Homeকলকাতার পুজোদুর্গোৎসব ২০২৪: ‘দক্ষিণদাড়ি ইয়ুথস’-এ বাংলার 'শ্রেষ্ঠ সিংহ' তপন সিংহের শিল্পসৃষ্টির উদযাপনে শিল্পী...

দুর্গোৎসব ২০২৪: ‘দক্ষিণদাড়ি ইয়ুথস’-এ বাংলার ‘শ্রেষ্ঠ সিংহ’ তপন সিংহের শিল্পসৃষ্টির উদযাপনে শিল্পী অনির্বাণ

প্রকাশিত

গল্প হলেও সত্যি, নির্জন সৈকতে, হারমোনিয়াম, ঝিন্দের বন্দী, সাগিনা মাহাতো, বাঞ্ছারামের বাগান, আদালত ও একটি মেয়ে, এক ডক্টর কি মওত – এই তালিকা শেষ করা যাবে না। তাঁর সাফল্যের মুকুটে একের পর এক যোগ হয়েছে নানান পালক। তিনি বাঙালির উজ্জ্বলতম সিংহ। পরিচালক তপন সিংহ। সৌম্যকান্তি, নম্র, ভদ্র, বিনয়ী, স্বল্প কথার মানুষ তপন সিংহ বাংলা চলচ্চিত্রজগতে অভিনব বিষয়ভাবনা ও পরিচালনার গুণে এক স্বতন্ত্র পরিচয় বহন করেন।

কেউ কি ভাবতে পেরেছিল, লন্ডন-ফেরত এক সাউন্ড ইঞ্জিনিয়ার অচিরেই হয়ে উঠবেন ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ পরিচালক। তপন সিংহের আগে কেউ কি ভাবতে পেরেছিল বাংলা চলচ্চিত্রের ইতিহাসে ‘গল্প হলেও সত্যি’, ‘নির্জন সৈকতে’, ‘হারমোনিয়াম’, ‘এক ডক্টর কি মউত’ এর মতো কালজয়ী ছবি তৈরি করার কথা?

তাঁর ছবি শিক্ষিত বাঙালি মধ্যবিত্তের ঘরে পৌঁছোনোর পাশাপাশি আন্তর্জাতিক দর্শককেও ছুঁয়েছে সমানভাবে। বাণিজ্যিক ও আর্টফিল্মের তথাকথিত লক্ষণরেখা তিনি মুছে ফেলেছেন অনায়াসে। উত্তমকুমার, ছবি বিশ্বাস থেকে বৈজয়ন্তীমালা, শাবানা আজমী – ভারতীয় চলচ্চিত্রের কিংবদন্তিদের দেখা গেছে তপন সিংহের ছবিতে।

তপন সিংহের সৃষ্টিতেই ভরে থাকবে মণ্ডপ।

এবার তাঁর জন্মদিন মহালয়া, পিতৃপক্ষের শেষ দিন। পরের দিনই দেবীপক্ষের সূচনা। উল্লেখ্য এবছর জন্মের শতবর্ষ পূর্ণ হচ্ছে তপন সিংহের। তাই ‘দক্ষিণদাড়ি ইয়ুথস’ আয়োজিত সর্বজনীন দুর্গোৎসবে এবারের বিশেষ ভাবনা – ‘সিংহবাহিনী’। শিল্পী অনির্বাণ দাস মৃন্ময়ী সিংহবাহিনীর আরাধনার সঙ্গে তাই দক্ষিণদাড়ি ইয়ুথসের পুজোয় জুড়ে দিয়েছেন বাংলার ‘শ্রেষ্ঠ সিংহের’ সৃষ্টিকাহিনিকেও।

কোথায় এই মণ্ডপ

উল্টোডাঙা মোড় থেকে ভিআইপি রোড ধরে সামান্য এগিয়েই ভিআইপি ব্রিজ পেরিয়ে বাঁদিকে খালের ধার বরাবর কলকাতা স্টেশন রোড ধরে কিলোমিটারখানেক গেলেই ডানদিকে দক্ষিণদাড়ি ইয়ুথসের মণ্ডপ।

আরও পড়ুন

দুর্গোৎসব ২০২৪: ‘জ্বলন্ত শহর’ ঝরিয়ার কাহিনি তুলে ধরছে ট্যাংরা ঘোলপাড়া সার্বজনীন দুর্গোৎসব

দুর্গোৎসব ২০২৪: বারুইপুরের বন্দ্যোপাধ্যায় বাড়ির পুজোয় এবার তিলোত্তমার ছায়া

দুর্গোৎসব ২০২৪: ৫১’র মাধ্যমে জীবনের জয়গান গাওয়ার বার্তা দিচ্ছে কেষ্টপুর প্রফুল্ল কানন পশ্চিম অধিবাসীবৃন্দ

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

আমেরিকার নন-ইমিগ্রান্ট ভিসার নিয়ম বদল, ভারতীয়দের জন্য বাড়ল বি১-বি২ ভিসার অপেক্ষার সময়

আমেরিকার এনআইভি ভিসার নতুন নিয়মে আবেদনকারীদের নিজের দেশেই ইন্টারভিউ দিতে হবে। ফলে ভারতীয়দের বি১-বি২ ভিসা পেতে আরও বেশি অপেক্ষা করতে হবে।

১৫ সেপ্টেম্বর থেকে বর্ষা বিদায় রাজস্থানে, পূর্ব ভারতে বাড়ছে বৃষ্টির দাপট; উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা

১৫ সেপ্টেম্বর থেকে রাজস্থান থেকে বর্ষা বিদায় শুরু হবে। পূর্ব ভারতে বৃষ্টির দাপট বাড়বে। উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা, দক্ষিণে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।

হীরক জয়ন্তী বর্ষে বেহালা নূতন দল, দর্শনার্থীদের নিয়ে যাবে রাজা বীর সিংহ ও রাই কুমারীর দেশে

বেহালা নূতন দলের এবারের হীরক জয়ন্তী পুজোর থিম ‘শিবাণী ধাম’। রাজা বীর সিংহ ও রাই কুমারীর ঐতিহাসিক কাহিনি মণ্ডপে জীবন্ত হয়ে উঠছে।

দুর্গাপুজোর মুখে কলকাতায় প্রধানমন্ত্রী মোদী, ১৪-১৫ সেপ্টেম্বর একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর উপলক্ষে ১৪ ও ১৫ সেপ্টেম্বর কলকাতায় একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ জারি করল পুলিশ। জানুন কোন রাস্তায় কবে নিষেধাজ্ঞা থাকবে।

আরও পড়ুন

হীরক জয়ন্তী বর্ষে বেহালা নূতন দল, দর্শনার্থীদের নিয়ে যাবে রাজা বীর সিংহ ও রাই কুমারীর দেশে

বেহালা নূতন দলের এবারের হীরক জয়ন্তী পুজোর থিম ‘শিবাণী ধাম’। রাজা বীর সিংহ ও রাই কুমারীর ঐতিহাসিক কাহিনি মণ্ডপে জীবন্ত হয়ে উঠছে।

বিষহরা গানকে ফিরিয়ে আনতে শিবমন্দির পুজোর থিম ‘বিষহরি’, মণ্ডপে ১০০ ফুট লম্বা সাপ

দক্ষিণ কলকাতার শিবমন্দির সর্বজনীন দুর্গোৎসবের এবছরের থিম ‘বিষহরি’। বাংলার লুপ্তপ্রায় লোকসংস্কৃতি বিষহরা গানকে বাঁচিয়ে তোলার প্রয়াসে মণ্ডপে থাকছে বিশেষ সজ্জা ও ১০০ ফুট লম্বা সাপ।

রেলযাত্রায় ফোন চুরি? RPF-এর সঙ্গে হাত মিলিয়ে এবার খুঁজে দেবে টেলিযোগাযোগ দপ্তর

রেলযাত্রায় ফোন চুরি বা হারিয়ে গেলে আর দুশ্চিন্তা নয়। এবার টেলিযোগাযোগ বিভাগ ও আরপিএফ একসঙ্গে কাজ করবে হারানো ফোন খুঁজে বের করতে। সিইআইআর পোর্টাল ব্যবহার করে ফোন ব্লকও করা যাবে সহজেই।