Homeখবররাজ্যএক ধাক্কায় নামল পারদ, সপ্তাহের শেষ দিকেও ঝড়-বৃষ্টির সম্ভাবনা

এক ধাক্কায় নামল পারদ, সপ্তাহের শেষ দিকেও ঝড়-বৃষ্টির সম্ভাবনা

প্রকাশিত

কলকাতা: সোমবার বৃষ্টিতে ভিজেছে কলকাতা ও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা। টানা কয়েক দিনের দাবদাহে আপাতত বিরতি। নেমেছে পারদ। কলকাতা-সহ অনেক জায়গায় সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৪-৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যায়। মঙ্গলবারের পর তাপমাত্রা ফের কিছুটা ঊর্ধ্বমুখী হতে পারে বলে অনুমান করছেন আবহাওয়াবিদরা।

পূর্বাভাস অনুযায়ী, সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কম। এ দিকে শহরের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। যা স্বাভাবিকের থেকে প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস কম।

কয়েকদিন আগেও কলকাতা-সহ দক্ষিণবঙ্গ তীব্র দাবদাহে পুড়েছে। কোনো কোনো দিন সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৫-৬ ডিগ্রি সেলসিয়াসের বেশি ছিল। আপাতত তেমন পরিস্থিতির পুনরাবৃত্তি হবে না বলেই মত হাওয়া অফিসের। আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা গণেশ দাস জানিয়েছেন, চলতি মাসে দক্ষিণবঙ্গে ফের তাপপ্রবাহ পরিস্থিতি সৃষ্টির সম্ভাবনা কম।

তবে এ সপ্তাহের শেষের দিকে রাজ্যের পশ্চিমাঞ্চলের বেশ কয়েকটি জেলার সর্বোচ্চ তাপমাত্রার পারদ ফের একবার ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে ফেলতে পারে। আগামী মে মাসে ফের এক দফায় পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হলেও হতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া দফতর।

মঙ্গলবারও রাজ্যের একাধিক জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা। হাওয়া অফিস জানিয়েছে, বুধবার (২৬ এপ্রিল) এবং বৃহস্পতিবার (২৭ এপ্রিল) কলকাতার আকাশ মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। তবে শুক্রবার (২৮ এপ্রিল) ফের একবার ভিজবে কলকাতা। সে দিন বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে। এমনকী কলকাতার কোথাও কোথাও কালবৈশাখী হতে পারে বলেও জানিয়েছে হাওয়া অফিস।

আরও পড়ুন: নবান্নে মুখোমুখি মমতা-নীতীশ-তেজস্বী, বৈঠক শেষে ঐক্যের বার্তা

সাম্প্রতিকতম

ভারত-ইংল্যান্ড প্রথম টেস্ট: শুভমন-যশস্বীর শতরানে ভর করে বড়ো লক্ষ্যের দিকে এগিয়ে চলেছে ভারত

ভারত: ৩৫৯-৩ (শুভমন গিল ১২৭ নট আউট, যশস্বী জয়সওয়াল ১০১, ঋষভ পন্থ ৬৫ নট...

শিবরামের ‘প্রাণকেষ্টর প্রাণান্ত’ এবং কবিগুরুর ‘তোতা কাহিনী’ অবলম্বনে সফল নাটক মঞ্চস্থ করল ‘চণ্ডীতলা প্রম্পটার’  

অজন্তা চৌধুরী ‘চণ্ডীতলা প্রম্পটার’-এর প্রযোজনায় ১৪ মে মধুসূদন মঞ্চে মঞ্চস্থ হয়ে গেল ‘প্রাণকেষ্টর প্রাণান্ত’ ও...

শিয়ালদহ ও বনগাঁ শাখায় চলবে এসি লোকাল ট্রেন! অফিসযাত্রায় মিলবে ঠান্ডা হাওয়ার স্বস্তি, জেনে নিন ভাড়া

আর ঘেমে-নেয়ে লোকাল ট্রেনে যাত্রা নয়। শিয়ালদহ মেন ও বনগাঁ শাখায় শুরু হচ্ছে এসি লোকাল ট্রেন। থাকছে স্বয়ংক্রিয় দরজা, জিপিএস ইনফরমেশন সিস্টেম। জেনে নিন রুটভিত্তিক ভাড়ার বিস্তারিত।

গ্রুপ C ও D কর্মীদের ভাতায় স্থগিতাদেশ হাই কোর্টের

চাকরিহারা গ্রুপ C ও D কর্মীদের ভাতা প্রদানে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাই কোর্ট। রাজ্যকে চার সপ্তাহে হলফনামা জমা দেওয়ার নির্দেশ। ২৬ হাজার কর্মীর ভবিষ্যৎ আবারও অনিশ্চিত।

আরও পড়ুন

গ্রুপ C ও D কর্মীদের ভাতায় স্থগিতাদেশ হাই কোর্টের

চাকরিহারা গ্রুপ C ও D কর্মীদের ভাতা প্রদানে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাই কোর্ট। রাজ্যকে চার সপ্তাহে হলফনামা জমা দেওয়ার নির্দেশ। ২৬ হাজার কর্মীর ভবিষ্যৎ আবারও অনিশ্চিত।

‘কেয়াপাতার নৌকো’র স্রষ্টা প্রফুল্ল রায় প্রয়াত

প্রয়াত সাহিত্যিক প্রফুল্ল রায়। ৯১ বছর বয়সে কলকাতার এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 'কেয়াপাতার নৌকো'-র স্রষ্টা ছিলেন বার্ধক্যজনিত অসুস্থতায় আক্রান্ত।

শুক্রবার থেকে রাজ্যে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা, ফের কবে বৃষ্টি?

পুরুলিয়া, বাঁকুড়া ও ঝাড়গ্রামে মরশুমের শুরুতেই তীব্র বৃষ্টি। কোথায় কত মিলিমিটার বৃষ্টি হল ও কবে আবহাওয়ার উন্নতি হবে, জানুন বিশদে।
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে