Homeখবররাজ্যযাত্রী সাথী: এ বার ট্যাক্সি বুকিং মোবাইল অ্যাপে, জানুন বিস্তারিত

যাত্রী সাথী: এ বার ট্যাক্সি বুকিং মোবাইল অ্যাপে, জানুন বিস্তারিত

প্রকাশিত

কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের সমস্ত হলুদ ট্যাক্সি এ বার মিলবে মোবাইল অ্যাপে। ওলা, উবারকে টক্কর দিতে ময়দানে এসে গিয়েছে ‘যাত্রী সাথী’। তবে এখনও অনেকেই জানেন না এই অ্য়াপের কথা। কী ভাবে এই অ্য়াপ চলে, কোথা থেকে কী ভাবে ইন্সস্টল হবে?

কী এই ‘যাত্রী সাথী’ অ্যাপ

যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে ওয়েস্ট বেঙ্গল ইয়োলো ট্যাক্সি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ‘‌যাত্রী সাথী’‌ (Yatri Sathi app) নামে একটি অ্যাপ পরিষেবা চালু করা হয়েছে। যেখানে যে কোনো যাত্রী অ্যাপের মাধ্যমে নিজের গন্তব্যে যাবার জন্য ট্যাক্সি বুক করতে পারবেন। যে কোনো জায়গা থেকে, বাড়িতে বসেও এই অ্যাপের মাধ্যমে বুক করা যাবে হলুদ ট্যাক্সি।

কী ভাবে ‘যাত্রী সাথী’ অ্যাপের সুবিধা পাবেন?

এই নতুন পরিষেবা পেতে যাত্রীকে প্রথমে স্মার্টফোনে ‘যাত্রী সাথী’ নামের অ্যাপটি ডাউনলোড করতে হবে। সেখানে বুকিং করলে একটি ওটিপি নম্বর পাওয়া যাবে। ওই ওটিপি নম্বর ড্রাইভারকে দেখালে তবেই গাড়িতে ওঠা যাবে। আপাতত এই ধরনের সিস্টেম চালু হয়েছে হাওড়া স্টেশন, শিয়ালদহ স্টেশন, কলকাতা বিমানবন্দর, সাঁতরাগাছি স্টেশন ও কলকাতা স্টেশনে।

‘যাত্রী সাথী’ অ্যাপে কী পরিষেবা মিলবে?‌

এই অ্যাপের মাধ্যমে ট্যাক্সি বুক করে গন্তব্যে পৌঁছে তারপর ইউপিআই অর্থাৎ অনলাইনে পেমেন্ট করা যাবে। তবে যাত্রীরা নগদেও ভাড়া দিতে পারবেন। এই পরিষেবায় একদিকে যেমন নিরাপত্তা মিলবে, অন্যদিকে পাওয়া যাবে ঝঞ্ঝাট থেকে মুক্তি। লাইনে দাঁড়িয়ে ট্যাক্সি বুক করার দিন শেষ! পাশাপাশি, যাত্রী যে ট্যাক্সিতে সফর করবেন সেই ট্যাক্সির বিস্তারিত তথ্য পৌঁছে যাবে তাঁর মোবাইলে। তাছাড়া বেসরকারি অ্যাপ ক্যাবের মতোই একেবারে স্বচ্ছতা রয়েছে এখানে।

‘যাত্রী সাথী’ অ্যাপ নিয়ে বিতর্ক

এই অ্যাপের মাধ্যমে ট্যাক্সি বুকিং প্রক্রিয়ায় অসুবিধার অভিযোগ করছেন একাংশের যাত্রী। বুকিং করার পরে ট্যাক্সি এসে না পৌঁছানোয় গন্তব্যে যাওয়ার জন্য অপেক্ষা করতে হচ্ছে দীর্ঘক্ষণ। তবে অ্যাপ কর্তৃপক্ষের মতে, এটি এখন পরীক্ষামূলক ভাবে সদ্য চালু হয়েছে। যে কারণে কোথাও সমস্যা হচ্ছে। অ্যাপ নির্মাতারাও বিষয়টা দেখছেন। পরবর্তীতে সমস্যা মিটে যাবে।

আরও পড়ুন: গৃহঋণে সুদ বাড়ায় কলকাতায় চাহিদা বেড়েছে মাঝারি ফ্ল্যাটের

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বিউটি পার্লারে চুল ধোয়াই ডেকে আনতে পারে স্ট্রোক! জানুন বিপদ

বিউটি পার্লারে চুল ধোওয়া বা বিউটি ট্রিটমেন্টের সময় ভুল ভঙ্গিতে ঘাড় রাখলে হতে পারে ‘বিউটি পার্লার স্ট্রোক সিনড্রোম’। কী এই রোগ, উপসর্গ কী, কারা বেশি ঝুঁকিতে—জানুন বিস্তারিত।

এজলাসে হইচই, আইপ্যাক মামলার শুনানি স্থগিত

এজলাসে ভিড় ও হইচইয়ের জেরে আইপ্যাক সংক্রান্ত জোড়া মামলার শুনানি শুরু করা গেল না। বিচারপতি শুভ্রা ঘোষ শুনানি ১৪ জানুয়ারি পর্যন্ত মুলতুবি রাখায় কলকাতা হাই কোর্টে রাজনৈতিক ও আইনি উত্তেজনা বেড়েছে।

হোয়াটসঅ্যাপ গ্রুপ চ্যাটে আসছে ৩ নতুন ফিচার, বদলাবে ব্যবহার

হোয়াটসঅ্যাপ গ্রুপ চ্যাটে যোগ হচ্ছে তিনটি নতুন ফিচার—মেম্বার ট্যাগ, টেক্সট স্টিকার ও ইভেন্ট রিমাইন্ডার। ধাপে ধাপে এই আপডেট সব ব্যবহারকারীর কাছে পৌঁছবে বলে জানাল WhatsApp।

ইরানে কেন এতো তীব্র হল গণবিক্ষোভ?

রানে সরকার-বিরোধী গণবিক্ষোভ চরমে। ৪২ জনের মৃত্যুর দাবি, ইন্টারনেট বন্ধ করে কড়া দমন প্রশাসনের। অর্থনৈতিক সংকট ও ধর্মীয় নেতৃত্বের বিরুদ্ধে আন্দোলন ছড়িয়েছে ৩১টি প্রদেশে।

আরও পড়ুন

এজলাসে হইচই, আইপ্যাক মামলার শুনানি স্থগিত

এজলাসে ভিড় ও হইচইয়ের জেরে আইপ্যাক সংক্রান্ত জোড়া মামলার শুনানি শুরু করা গেল না। বিচারপতি শুভ্রা ঘোষ শুনানি ১৪ জানুয়ারি পর্যন্ত মুলতুবি রাখায় কলকাতা হাই কোর্টে রাজনৈতিক ও আইনি উত্তেজনা বেড়েছে।

অভিযানের বিরোধিতায় পাল্টা হাই কোর্টে আইপ্যাক কর্ণধারের পরিবার, নথি ছিনতাইয়ের অভিযোগে মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে ইডি—শুক্রবার দু’টি মামলার শুনানির সম্ভাবনা

ইডি-র অভিযানের বিরোধিতায় পাল্টা কলকাতা হাই কোর্টে আইপ্যাক কর্ণধারের পরিবার। নথি ছিনতাইয়ের অভিযোগে মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে ইডিও আদালতে। শুক্রবার দু’টি মামলার শুনানি হতে পারে।

আইপ্যাকের সল্টলেক দফতর ও কর্ণধারের বাড়িতে ইডি-র হানা, অভিযানস্থলে মুখ্যমন্ত্রী মমতা ও পুলিশ কমিশনার

সল্টলেকের সেক্টর ফাইভে আইপ্যাকের দফতর ও কর্ণধার প্রতীক জৈনের লাউডন স্ট্রিটের বাড়িতে ইডি-র তল্লাশি। কয়লাপাচার কাণ্ডের পুরনো মামলার সূত্রে এই অভিযান ঘিরে রাজ্য রাজনীতিতে জোর চাঞ্চল্য।