Homeকলকাতার পুজোদুর্গোৎসব ২০২৪: ৭৫ বছরে ‘উমাকে পাড়ে’ নিয়ে আসার বার্তা দিচ্ছে ঢাকুরিয়া শহিদনগর...

দুর্গোৎসব ২০২৪: ৭৫ বছরে ‘উমাকে পাড়ে’ নিয়ে আসার বার্তা দিচ্ছে ঢাকুরিয়া শহিদনগর সার্বজনীন

প্রকাশিত

কলকাতা: আলোর বেণু বেজে উঠতে আর মাত্র কয়েকটি দিনের অপেক্ষা। অভিনব থিমে বেশ কয়েক বছর ধরেই চমক দেয় ঢাকুরিয়া শহিদনগর সার্বজনীন দুর্গোৎসব কমিটি। ৭৫ বছরে ঢাকুরিয়া শহিদনগর সার্বজনীন দুর্গোৎসব কমিটির থিম এবার ‘উমা এলো পাড়ে’। সামগ্রিক ভাবে থিমের পরিকল্পনা ও রূপায়ণে রয়েছেন পার্থ জোয়ারদার।

শিল্পী পার্থ জোয়ারদার বলেন, “আশ্বিনের পুণ্যলগ্নে বিশ্বজননী মহামায়ার আগমনীবার্তা প্রতিটি মানুষের হৃদয়ে এক অদ্ভুত ভাবাবেগের সঞ্চার করে। আমরা প্রত্যেকেই জীবনধারণের জন্য জীবনের প্রতিটি ক্ষেত্রে নানা লড়াই করি। কিন্তু জগজ্জননী দেবী দুর্গার আগমনবার্তা আমাদের আনন্দসাগরে ভাসিয়ে রাখে। মায়ের আগমনে জাদুকাঠির ছোঁয়ায় যেন সব কষ্ট দুঃখ বেদনা উধাও হয়ে যায়। ঢাকুরিয়া শহিদনগর সর্বজনীনের পুজোয় এ বছরের থিম ‘উমা এলো পাড়ে’। অর্থাৎ মহেশ্বরীর আগমন আমাদের এই ধরায়।

“মৎস্যজীবীরা সারা বছর রোদে পুড়ে, জলে ভিজে, আমাদের সবার মুখে হাসি  ফোটানোর জন্য অপরিসীম পরিশ্রম করেন। বছরভর জীবনসংগ্রাম চালিয়ে পরিজনদের সকল অপেক্ষার অবসান ঘটিয়ে পুজোর এই কটা দিন তাঁরাও ফিরে আসেন পাড়ে। নিজের ঘরে একটু আনন্দে গা ভাসিয়ে পরিজনদের নিয়ে সময় কাটান তাঁরা। এরপর ফিরে যাওয়ার পালা। অফুরন্ত শক্তি সঞ্চয় করে, আশা, আনন্দ বুকে নিয়ে আবার কাজে ফিরে যান মৎস্যজীবীরা। এবারে শহিদনগর সর্বজনীনের পুজোয় মৎস্যজীবীদের সঙ্গে পুজোর আনন্দযজ্ঞে আমরাও শামিল হয়েছি।”

কীভাবে এবার থিমের রূপায়ণ করা হবে সে প্রসঙ্গে বলতে গিয়ে পার্থ জোয়ারদার জানান, “সারাবছর নদী, সমুদ্রে জলে থাকলেও পুজোর কটা দিন পাড়ে ফিরে আসেন মৎস্যজীবীরা। আমার কাছে পাড় মানে শুধু নদী বা সমুদ্রের পাড় নয়, পাড় আমার কাছে মাতৃভূমি। পুজোর কটা দিন মাতৃ আরাধনা করে আনন্দের মধ্যে কাটিয়ে আবার কাজে ফিরে যান। গোটা মণ্ডপসজ্জায় নারকেল দড়ির ইনস্টলেশন থাকছে। পরিবেশরক্ষারও বার্তা থাকছে। সাবেকি প্রতিমা হবে মণ্ডপের সঙ্গে সামঞ্জস্য রেখে।”

