কলকাতা: এ বার শীতকে বিদায় জানানোর পালা। গত ক’দিন ধরে তাপমাত্রার পারদ নামলেও সোমবার থেকেই আবহাওয়ার ভোলবদলের পূর্বাভাস। একই সঙ্গে টানা চারদিন ধরে বৃষ্টির পূর্বাভাস জেলায় জেলায়।
আবহবিদদের অনুমান, মঙ্গলবার পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে হালকা বৃষ্টি হতে পারে। আছে বজ্রপাতের সম্ভাবনাও। বুধবার ওই চারটি জেলায় বজ্রবিদ্য়ুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। সঙ্গে হালকা বৃষ্টি হবে ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। বৃহস্পতি এবং শুক্রবার কলকাতা-সহ দক্ষিণের সমস্ত জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস হাওয়া অফিসের।
আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস, বৃষ্টির পর শীত বিদায় নিতে পারে। তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনাও রয়েছে। শুক্রবারের মধ্যে ৪ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রা।
রবিবার কলকাতায় ১৪ ডিগ্রির ঘরে নেমেছিল পারদ। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৯ ডিগ্রি সেলসিয়াস। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে এক ডিগ্রি সেলসিয়াস কম। এ দিন কলকাতার তাপমাত্রা ২৭ ডিগ্রি থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে। সকালের দিকে কুয়াশা থাকলেও বেলা গড়ানোর সঙ্গে পরিষ্কার আকাশ।
আরও পড়ুন: রাজ্যসভার ৫ আসনে ভোট, এক নজরে তৃণমূল ও বিজেপি-র প্রার্থীতালিকা