কলকাতা: বেলা বাড়তেই কুয়াশা সরে গিয়ে পরিষ্কার আকাশ। পরবর্তী দু’-তিন দিনে বৃষ্টিরও কোনো সম্ভাবনা নেই। সম্ভাবনা নেই পারদ পতনের। সকাল-সন্ধেয় শীত-শীত ভাব থাকলেও দিন যত এগোবে পারদ ততই চড়বে।
সোমবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মূলত পরিষ্কার আকাশ। এ বারের মতো বাংলা থেকে শীতের বিদায়ের পর বসন্তের আগমণী। শহরে ভোরের দিকে কিছুটা ঠান্ডা ভাব থাকলেও, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে প্রখর হচ্ছে রোদের তেজ। তবে হাওয়া অফিসের মতে, আপাতত আগামী কয়েকদিন সকাল-সন্ধেয় মনোরম পরিবেশ থাকবে। অর্থাৎ, দিনের ওই নির্দিষ্ট সময়ে না ঠান্ডা না গরম অনুভূতি থাকবে আরও কয়েকটা দিন।
এ দিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৫ ডিগ্রি সেলসিয়াস। দিনের বেলায় বাড়বে উষ্ণতা। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রির উপরে চলে যেতে পারে।
উত্তরে আগামী কয়েকদিনে অল্প বৃষ্টির সম্ভাবনা থাকলেও, দক্ষিণ পরিষ্কার থাকবে আকাশ। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। শুধুমাত্র দার্জিলিং এবং কালিম্পঙে সোমবার ও মঙ্গলবার বৃষ্টি হতে পারে।