কলকাতা: শুক্রবারের পর শনিবার সকালেও কলকাতায় আংশিক মেঘলা আকাশ। বেলা গড়ানোর সঙ্গে বাড়ছে সূর্যের তেজ। তবে, আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলেই পূর্বাভাস হাওয়া অফিসের।
আলিপুর আবহাওয়া দফতরের তথ্য অনুসারে, শনিবার সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি সেলসিয়াস কম। রবিবারেও দিনভর মেঘলা আকাশ থাকবে।
অন্য দিকে, এ দিন একাধিক জেলায় বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে। সঙ্গে চলবে বজ্রপাতও। এমনটাই ইঙ্গিত দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বৃষ্টি হতে পারে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম এবং পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম জেলাতে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ নদিয়া দুই দিনাজপুর এর কিছু অংশে।
শুধু তাই নয়, ওই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে। আগামী ২৪ ঘণ্টায় দার্জিলিং ও কালিম্পং জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এর পর আগামী সপ্তাহের বুধবার (১৫ মার্চ) থেকে আবহাওয়া বদলের ইঙ্গিত দক্ষিণবঙ্গে। কালবৈশাখীর সম্ভাবনা। হাওয়া অফিসের ইঙ্গিত, বুধবারই কলকাতা-সহ রাজ্যের বিস্তীর্ণ এলাকায় কালবৈশাখীর দেখা মিলতে পারে। বুধবারের পর তাপমাত্রা বেশ কিছুটা কমে যাবে। তার আগে কয়েকদিন তাপমাত্রা প্রায় একই রকম থাকবে। উল্লেখযোগ্য কোনও পরিবর্তন হবে না।
আরও পড়ুন: আসছে অকাল কালবৈশাখী! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস