কলকাতা: ফের তাপমাত্রা কিছুটা কমল কলকাতায়। শুক্রবারের পারদ স্বাভাবিকের চেয়ে নীচে। তবে আবারও মেঘলা আবহাওয়া ফিরতে পারে। শীতের কাঁপুনির পাশাপাশি এ দিন রয়েছে বৃষ্টির পূর্বাভাসও।
কলকাতা শহরে ২৬ জানুয়ারি তাপমাত্রা নামল ১৩- র ঘরে। এ দিন সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৭ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। যেখানে বৃহস্পতিবারের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস। ওই দিন সর্বোচ্চ তাপমাত্রাও ছিল বেশ কম। সারা দিনে ২২.২ ডিগ্রি সেলসিয়াসের উপরে ওঠেনি পারদ।
আবহাওয়া অফিসের পূর্বাভাস, বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকতে শুরু করেছে বাংলায়। দিনভর মেঘলা আকাশ থাকবে কোথাও কোথাও। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে খুব হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের উপরের দুই জেলা এবং দক্ষিণে উপকূলের জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি।
বছরের প্রথম মাসের শেষ সপ্তাহটা জবুথবু ভাবেই কাটাতে চলেছে বাংলা। শুক্র-শনি-রবি লম্বা ছুটি জমে যেতে পারে উত্তুরে হাওয়ার দাপটে। তবে, এর পরে তাপমাত্রা বেশ কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। ৩০ জানুয়ারির পর থেকে আবার মেঘলা আকাশ দেখা দিতে পারে। সেই সঙ্গে বৃদ্ধি পাবে তাপমাত্রা।
আরও পড়ুন: বাংলায় ‘একলা চলো’ নীতি মমতার, ভোটের পর পরবর্তী সিদ্ধান্ত