শনিবার (২৩ মার্চ, ২০২৪) বিকেলে রাসবিহারী সিইএসসি-এর পাশে ‘লাইটহাউস ফর দ্য ব্লাইন্ড স্কুল’-এর ছাত্রছাত্রীদের নিয়ে স্কুল প্রাঙ্গণে ‘ফুলদোল’-এর আয়োজন করেছিল সমাজসেবী সংগঠন ‘শারদীয়া’।

আজকাল আমরা দোল বলতেই বুঝি আবির কিংবা কেমিক্যাল রঙের ছড়াছড়ি। কিন্তু বসন্ত উৎসব তো শুধু বাহ্যিক রঙের উৎসব নয়, মনটাকে নতুন করে রাঙিয়ে নেওয়াতেই এর সার্থকতা। ছবি: রাজীব বসু

তাই বিগত বছরগুলোর মতো এ বারেও প্রকৃতির শ্রেষ্ঠ উপহার ফুল দিয়ে ‘ফুলদোল’ আয়োজন করেছিল ‘শারদীয়া’। ছবি: রাজীব বসু

এই আয়োজন তাদেরই নিয়ে, যারা রং দেখতে বা রং চিনতে অপারগ। সেই সব দৃষ্টিহীন কিশোর-কিশোরীদের জীবনে একটু খুশির হিল্লোল তুলতে। ছবি: রাজীব বসু

সবার রঙে রং মিশিয়ে পালিত হল এই দোল তথা হোলির বসন্তোৎসব। ছবি: রাজীব বসু