কলকাতা: ঘন ঘন ওঠানামা অব্যাহত তাপমাত্রার পারদে। বৃহস্পতিবার এক ধাক্কায় প্রায় ৪ ডিগ্রি পারদ পতন শহরে। ফিরল শীতের আমেজ, যা আগামী সোমবার পর্যন্ত বজায় থাকবে বলেই পূর্বাভাস হাওয়া অফিসের।
কয়েকদিন ধরেই স্বাভাবিকের থেকে বেশি শহরের তাপমাত্রা। আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার কলকাতার তাপমাত্রা কমেছে অনেকটাই। এ দিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি বেশি। যেখানে, বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৯ ডিগ্রি সেলসিয়াস। এ দিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৪১ থেকে ৮৭ শতাংশ। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। যত বেলা বাড়বে ভ্যাপসা গরম অনুভূত হতে পারে।
হাওয়া অফিসের পূর্বাভাস, আরও এক সপ্তাহ রাজ্যজুড়ে থাকতে চলেছে শীতের আমেজ। বৃহস্পতিবার থেকে ধাপে ধাপে নামতে পারে পারদ। আগামী কয়েক দিন কলকাতায় ১৫ ডিগ্রির কাছাকাছি ও জেলার ক্ষেত্রে ১২ ডিগ্রির কাছাকাছি পারদ নামতে পারে।
জানুয়ারির শেষ দিক থেকেই পারদের এই ওঠাপড়ার জন্যেই শীতের চেনা আমেজ উধাও। শীতকালেও শীতের আমেজ না মেলার নেপথ্যে দায়ী পশ্চিমি ঝঞ্ঝা। এতে বাধা পেয়েছে উত্তুরে হাওয়া। তবে এখন আবার ঢুকছে উত্তুরে হাওয়া। ফিরছে শীতের আমেজ। তাই বলে কনকনে ঠান্ডার সম্ভাবনা নেই বললেই চলে।
অন্য দিকে, বঙ্গোপসাগরে নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়েছে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায়। যা গভীর নিম্নচাপের রূপ নিয়ে শ্রীলঙ্কা উপকূলের দিকে। গভীর নিম্নচাপ রূপে এটি ক্রমশ গতিপথ পরিবর্তন করে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিকে এগোবে। তবে এর কোনো সরাসরি প্রভাব পশ্চিমবঙ্গে পড়বে না, ফলে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই রাজ্যে।
আরও পড়ুন: চলতি মাসেই শুরু রাজ্যের বাজেট অধিবেশন, পেশ হতে পারে বাজেট