Homeনাটককেষ্টপুরের সুকান্ত পার্কে হয়ে গেল ‘নহলী’র একাদশ অন্তরঙ্গ নাট্যোৎসবের দ্বিতীয় পর্যায়

কেষ্টপুরের সুকান্ত পার্কে হয়ে গেল ‘নহলী’র একাদশ অন্তরঙ্গ নাট্যোৎসবের দ্বিতীয় পর্যায়

উৎসব চলেছিল ২৩ থেকে ২৫ ডিসেম্বর। তিনদিন ব্যাপী ওই উৎসবে আমন্ত্রিত পাঁচটি নাটকের দল সর্বমোট ছয়টি নাটক পরিবেশন করে।

প্রকাশিত

অজন্তা চৌধুরী

কেষ্টপুরের সুকান্ত পার্কে ‘নহলী’র নিজস্ব অন্তরঙ্গ প্রাঙ্গণ ‘বেলাভূমি’তে হয়ে গেল ‘নহলী’র একাদশ অন্তরঙ্গ নাট্যোৎসবের দ্বিতীয় পর্যায়। উৎসব চলেছিল ২৩ থেকে ২৫ ডিসেম্বর। তিনদিন ব্যাপী ওই উৎসবে আমন্ত্রিত পাঁচটি নাটকের দল সর্বমোট ছয়টি নাটক পরিবেশন করে। উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য নৃত্য, নাটক, সঙ্গীত ও দৃশ্যকলা আকাদেমির সচিব হৈমন্তী চট্টোপাধ্যায়।

প্রথম দিন ‘মেঘমুলুকে’ নাট্যগোষ্ঠী পর পর দু’টি ছোটো নাটক পরিবেশন করে। প্রথমটি ‘সাধু কালাচাঁদ’। এই নাটকে দেখানো হয়েছে, সময়ের জাঁতাকলের ইঁদুরদৌড়ের বাইরে গুটিকয় মানুষ আমাদের আশেপাশে থেকে যায় যাঁদের শিক্ষা বিদ্যালয় বা পাঠ্যবইয়ের পাতায় নয়, তাঁদের শিক্ষা আকাশ, বাতাস, মাঠ, ঘাট, প্রকৃতির বাস্তবতা থেকে ও জীবনের অভিজ্ঞতা থেকে।

‘মেঘমুলুকে’র দ্বিতীয় প্রযোজনা ছিল একটি ‘মূক’ নাটক ‘টুকরো গল্প’। এই নাটকে দেখানো হয়েছে, মোবাইল নামক যন্ত্রটি মানুষকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নিয়ন্ত্রণ করে চলেছে। ফলস্বরূপ, মানুষ হারিয়ে ফেলছে তার আন্তরিকতা এবং ভুলে যাচ্ছে তার সামাজিক কর্তব্য। মানুষের মধ্যে সৃষ্টি হচ্ছে নানা উত্তেজনা। মানসিক স্বাস্থ্যের অবনতি হতে শুরু করছে প্রতি নিয়ত। বিন্যাস ও বিনির্মাণে ছিলেন সুবীর মিস্ত্রী।

প্রথম দিনের তৃতীয় নাটক ছিল ‘বালিগঞ্জ অন্তর্মুখ’-এর ‘ব্রহ্মশির’। রচনা ও নির্দেশনায় ছিলেন সৌমিত্র বসু। এখানে মহাভারতের প্রসঙ্গ টেনে দেখানো হয়, অর্জুন ও অশ্বত্থামা পরস্পরের উদ্দেশে ব্রহ্মশির অস্ত্র প্রয়োগ করার ফলে উত্তরার গর্ভের সন্তান নিহত হয় এবং কৃষ্ণ তাকে বাঁচিয়ে দেয়। কিন্তু আপনার আমার ঘরে যে সন্তান বেড়ে উঠছে, তাদের প্রতিনিয়ত আঘাত করছে এমনই হাজার হাজার ব্রহ্মশির অস্ত্র, তাই ছোটো বয়সে তাদের চোখে উঠেছে চশমা, বইয়ের ভরে তাদের শিরদাঁড়া যাচ্ছে বেঁকে। উত্তরার গর্ভের সন্তানকে বাঁচিয়ে দেয় কৃষ্ণ। কিন্তু আমার আপনার সন্তানকে বাঁচাবে কে? প্রশ্ন তোলে এই নাটক।

উৎসবের দ্বিতীয় দিন ২৪ ডিসেম্বর, প্রথমে মঞ্চস্থ হয় কালিদাসের জীবনী নিয়ে ‘বারেন্দ্রপাড়া কথকতা’র নাটক ‘কালিদাস’। রচনা ও নির্দেশনায় ছিলেন বিশ্বনাথ বসু। এর পর পূর্ব কলকাতা ‘বিদূষক নাট্যমণ্ডলী’ মঞ্চস্থ করে রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে নাটক ‘শাস্তি’। নির্দেশনায় ছিলেন শুভজিৎ মাইতি। এই নাটক ভারতীয় সমাজে অবিচার, পিতৃতন্ত্র এবং নারীদের নীরব দুর্ভোগকে তুলে ধরে।