কোথায় এই মণ্ডপ

যাদবপুর থানার মোড় থেকে ই এম বাইপাসগামী যাদবপুর কানেক্টর ধরুন। রেল ওভারব্রিজ পেরিয়ে বাসস্টপ ‘স্পাইস অফ জয় রেস্তোরাঁ’। রাস্তা পেরিয়ে উলটোদিকে ঢুকে গেলেই পুজোমণ্ডপ। বাইপাসের দিক থেকে এলে রুবি ছাড়িয়ে কালিকাপুরে অভিষিক্তার মোড় থেকে যাদবপুর কানেক্টর ধরুন। যথারীতি ‘স্পাইস অফ জয় রেস্তোরাঁ’ বাসস্টপ এসে বাঁদিকে ঢুকে যান।

ছবি: রাজীব বসু

আরও পড়ুন

দুর্গোৎসব ২০২৪: ৮২ বছরে হাজরা পার্ক দুর্গোৎসব কমিটির থিম ‘শুদ্ধি’, দলিতদের অধিকার প্রতিষ্ঠার ডাক

দুর্গোৎসব ২০২৪: সাতমহলা জমিদারবাড়ির অন্তঃপুরের কাহিনি শোনাতে প্রস্তুত সিংহী পার্ক সর্বজনীন

দুর্গোৎসব ২০২৪: জাঁকজমকপূর্ণ আড়ম্বর নয়, ভক্তিভরে মায়ের উপাসনাই লক্ষ্য কাঁকুড়গাছি মিতালীর

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

ঠান্ডার ধার কমছে দক্ষিণবঙ্গে, কুয়াশায় ঢাকছে উত্তর–দক্ষিণ,শীত কি তবে বিদায়ের পথে?

দক্ষিণবঙ্গে ৯ ডিগ্রির নীচে নামেনি তাপমাত্রা। রাজ্য জুড়ে ধীরে ধীরে শীতের দাপট কমছে, তবে উত্তর ও দক্ষিণবঙ্গে ঘন কুয়াশার সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

গ্রিনল্যান্ড দখলে বাধা দিলে শুল্ক চাপানো হবে, হুমকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের  

খবর অনলাইন ডেস্ক: গ্রিনল্যান্ড অধিগ্রহণ সমর্থন না করলে সংশ্লিষ্ট দেশগুলোর ওপর শুল্ক আরোপ করা...

৮ বছরে বলিউডে কাজ কমেছে, ‘রোজা’র দিন আজও ভুলতে পারেন না: অকপট এ আর রহমান

বলিউডে গত আট বছরে কাজ কমে যাওয়ার কথা স্বীকার করলেন অস্কারজয়ী সঙ্গীত পরিচালক এ আর রহমান। বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে ‘রোজা’ থেকে বর্তমান, সঙ্গীত সফর ও বদলে যাওয়া সময় নিয়ে মুখ খুললেন তিনি।

ভোটের আগে বাংলায় রেলের বরাদ্দ ১৩ হাজার কোটি, অমৃতভারত প্রকল্পে আন্তর্জাতিক মানের হবে এনজেপি

ভোটমুখী পশ্চিমবঙ্গে রেলের জন্য প্রায় ১৩ হাজার কোটি টাকা বরাদ্দের ঘোষণা করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। অমৃতভারত প্রকল্পে নিউ জলপাইগুড়ি স্টেশনকে আন্তর্জাতিক মানে গড়ে তোলার কাজ চলছে।

আরও পড়ুন

কলকাতা দুর্গাপূজা কার্নিভাল ২০২৫: নৃত্য-সংগীত সহযোগে প্রায় পাঁচ ঘণ্টা ধরে চলল বর্ণাঢ্য শোভাযাত্রা

কলকাতা: শুরু হয়েছিল ২০১৬-তে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে। মাঝে এক বছর বাদ ছিল...

মহানগরীতে দশমী: দেবীবরণ, সিঁদুরখেলা, প্রতিমা বিসর্জন দিয়ে শেষ হল এ বছরের শারদোৎসব

খবর অনলাইন ডেস্ক: দেখতে দেখতে শেষ হয়ে গেল পুজো। মোটামুটি নির্বিঘ্নেই সমাপ্তি ঘটল এ...

কবে পড়ছে ষষ্ঠী থেকে দশমী? জেনে নিন ২০২৬ সালের দুর্গাপুজোর নির্ঘণ্ট

প্রকাশিত হল ২০২৬ সালের দুর্গাপুজোর নির্ঘণ্ট। মহালয়া ১০ অক্টোবর, ষষ্ঠী ১৭ অক্টোবর, বিজয়া দশমী ২১ অক্টোবর। অপেক্ষায় বাঙালি।