Home খবর রাজ্য দক্ষিণবঙ্গে শীতের দাপট কমবে, সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা

দক্ষিণবঙ্গে শীতের দাপট কমবে, সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা

দক্ষিণবঙ্গে শীতের দাপট মঙ্গলবার থেকে কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তবে সামনের সপ্তাহান্তে শুক্রবার থেকে রবিবারের মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষত শনিবার বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলক বেশি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, এই সময়ে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব ও বঙ্গোপসাগরের আর্দ্র বাতাসের কারণে বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে। বৃষ্টি কাটলে আবার শীতের প্রত্যাবর্তন ঘটবে বলে জানা গিয়েছে।

শুক্রবার থেকে শুরু হওয়া বৃষ্টির কারণে তাপমাত্রা সাময়িকভাবে বাড়তে পারে, তবে শনিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এরপর রবিবার বিকেল বা রাতের দিকে বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে এবং আকাশ পরিষ্কার হতে শুরু করবে। এর প্রভাবে আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গে শীতল বাতাস ফের বইতে পারে এবং তাপমাত্রা আবার নিম্নমুখী হতে পারে।

সব খবরের আপডেট পড়ুন এখানে

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version