২৫ ডিসেম্বর, উৎসবের শেষ দিন প্রথমেই ‘সুর-বাণী মিউজিক একাডেমি’ লোকসংগীত পরিবেশন করে। পরিচালনায় ছিলেন সীমা কর। পরিচিত লোকগানের সুর এই নাট্যোৎসবের আসরকে আরও বৈচিত্রময় করে তোলে। উৎসবের শেষ প্রযোজনা মঞ্চস্থ করে ‘শ্যামবাজার অন্যদেশ দৃষ্টিহীন নাট্যসংস্থা’। যা ছিল এই উৎসবের বিশেষ আকর্ষণ। নাটকটি নির্দেশনায় ছিলেন শুভাশিস গঙ্গোপাধ্যায়। একদল দৃষ্টিহীন অভিনেতা-অভিনেত্রী কী অসম্ভব প্রতিভা দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘চণ্ডালিকা’ অবলম্বনে মঞ্চস্থ করে নাটক ‘যখন অন্ধ প্রকৃতি চণ্ডালিকা’, যা বিস্মিত করে উপস্থিত সবাইকে।

উৎসবের এই তিন দিন কেষ্টপুর এবং আরও বিভিন্ন জায়গা থেকে অসংখ্য নাট্যপ্রেমী মানুষ এসেছিলেন এই উৎসবে শামিল হতে। প্রতি বছর ঠিক এই সময়েই ‘নহলী’ এই অন্তরঙ্গ নাট্যোৎসবের আয়োজন করে। প্রতি বছরের মতোই এই বছরও চা, আড্ডা আর নাটক নিয়ে জমে উঠেছিল ‘নহলী’র একাদশ অন্তরঙ্গ নাট্যোৎসব। প্রতি বছরের মতোই শেষ দিন অর্থাৎ ২৫ ডিসেম্বর, বড়দিনে ‘নহলী’ এই উৎসব উদযাপন করে দর্শকদের কেক ও মিষ্টি দিয়ে আপ্যায়ন করে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

প্রয়াত বর্ষীয়ান রবীন্দ্রসঙ্গীত শিল্পী অর্ঘ্য সেন, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

প্রয়াত হলেন বর্ষীয়ান রবীন্দ্রসঙ্গীত শিল্পী অর্ঘ্য সেন। ৯০ বছর বয়সে শিল্পীর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ট্রেনে অগ্রিম আসন সংরক্ষণ বুকিংয়ে বড়ো পরিবর্তন: জেনে নিন বিস্তারিত

খবর অনলাইন ডেস্ক: যাত্রী পরিষেবা আরও স্বচ্ছ ও সুরক্ষিত করতে ট্রেনের অগ্রিম টিকিট বুকিং...

গিগ কর্মীদের নিরাপত্তায় ‘১০ মিনিটে ডেলিভারি’ ট্যাগলাইন সরাচ্ছে ব্লিঙ্কিট, কেন্দ্রের চাপে পদক্ষেপ

গিগ কর্মীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের জেরে ব্র্যান্ডিংয়ে বড় বদল আনতে চলেছে ব্লিঙ্কিট। কেন্দ্রীয় সরকারের...

ইরানের সঙ্গে বাণিজ্যে ২৫% শুল্কের হুঁশিয়ারি ট্রাম্পের, কী প্রভাব পড়বে ভারতের উপর?

ইরানের সঙ্গে বাণিজ্য করলে ২৫ শতাংশ শুল্কের হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের। ভারতের সঙ্গে ইরানের ১.৩৪ বিলিয়ন ডলারের বাণিজ্য নিয়ে উদ্বেগ বাড়ছে।

আরও পড়ুন

গিরিশ মঞ্চে শুরু অষ্টম জাতীয় নাট্য উৎসব, উদ্বোধন করলেন ব্রাত্য বসু

গিরিশ মঞ্চে মিনার্ভা নাট্যসংস্কৃতি চর্চাকেন্দ্র ও তথ্য ও সংস্কৃতি বিভাগ, পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে শুরু হল অষ্টম জাতীয় নাট্য উৎসব। উদ্বোধনে উপস্থিত ছিলেন ব্রাত্য বসু, শশী পাঁজা-সহ বিশিষ্টজনেরা।

আলোচনাসভা ও নাট্যাভিনয়ের মাধ্যমে তৃপ্তি মিত্রের শততম জন্মবার্ষিকী পালন করল ‘বালার্ক নিমতা’

খবর অনলাইন ডেস্ক: বাংলা থিয়েটারের অন্যতম শ্রেষ্ঠ অভিনেত্রী, নির্দেশক ও নাট্যকার তৃপ্তি মিত্রের শততম...

‘বালার্ক’র উপভোগ্য উপস্থাপনা ‘বল্লভপুরের উপকথা’

নিজস্ব প্রতিনিধি: গত ৬ সেপ্টেম্বর প্যারীমোহন লাইব্রেরির মঞ্চে হয়ে গেল 'বালার্ক' নিমতা প্রযোজিত নাটক...