কলকাতা: সাময়িক হলেও ঝড়ো ইনিংস শুরু হল শীতের। একদিনে ৩ ডিগ্রি সেলসিয়াস পারদপতন কলকাতায়। ফিরল কনকনে শীতের আমেজ।
আলিপুর আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, শুক্রবার আলিপুরের সর্বনিম্ন তাপমাত্রা ১৪.১ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার যা ছিল ১৭.১ ডিগ্রি সেলসিয়াস। সকালের দিকে কুয়াশার পরিমাণও অনেকটা বেশি ছিল। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কিছুটা কমেছে।
অন্য দিকে ৮-৯ ডিগ্রির ঘরে নেমেছে পশ্চিমাঞ্চলের পারদ। পুরুলিয়ায় তাপমাত্রা নেমেছে ৮.১ ডিগ্রি সেলসিয়াসে। শ্রীনিকেতনের তাপমাত্রা ৯.০ ডিগ্রি সেলসিয়াস। বাঁকুড়ায় সর্বনিম্ন তাপমাত্রা একধাক্কায় অনেকটা কমে আজ দাঁড়ায় ৮.৬ ডিগ্রি সেলসিয়াসে।
মূলত শুকনো আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর। হাওয়া অফিস জানিয়েছে, শনিবার তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে। তবে এই দফাতেও শীতের আয়ু সাময়িক বলেই ধারণা করা হচ্ছে।
আবহাওয়াবিদদের মতে, ফের বিনা বাধায় উত্তুরে হাওয়া প্রবেশ করতে শুরু করেছে এ রাজ্যে। যে কারণে আবার ঠান্ডা পড়ছে। এত দিন এই উত্তুরে হাওয়ার পথে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছিল পশ্চিমী ঝঞ্ঝা। তবে, মাঘের শুরুতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর জলীয় বাষ্প ঢুকলেই আবার বাড়বে তাপমাত্রা।
আরও পড়ুন: দমকলমন্ত্রী সুজিত বসুর বাড়িতে ইডি, তাপস রায়ের বাড়িতেও তদন্তকারীরা