নভেম্বরের শেষ থেকেই রাজ্যে বইতে শুরু করেছে শীতের হালকা আমেজ। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, সপ্তাহের মাঝামাঝি আরও কিছুটা নামতে পারে তাপমাত্রা। বুধবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছতে পারে ১৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলে পারদ নামতে পারে ১৩ ডিগ্রি বা তারও নিচে। তবে এখনই জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা নেই।
মঙ্গলবার মরসুমের শীতলতম দিন কাটিয়েছে কলকাতা—সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৪ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী দু’দিন দক্ষিণবঙ্গে তাপমাত্রার তেমন পরিবর্তন হবে না। শুক্রবার থেকে রাতের তাপমাত্রা ২ ডিগ্রি বাড়তে পারে। সপ্তাহান্তে আবহাওয়া কিছুটা উষ্ণ হয়ে স্বাভাবিকের কাছাকাছি পৌঁছবে।
রাজ্যের উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত কোথাও ঝড়-বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরবঙ্গে আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা কিছুটা নামলেও পরবর্তী তিন-চার দিনে তা আবার বাড়বে।
এদিকে বঙ্গোপসাগরে রয়েছে জোড়া নিম্নচাপ।
• মালাক্কা প্রণালীর নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এবং পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে এগিয়ে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।
• আরেকটি নিম্নচাপ রয়েছে কোমোরিন ও দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের উপরে, যা আগামী ২৪ ঘণ্টায় শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে, তার পরের ২৪ ঘণ্টায় গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা।
তবে এই দুটি নিম্নচাপের সরাসরি কোনও প্রভাব রাজ্যের আবহাওয়ায় নেই। অন্যদিকে, আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে দুর্যোগপূর্ণ আবহাওয়া হতে পারে বলে পর্যটকদের জন্য সতর্কবার্তা জারি হয়েছে। মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
