কলকাতা: টানা পাঁচ দিন ধরে কনকনে ঠান্ডা। আপাতত হাড়কাঁপানো শীতের ইনিংসে সাময়িক বিরতি কলকাতায়। পৌষ সংক্রান্তিতে হাঁড়কাপানো শীতের সম্ভাবনা নেই বললেই চলে। তবে তাপমাত্রার পারদ ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকায় শীতের আমেজ বজায় থাকবে। এমনটাই বলছে হাওয়া অফিসের পূর্বাভাস।
মৌসম ভবন জানিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আজ থেকেই তাপমাত্রা বাড়বে উত্তর-পশ্চিম ভারতে। সমতলের অংশেও তাপমাত্রা বাড়বে। ৩-৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে আগামী দু-তিন দিনে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও তাপমাত্রা ২-৩ ডিগ্রি বাড়তে পারে।
আলিপুর আবহাওয়া দফতরের তথ্য অনুসারে, বুধবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে দাঁড়িয়েছে ১৩.৭ ডিগ্রি সেলসিয়াস। তবে আজ সকাল ৯টার পর কলকাতায় শীতের আমেজ উধাও হবে। আবার সন্ধে ৭টার পর সেই আমেজ ফিরবে। আবহাওয়াবিদরা জানাচ্ছে, ১৩-১৫ জানুয়ারি সাময়িক বিরতি নেবে শীত। তার পর ফের উল্লেখযোগ্য পতন ঘটবে পারদে। শীত কিন্তু আরও বেশি দাপট নিয়ে ফিরে আসবে ১৬ জানুয়ারি থেকে। ওই সময় ১০ ডিগ্রি সেলসিয়াস বা তারও কম তাপমাত্রা হতে পারে কলকাতায়।
তবে জেলায় জেলায় শীতের আমেজ থাকবে যথারীতি। পশ্চিমের জেলাগুলিতে তুলনামূলকভাবে শীতের আমেজ একটু বেশি থাকবে। উত্তরবঙ্গে কয়েকদিন শীতল দিনের পরিস্থিতিও জারি রয়েছে। মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে শীতল দিনের পরিস্থিতি থাকবে। এই তিন জেলায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের অনেকটা নীচে থাকবে।
আরও পড়ুন: সুন্দরবনকে বাঁচাতে এ বার তৈরি হতে চলেছে ‘বন বন্ধু’ প্রকল্প