কলকাতা: ঘন ঘন রং বদলাচ্ছে আবহাওয়া। কখনও তাপমাত্রা বাড়ছে, কখনও আবার এক ধাক্কায় কমে যাচ্ছে দুই থেকে তিন ডিগ্রি। যেমন, সোমবার সামান্য কমলেও পর দিনই ফের বাড়ল তাপমাত্রার পারদ। মঙ্গলবার এক লাফে ৩ ডিগ্রি সেলসিয়াস বেড়ে গিয়েছে তাপমাত্রা।
কয়েকদিন ধরেই স্বাভাবিকের থেকে বেশি শহরের তাপমাত্রা। আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, মঙ্গলবার কলকাতার তাপমাত্রা বেড়েছে বেশ কিছুটা। এ দিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৫ ডিগ্রি। যা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি বেশি। যেখানে, সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস। এ দিন আংশিক মেঘলা আকাশ। দিন ও রাতের তাপমাত্রা কিছুটা বাড়বে।
কলকাতা ছাড়া দক্ষিণের বেশ কিছু জেলাতেও বাড়বে তাপমাত্রা। উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনাও রয়েছে। বিহার সংলগ্ন জেলাগুলিতে কুয়াশার দাপট একটু বেশি হতে পারে বলে জানা গিয়েছে। উত্তরবঙ্গে দার্জিলিং এবং কালিংম্পং-এ হালকা বৃষ্টির সম্ভাবনা। সেখানে বৃষ্টির পর কমতে পারে তাপমাত্রা। তুষারপাতের সম্ভাবনা রয়েছে সিকিমে।
তবে বুধবার থেকে ফের রং বদলাবে তাপমাত্রা। তার পর ফের পারদ নামবে রাজ্যে। কলকাতায় ১৫ ডিগ্রির কাছাকাছি ও জেলার ক্ষেত্রে ১২ ডিগ্রির কাছাকাছি পারদ নামতে পারে। আগামী তিন-চার দিন ধরে বাংলায় শীতের আমেজ থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে।
আরও পড়ুন: মিড ডে মিলের খাবার খেয়ে অসুস্থ ১০০ পড়ুয়া, চাঞ্চল্য অমরাবতীতে