Homeকলকাতার পুজোদুর্গোৎসব ২০২৪: ৭৫ বছরে ‘উমাকে পাড়ে’ নিয়ে আসার বার্তা দিচ্ছে ঢাকুরিয়া শহিদনগর...

দুর্গোৎসব ২০২৪: ৭৫ বছরে ‘উমাকে পাড়ে’ নিয়ে আসার বার্তা দিচ্ছে ঢাকুরিয়া শহিদনগর সার্বজনীন

প্রকাশিত

কলকাতা: আলোর বেণু বেজে উঠতে আর মাত্র কয়েকটি দিনের অপেক্ষা। অভিনব থিমে বেশ কয়েক বছর ধরেই চমক দেয় ঢাকুরিয়া শহিদনগর সার্বজনীন দুর্গোৎসব কমিটি। ৭৫ বছরে ঢাকুরিয়া শহিদনগর সার্বজনীন দুর্গোৎসব কমিটির থিম এবার ‘উমা এলো পাড়ে’। সামগ্রিক ভাবে থিমের পরিকল্পনা ও রূপায়ণে রয়েছেন পার্থ জোয়ারদার।

শিল্পী পার্থ জোয়ারদার বলেন, “আশ্বিনের পুণ্যলগ্নে বিশ্বজননী মহামায়ার আগমনীবার্তা প্রতিটি মানুষের হৃদয়ে এক অদ্ভুত ভাবাবেগের সঞ্চার করে। আমরা প্রত্যেকেই জীবনধারণের জন্য জীবনের প্রতিটি ক্ষেত্রে নানা লড়াই করি। কিন্তু জগজ্জননী দেবী দুর্গার আগমনবার্তা আমাদের আনন্দসাগরে ভাসিয়ে রাখে। মায়ের আগমনে জাদুকাঠির ছোঁয়ায় যেন সব কষ্ট দুঃখ বেদনা উধাও হয়ে যায়। ঢাকুরিয়া শহিদনগর সর্বজনীনের পুজোয় এ বছরের থিম ‘উমা এলো পাড়ে’। অর্থাৎ মহেশ্বরীর আগমন আমাদের এই ধরায়।

“মৎস্যজীবীরা সারা বছর রোদে পুড়ে, জলে ভিজে, আমাদের সবার মুখে হাসি  ফোটানোর জন্য অপরিসীম পরিশ্রম করেন। বছরভর জীবনসংগ্রাম চালিয়ে পরিজনদের সকল অপেক্ষার অবসান ঘটিয়ে পুজোর এই কটা দিন তাঁরাও ফিরে আসেন পাড়ে। নিজের ঘরে একটু আনন্দে গা ভাসিয়ে পরিজনদের নিয়ে সময় কাটান তাঁরা। এরপর ফিরে যাওয়ার পালা। অফুরন্ত শক্তি সঞ্চয় করে, আশা, আনন্দ বুকে নিয়ে আবার কাজে ফিরে যান মৎস্যজীবীরা। এবারে শহিদনগর সর্বজনীনের পুজোয় মৎস্যজীবীদের সঙ্গে পুজোর আনন্দযজ্ঞে আমরাও শামিল হয়েছি।”

কীভাবে এবার থিমের রূপায়ণ করা হবে সে প্রসঙ্গে বলতে গিয়ে পার্থ জোয়ারদার জানান, “সারাবছর নদী, সমুদ্রে জলে থাকলেও পুজোর কটা দিন পাড়ে ফিরে আসেন মৎস্যজীবীরা। আমার কাছে পাড় মানে শুধু নদী বা সমুদ্রের পাড় নয়, পাড় আমার কাছে মাতৃভূমি। পুজোর কটা দিন মাতৃ আরাধনা করে আনন্দের মধ্যে কাটিয়ে আবার কাজে ফিরে যান। গোটা মণ্ডপসজ্জায় নারকেল দড়ির ইনস্টলেশন থাকছে। পরিবেশরক্ষারও বার্তা থাকছে। সাবেকি প্রতিমা হবে মণ্ডপের সঙ্গে সামঞ্জস্য রেখে।”

