদের পর পর তিন ম্যাচে হারের ধারায় অবসান ঘটাল সানরাইজার্স হায়দরাবাদ। শনিবার আইপিএল-এর ৪০তম ম্যাচে প্রথমে ব্যাট করে হায়দরাবাদ তোলে ৬ উইকেটে ১৯৭ রান। জবাবে দিল্লি তোলে ৬ উইকেটে ১৮৮। এর আগে হায়দরাবাদে গিয়ে সানরাইজার্সকে হারিয়ে এসেছিল দিল্লি। এ বার দিল্লির ঘরের মাঠে জয় তুলে নিল সানরাইজার্স।

টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় সানরাইজার্স হায়দরাবাদ। তৃতীয় ওভারে মায়াঙ্ক আগরওয়ালকে (‌৫)‌ হারিয়ে ধাক্কা খায়। রাহুল ত্রিপাঠি (‌১০)‌, এইডেন মার্করাম (‌৮)‌, হ্যারি ব্রুক (‌০)‌ দের ব্যর্থতা চাপে ফেলে দেয় হায়দরাবাদকে। ওপেনার অভিষেক শর্মা একা লড়াই চালিয়ে যান। ৩৬ বলে ৬৭ রান করে আউট হন অভিষেক। এরপর দলকে টেনে নিয়ে যান হেনরিক ক্লাসেন (২৭ বলে ৫৩) ও আব্দুল সামাদ (‌২১ বলে ২৮)‌। ১৬ রান করেন আকিল হোসেন।

দিল্লির হয়ে ২৭ রানে ৪ উইকেট তুলে নেন মিচেল মার্শ। অক্ষর পটেল এবং ইশান্ত শর্মা একটি করে উইকেট নেন।

১৯৭ রান তাড়া করতে নেমে দ্বিতীয় বলেই ওয়ার্নার আউট হয়ে যান। তিনি ফিরতেই দিল্লির জয়ের আশা ধাক্কা খায়। ফিল সল্ট (৫৯) এবং মিচেল মার্শ (৬৩) চেষ্টা করেছিলেন। মিডল অর্ডারে একের পর ব্যাটার এলেন এবং ফিরে গেলেন। মনীশ পাণ্ডে (১), প্রিয়ম গর্গ (১২), সরফরাজ খানরা (৯) কেউই দলের ভরসা হয়ে উঠতে পারলেন না। অক্ষর ১৪ বলে ২৯ ও রিপল ৮ বলে ১১ রানে অপরাজিত থাকলেও হার এড়াতে পারেননি। দিল্লি শেষ অবধি তোলে ৬ উইকেটে ১৮৮।

এই হারের মধ্যে দিয়েই প্লে-অফে ওঠার রাস্তা কঠিন হয়ে গেল ডেভিড ওয়ার্নারদের। আট ম্যাচে মাত্র ২ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান দশম স্থানে। বাকি ম্যাচগুলিতে জিতলেও তা যথেষ্ট কি না, সন্দেহ রয়েছে। এখন যা পরিস্থিতি তাতে দিল্লিকে বাকি ৬ ম্যাচে জিততেই হবে। কিন্তু ১৬ পয়েন্ট প্লে-অফে ওঠার ক্ষেত্রে পর্যাপ্ত হবে কি না সেটাও দেখার। সে ক্ষেত্রে তাকিয়ে থাকতে হবে অন্য দলের দিকে।

অন্য দিকে, আট ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে নবম থেকে অষ্টম স্থানে চলে এসেছে সানরাইজার্স। যেখানে কলকাতা নাইট রাইডার্স এবং মুম্বই ইন্ডিয়ান্সের পয়েন্টও সমান। তিন দলের ঝুলিতেই ৬ পয়েন্ট করে থাকলেও ম্য়াচ সংখ্যা এবং নেট রেটের ব্যবধান দলগুলির অবস্থানের ফারাক গড়ে দিয়েছে।

আরও পড়ুন: ১৭৯ রান তুলেও গুজরাতের কাছে ৭ উইকেটে হার কলকাতার

সাম্প্রতিকতম

জরুরি নির্গমন দরজার কাছে আসন, আর উপস্থিত বুদ্ধি, তার জোরেই কি বেঁচে গেলেন ব্রিটেনের নাগরিক রমেশ?

এয়ার ইন্ডিয়া AI171 বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২০০-র বেশি মানুষের। কিন্তু অলৌকিকভাবে বেঁচে গেলেন ব্রিটিশ নাগরিক রমেশ বিষ্বাসকুমার, যিনি ছিলেন ১১A সিটে।

নীরব মহামারী হয়ে উঠছে হাইপার টেনশন, ভারতে আক্রান্ত ২২ কোটির বেশি

বিশ্বে হাইপার টেনশনে ভুগছেন ১.২৮ বিলিয়ন মানুষ। ভারতে আক্রান্ত ২২ কোটির বেশি। মাত্র ১২% রোগী রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সক্ষম, দাবি হু'র।

ভাইরাল হয়েই বিপত্তি, মাসে ৮ লাখ রোজগার করা মুম্বইয়ের অটো ড্রাইভারের ব্যবসা লাটে

মুম্বইয়ে মার্কিন কনস্যুলেটের বাইরে ভিসা প্রার্থীদের ব্যাগ রাখার ব্যবসা শুরু করে মাসে লক্ষাধিক টাকা আয় করছিলেন এক অটোচালক। পুলিশের হস্তক্ষেপে বন্ধ হয়ে গেল সেই উদ্যোগ।

গুজরাতের মেঘানিনগরে ভয়াবহ বিমান দুর্ঘটনা, আগুনে ভস্মীভূত এয়ার ইন্ডিয়ার যাত্রিবাহী বিমান

অহমদাবাদের মেঘানিনগরে ভেঙে পড়ল এয়ার ইন্ডিয়ার যাত্রিবাহী বিমান। ২৪২ জন যাত্রী ও কর্মী ছিলেন বিমানে। দুর্ঘটনার পর আগুন ধরে যায়। চলছে উদ্ধারকাজ।

আরও পড়ুন

আইপিএল জয়ের উল্লাসে ভাসলেও, কোহলির হৃদয়ে টেস্টই রাজা! তরুণদের দিলেন গুরুত্বপূর্ণ বার্তা

আইপিএল ট্রফি হাতে ওঠার আগেই টেস্ট ক্রিকেটের মাহাত্ম্য ফের তুলে ধরলেন বিরাট কোহলি। তরুণদের দিলেন টেস্ট ক্রিকেটে মনোনিবেশের পরামর্শ।

আইপিএল ২০২৫: কুপোকাত মুম্বই, শ্রেয়স আয়ারের ব্যাটিং ঝড়ে ফাইনালে পঞ্জাব, মুখোমুখি বেঙ্গালুরুর

মুম্বই ইন্ডিয়ান্স: ২০৩-৬ (সূর্যকুমার যাদব ৪৪, তিলক বর্মা ৪৪, জনি বেয়ারস্টো ৩৮, আজমাতুল্লাহ ওমরজাই...

আইপিএল ২০২৫: সুদর্শনের ঝড় কাজে এল না, গুজরাতের বিদায়, মুম্বইয়ের লড়াই এবার পঞ্জাবের সঙ্গে  

মুম্বই ইন্ডিয়ান্স: ২২৮-৫ (রোহিত শর্মা ৮১, জনি বেয়ারস্টো ৪৭, সাই কিশোর ২-৪২, প্রসিধ কৃষ্ণ...
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে