Homeখবররেড রোডে জমজমাট দুর্গাপুজো কার্নিভাল, শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন মুখ্যমন্ত্রী

রেড রোডে জমজমাট দুর্গাপুজো কার্নিভাল, শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন মুখ্যমন্ত্রী

প্রকাশিত

কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আগাগোড়া উপস্থিতিতে শুক্রবার পালিত হল রেড রোড দুর্গাপুজো কার্নিভাল। কলকাতার ৯৬টি পুজো কমিটি যোগ দেয় ওই কার্নিভালে। প্রত্যেক পুজো কমিটি দু’ মিনিট করে পারফর্ম করে শোভাযাত্রা সহকারে চলে যায় নিরঞ্জনে। দু’ মিনিটের পারফরম্যান্সে ছিল নানা ধরনের নৃত্য। টলিউডের সেলিব্রিটিরাও কার্নিভালে উপস্থিত ছিলেন।   

কার্নিভালের শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীকে একবার কার্নিভালে অংশগ্রহণকারী নৃত্যশিল্পীদের তালে তাল মেলাতেও দেখা গেল। তবে পায়ের ব্যথার কারণে তিনি বেশির ভাগ সময় বসেই ছিলেন।

কার্নিভাল অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানান, টালা প্রত্যয় এবং চালতাবাগান সর্বজনীনের প্রতিমা আলিপুর জেল মিউজিয়ামে সংরক্ষিত করে রেখে দেওয়া হবে। এ বিষয়ে মন্ত্রী ফিরহাদ হাকিমকে প্রয়োজনীয় নির্দেশও দেওয়া হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানিয়ে দেন।

বিদেশ সফর সেরে ফেরার পর থেকেই পায়ে ব্যথার কারণে মুখ্যমন্ত্রী কালীঘাটের বাড়িতেই রয়েছেন। বাড়ি থেকে বার হননি। বাড়িতে বসেই সারছেন কাজ। বাড়ি থেকে বার হচ্ছেন না বলেই এ বার শহরের বিভিন্ন পুজোর উদ্বোধনও সেরেছেন ভার্চুয়াল মাধ্যমে। শুক্রবার কার্নিভালে যোগ দিতেই তিনি দীর্ঘ দিন পর বাড়ি থেকে বেরোলেন।

মমতা বন্দ্যোপাধ্যায় বসেছিলেন মূল মঞ্চে। অল্প সময়ের জন্য এক বার নৃত্যশিল্পীদের  নাচের ছন্দে পা মেলালেন। অন্য বার রেড রোডে ধরে হেঁটে উপস্থিত দর্শকদের স্বাগত জানান মুখ্যমন্ত্রী। এ বার আর তা করতে পারেননি। অল্প হেঁটে ভিআইপি অতিথিদের ব্লক পেরিয়ে নিজের জায়গায় গিয়ে বসেন তিনি।

রেড রোডের দু’ ধারে কার্নিভালের অনুষ্ঠান দেখার জন্য প্রায় ১৮ হাজার দর্শকের বসার ব্যবস্থা করা হয়েছিল। এ দিন পুরো দর্শকাসন ছিল পরিপূর্ণ। এ বারের কার্নিভাল অনুষ্ঠানে ছিলেন বিদেশি অতিথিরাও। আমন্ত্রণ জানানো হয়েছিল বিভিন্ন দেশের ব্রান্ড অ্যাম্বাসাডর থেকে শুরু করে রাষ্ট্রদূতদের প্রতিনিধিদেরও। আমন্ত্রণ জানানো হয়েছিল ইউনেস্কোকেও।

মঙ্গলবার বিজয়া দশমী শেষ হতে না হতেই কার্নিভালের চূড়ান্ত তোড়জোড় শুরু হয়ে গিয়েছিল। পূর্ত দফতরের উদ্যোগে তৈরি হয় অস্থায়ী গ্যালারি এবং চেয়ারের দর্শকাসন। শুক্রবার সকাল সাড়ে ১১টা থেকে বেলা ১২টার মধ্যে পুজো কমিটিগুলিকে রেড রোডের কাছাকাছি আসতে বলা হয়। প্রতিটি পুজো সর্বাধিক তিনটি ট্রেলার বা ট্যাবলো নিয়ে যাওয়ার অনুমতি পায়।

বিগত কয়েক বছর ধরেই কলকাতার রেড রোডে এই কার্নিভালের আয়োজন করে আসছে রাজ্য সরকার। প্রতি বারের মতো এ বারেও বহু মানুষ পুজো কার্নিভাল দেখতে উপস্থিত হয়েছিলেন। রেড রোড জুড়ে ছিল মানুষের উপচে পড়া ভিড়। কার্নিভাল দেখে বাড়ি ফেরার ক্ষেত্রে সাধারণ মানুষের যাতে কোনো রকম অসুবিধা না হয় তার জন্য ছিল বিশেষ পরিবহণ পরিষেবা।

রাজ্য পরিবহণ নিগম ওই দিন এসপ্ল্যানেড থেকে বিভিন্ন রুটে ২৩টি বিশেষ বাস চালান। মধ্যরাত পর্যন্ত মেলে বাস পরিষেবা। এসপ্ল্যানেড-গড়িয়া, এসপ্ল্যানেড-নিউ টাউন, এসপ্ল্যানেড-ডানলপ, এসপ্ল্যানেড-পাটুলি, এসপ্ল্যানেড-যাদবপুর ও বিমানবন্দর-নবান্ন-সহ বিভিন্ন রুটে অতিরিক্ত বাস চালানো হয়।

এ ছাড়া মেট্রো পরিষেবার সময় বাড়ানো হয়। শুক্রবার দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী শেষ মেট্রো ছাড়ে রাত ১০টা ৫৮ মিনিটে। দমদম থেকে কবি সুভাষগামী এবং কবি সুভাষ থেকে দমদমগামী শেষ মেট্রো ছাড়ে রাত ১১টা ১০ মিনিটে।

ছবি: রাজীব বসু

আরও পড়ুন

শনিবার মুখোমুখি বাংলাদেশ-নেদারল্যান্ডস, ইউনিসেফের উদ্যোগে ইডেনে এক অভিনব অনুশীলনে সাকিবরা

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

আলোর উৎসবের প্রস্তুতিতে ব্যস্ত শহর, কালীপুজোর আগে শেষ টান শিল্পীদের তুলিতে

আর মাত্র দিন তিনেক বাকি কালীপুজো ও দীপাবলির। আলোর উৎসবের আগে ব্যস্ত শহর কলকাতা— কোথাও কালীমূর্তিতে তুলির শেষ টান, কোথাও দীপাবলির লাড্ডু তৈরির তোরজোড়। ক্যামেরাবন্দি করলেন চিত্র সাংবাদিক রাজীব বসু।

সুদীপের ৯৮ ও সুমন্তের অপরাজিত ৮২ রানের দৌলতে রনজিতে উত্তরাখণ্ডের বিরুদ্ধে এগিয়ে গেল বাংলা

রনজি ট্রফিতে উত্তরাখণ্ডের বিরুদ্ধে এগিয়ে গেল বাংলা। সুদীপ চট্টোপাধ্যায়ের ৯৮ ও সুমন্ত গুপ্তের অপরাজিত ৮২ রানের দৌলতে প্রথম ইনিংসে ৬১ রানে লিড। শুক্রবার লিড আরও বাড়ানোর লক্ষ্য বাংলার।

বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় ভারত, মার্সার রিপোর্টে উদ্বেগজনক তথ্য

মার্সার সিএফএ ইনস্টিটিউট গ্লোবাল পেনশন ইনডেক্স ২০২৫-এ বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় স্থান পেল ভারত। দেশটির রেটিং ‘Grade D’, যেখানে পেনশন কাঠামোয় বড় ঘাটতি নির্দেশ করেছে রিপোর্ট।

‘জিরো ক্যালরি’ ঠান্ডা পানীয় কি সত্যিই নিরাপদ? নতুন গবেষণায় চাঞ্চল্যকর তথ্য, বাড়ছে ফ্যাটি লিভারের ঝুঁকি

‘জিরো ক্যালরি’ ঠান্ডা পানীয় খেলে ক্ষতি হয় না— এমন ধারণা ভ্রান্ত। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, কৃত্রিম শর্করা দেওয়া পানীয় ফ্যাটি লিভারের ঝুঁকি ৫০–৬০% পর্যন্ত বাড়িয়ে দেয়।

আরও পড়ুন

দুর্গাপুরে মেডিক্যাল কাণ্ডে , গ্রেফতার ৩ — সহপাঠীও জড়িত, চলছে তল্লাশি

দুর্গাপুরের বেসরকারি মেডিক্যাল কলেজে ওড়িশার এক ছাত্রীর উপর গণধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩ জন। ধৃতদের মধ্যে সহপাঠীও রয়েছে। ঘটনায় তীব্র ক্ষোভে ফুঁসছে দুই রাজ্য।

ইরানে হামলায় ব্রিকসের নিন্দা, চন্দ্রচূড় বিতর্ক, ডাইনি সন্দেহে বধূ নির্যাতন! ১০টি গুরুত্বপূর্ণ খবর একনজরে

ইরানে সামরিক হামলা থেকে চন্দ্রচূড় বিতর্ক, হিমাচলের প্রাকৃতিক দুর্যোগ থেকে বীরভূমের 'ডাইনি' তাণ্ডব—৭ জুলাইয়ের ১০টি গুরুত্বপূর্ণ খবর পড়ে নিন একসাথে।

পুলিশের প্রচারেও থামছে না গণপিটুনি, ফের বনগাঁয় ভবঘুরেকে ছেলেধরা সন্দেহে মার

শনিবার রাতে ঠাকুরপল্লির রাস্তায় এক ভবঘুরে যুবককে দেখে সন্দেহ হয় স্থানীয়দের। মুহূর্তের মধ্যে ছেলেধরার গুজব ছড়িয়ে পড়ে এবং স্থানীয় লোকজন জড়ো হয়ে যুবককে বেধড়ক মারধর করে।