জানুয়ারি শেষ না হতেই উধাও শীত, ফেরার সম্ভাবনা আছে কি?

0
শীতের কলকাতা। ছবি: রাজীব বসু

কলকাতা: সরস্বতী পুজো কা‌টল শীত-বিহীন। হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী কয়েকদিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে তাপমাত্রা থাকবে স্বাভাবিকের থেকে বেশ কিছুটা উপরেই। পশ্চিমের কিছু জেলায় সকালে ও রাতে হালকা শীতের আমেজ থাকতে পারে। বাড়বে উত্তরেও তাপমাত্রাও।

জানুয়ারি মাস শেষ না হতেই কলকাতা এবং সংলগ্ন জেলাগুলি থেকে কার্যত উধাও শীত। আবহাওয়া দফতর সূত্রে খবর, এ মাসের হাতে থাকা ক’টা দিনে আর শীতের দেখা মিলবে না। তবে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ফের কিছুটা মিলবে শীতের আমেজ।

আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী কয়েকদিন কলকাতায় শীতের চিহ্ন থাকবে না বললেই চলে। বিশেষ করে আগামী ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসে উঠতে চলেছে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। যা স্বাভাবিকের থেকে বেশ কিছুটা বেশি। রাতের তাপমাত্রা সামান্য ওঠা-নামা করলেও আগামী ৪৮ ঘণ্টায় একই রকম থাকবে তাপমাত্রা।

দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতেও একই অবস্থা। এমনকী, উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েক দিনে ২-৩ ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে। সেখানেও তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি হবে বলে জানা গিয়েছে।

আবহাওয়াবিদদের মতে, আগামী রবিবার এবং সোমবার তাপমাত্রার পারদ সামান্য হলেও নামতে পারে। পরের দু’দিন ফের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকে সাময়িক ভাবে ফিরবে শীতের আমেজ। তবে আগামী কয়েক দিন যে তাপমাত্রা স্বাভাবিকের থেকে উপরেই থাকবে, সে বিষয়ে তেমন কোনো অনিশ্চয়তা নেই।

আরও পড়ুন: এ বার ভিডিও স্ট্যাটাস, নয়া ফিচার আনল হোয়াটসঅ্যাপ

dailyhunt

খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল

বিজ্ঞাপন