Homeখবররাজ্যফিরল কনকনে ঠান্ডা, কলকাতায় এক ধাক্কায় পারদ নামল ৩ ডিগ্রি

ফিরল কনকনে ঠান্ডা, কলকাতায় এক ধাক্কায় পারদ নামল ৩ ডিগ্রি

প্রকাশিত

কলকাতা: সাময়িক হলেও ঝড়ো ইনিংস শুরু হল শীতের। একদিনে ৩ ডিগ্রি সেলসিয়াস পারদপতন কলকাতায়। ফিরল কনকনে শীতের আমেজ।

আলিপুর আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, শুক্রবার আলিপুরের সর্বনিম্ন তাপমাত্রা ১৪.১ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার যা ছিল ১৭.১ ডিগ্রি সেলসিয়াস। সকালের দিকে কুয়াশার পরিমাণও অনেকটা বেশি ছিল। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কিছুটা কমেছে।

অন্য দিকে ৮-৯ ডিগ্রির ঘরে নেমেছে পশ্চিমাঞ্চলের পারদ। পুরুলিয়ায় তাপমাত্রা নেমেছে ৮.১ ডিগ্রি সেলসিয়াসে। শ্রীনিকেতনের তাপমাত্রা ৯.০ ডিগ্রি সেলসিয়াস। বাঁকুড়ায় সর্বনিম্ন তাপমাত্রা একধাক্কায় অনেকটা কমে আজ দাঁড়ায় ৮.৬ ডিগ্রি সেলসিয়াসে।

মূলত শুকনো আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর। হাওয়া অফিস জানিয়েছে, শনিবার তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে। তবে এই দফাতেও শীতের আয়ু সাময়িক বলেই ধারণা করা হচ্ছে।

আবহাওয়াবিদদের মতে, ফের বিনা বাধায় উত্তুরে হাওয়া প্রবেশ করতে শুরু করেছে এ রাজ্যে। যে কারণে আবার ঠান্ডা পড়ছে। এত দিন এই উত্তুরে হাওয়ার পথে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছিল পশ্চিমী ঝঞ্ঝা। তবে, মাঘের শুরুতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর জলীয় বাষ্প ঢুকলেই আবার বাড়বে তাপমাত্রা।

আরও পড়ুন: দমকলমন্ত্রী সুজিত বসুর বাড়িতে ইডি, তাপস রায়ের বাড়িতেও তদন্তকারীরা

সাম্প্রতিকতম

মেডিক্যাল কলেজগুলির বৈঠক পিছিয়ে দিলেন মুখ্যমন্ত্রী, পরের সপ্তাহে হওয়ার সম্ভাবনা

রাজ্যের সব মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের প্রিন্সিপাল ও ডিরেক্টরদের নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে...

উচ্চ মাধ্যমিক উত্তীর্ণদের জন্য জুট কর্পোরেশন অফ ইন্ডিয়ায় চাকরি

রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। উচ্চ মাধ্যমিক উত্তীর্ণদের জন্য এবার কেন্দ্রীয় সরকারের অধীনস্থ জুট কর্পোরেশন...

১ অক্টোবর থেকে বদলাচ্ছে পিপিএফের নিয়ম

আগামী ১ অক্টোবর থেকে বদলে যাচ্ছে ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প পাবলিক প্রভিডেন্ট ফান্ডের নিয়ম। কেন্দ্রীয়...

আত্মঘাতী মালাইকা অরোরার বাবা, তদন্তে পুলিশ

মুম্বইয়ের বান্দ্রার বাড়ির ছাদ থেকে ঝাঁপ দিয়ে বুধবার আত্মহত্যা করেছেন অভিনেত্রী ও মডেল মালাইকা...

আরও পড়ুন

মেডিক্যাল কলেজগুলির বৈঠক পিছিয়ে দিলেন মুখ্যমন্ত্রী, পরের সপ্তাহে হওয়ার সম্ভাবনা

রাজ্যের সব মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের প্রিন্সিপাল ও ডিরেক্টরদের নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে...

ট্রাকমালিকদের ৭২ ঘণ্টার ধর্মঘট, বাড়তে পারে ডিম, মাছ, আনাজের দাম

ট্রাকমালিকদের ধর্মঘটে রাজ্যে পণ্য পরিবহণে ব্যাঘাতের আশঙ্কা করা হচ্ছে। পাশাপাশি, ওড়িশা থেকে পোল্ট্রি আমদানিতে বার্ড ফ্লুর কারণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ফলে রাজ্যে মাছ, ডিম এবং কাঁচা আনাজের জোগানে টান পড়তে পারে।

‘প্রশাসন এবং মন্ত্রিসভার আইন সংক্রান্ত প্রস্তাব জানাতে হবে’ বিবৃতি জারি রাজভবনের

আরজি কর-কাণ্ডে রাজ্যের পরিস্থিতি নিয়ে ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সংবিধানের ১৬৭ নম্বর ধারা মেনে কাজ করার বার্তা দিল রাজভবন। রাজ্যপালকে রাষ্ট্রপতি শাসনের আহ্বান জানিয়ে পাঠানো ইমেলগুলি নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত বাড়তি মেদ ঝরানোর নয়া ট্রেন্ড ‘ওয়াটার ফাস্টিং’ কী?