কোথায় এই মণ্ডপ

যাদবপুর থানার মোড় থেকে ই এম বাইপাসগামী যাদবপুর কানেক্টর ধরুন। রেল ওভারব্রিজ পেরিয়ে বাসস্টপ ‘স্পাইস অফ জয় রেস্তোরাঁ’। রাস্তা পেরিয়ে উলটোদিকে ঢুকে গেলেই পুজোমণ্ডপ। বাইপাসের দিক থেকে এলে রুবি ছাড়িয়ে কালিকাপুরে অভিষিক্তার মোড় থেকে যাদবপুর কানেক্টর ধরুন। যথারীতি ‘স্পাইস অফ জয় রেস্তোরাঁ’ বাসস্টপ এসে বাঁদিকে ঢুকে যান।

ছবি: রাজীব বসু

আরও পড়ুন

দুর্গোৎসব ২০২৪: ৮২ বছরে হাজরা পার্ক দুর্গোৎসব কমিটির থিম ‘শুদ্ধি’, দলিতদের অধিকার প্রতিষ্ঠার ডাক

দুর্গোৎসব ২০২৪: সাতমহলা জমিদারবাড়ির অন্তঃপুরের কাহিনি শোনাতে প্রস্তুত সিংহী পার্ক সর্বজনীন

দুর্গোৎসব ২০২৪: জাঁকজমকপূর্ণ আড়ম্বর নয়, ভক্তিভরে মায়ের উপাসনাই লক্ষ্য কাঁকুড়গাছি মিতালীর

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বিশ্বকাপ মহিলা ক্রিকেট: প্রথম ওভারেই জোড়া ধাক্কা মারুফার, অভিষেক ম্যাচে অর্ধশত রুবিয়ার, পাকিস্তানকে সহজেই হারাল বাংলাদেশ

পাকিস্তান: ১২৯ (৩৮.৩ ওভারে) (রমিন শামিম ২৩, শোরনা আকতার ৩-৫, নাহিদা আকতার ২-১৯, মারুফা...

মহানগরীতে দশমী: দেবীবরণ, সিঁদুরখেলা, প্রতিমা বিসর্জন দিয়ে শেষ হল এ বছরের শারদোৎসব

খবর অনলাইন ডেস্ক: দেখতে দেখতে শেষ হয়ে গেল পুজো। মোটামুটি নির্বিঘ্নেই সমাপ্তি ঘটল এ...

ভারত-ওয়েস্ট ইন্ডিজ ১ম টেস্ট: সিরাজ-বুমরাহের কেরামতি, চা-এর আগেই গুটিয়ে গেল ক্যারিবিয়ানদের ইনিংস  

ওয়েস্ট ইন্ডিজ: ১৬২ (জাস্টিন গ্রিভ্‌স ৩২, মহম্মদ সিরাজ ৪-৪০, জসপ্রীত বুমরাহ ৩-৪২, কুলদীপ যাদব...

একদিকে মহাত্মা, অন্যদিকে সংঘ! একই দিনে দুই মেরুকেই প্রশংসায় ভরালেন মোদী

মহাত্মা গান্ধীর ১৫৬তম জন্মজয়ন্তীতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একইসঙ্গে আরএসএসের শতবর্ষ উপলক্ষে সংগঠনটিরও প্রশংসা করলেন তিনি।

আরও পড়ুন

মহানগরীতে দশমী: দেবীবরণ, সিঁদুরখেলা, প্রতিমা বিসর্জন দিয়ে শেষ হল এ বছরের শারদোৎসব

খবর অনলাইন ডেস্ক: দেখতে দেখতে শেষ হয়ে গেল পুজো। মোটামুটি নির্বিঘ্নেই সমাপ্তি ঘটল এ...

কবে পড়ছে ষষ্ঠী থেকে দশমী? জেনে নিন ২০২৬ সালের দুর্গাপুজোর নির্ঘণ্ট

প্রকাশিত হল ২০২৬ সালের দুর্গাপুজোর নির্ঘণ্ট। মহালয়া ১০ অক্টোবর, ষষ্ঠী ১৭ অক্টোবর, বিজয়া দশমী ২১ অক্টোবর। অপেক্ষায় বাঙালি।

দুর্গাপূজায় মহানগরী পরিক্রমা: ভিড় সামলাতে হিমশিম অবস্থা নিরাপত্তারক্ষীদের

খবর অনলাইন ডেস্ক: আজ বৃহস্পতিবার দশমী। প্রথাগত ভাবে দুর্গাপূজার শেষ দিন। তাই স্বাভাবিক ভাবেই...