Homeবিজ্ঞানসূর্যের শক্তি কি এবার হাতের মুঠোয়? বিশ্বের শক্তিশালীতম চুম্বক জোড়া লাগাতে প্রস্তুত...

সূর্যের শক্তি কি এবার হাতের মুঠোয়? বিশ্বের শক্তিশালীতম চুম্বক জোড়া লাগাতে প্রস্তুত ভারত-সহ ৩০ দেশ

প্রকাশিত

পৃথিবীর ইতিহাসে সবচেয়ে শক্তিশালী চুম্বক তৈরি করতে একসাথে কাজ করছেন ভারতসহ ৩০টি দেশের বিজ্ঞানীরা। আন্তর্জাতিক থার্মোনিউক্লিয়ার এক্সপেরিমেন্টাল রিঅ্যাক্টর (ITER) প্রকল্পের অংশ হিসেবে এই চুম্বক ব্যবহার হবে নিউক্লিয়ার ফিউশন গবেষণায়, যা আগামী দিনের পরিচ্ছন্ন শক্তির সম্ভাবনা উন্মোচন করতে চলেছে।

প্রকল্পের চূড়ান্ত গুরুত্বপূর্ণ অংশ ‘সেন্ট্রাল সোলেনয়েড’ সম্প্রতি তৈরি করে সফলভাবে পরীক্ষা করেছে যুক্তরাষ্ট্র। এই মুহূর্তে তার সংযোজনের কাজ পুরোদমে চলছে। ITER-র এই বিশাল প্রকল্প দক্ষিণ ফ্রান্সে নির্মিত হচ্ছে এবং এতে অংশ নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, জাপান, রাশিয়া, ইউরোপীয় ইউনিয়ন ও ভারত।

ITER প্রকল্পে নিউক্লিয়ার ফিউশন ঘটিয়ে পরিচ্ছন্ন শক্তি উৎপাদনের লক্ষ্য নেওয়া হয়েছে। হাইড্রোজেনের দুটি আইসোটোপ—ডিউটেরিয়াম ও ট্রিটিয়াম—কে প্রচণ্ড উত্তাপে গলিয়ে ১৫ কোটি ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে দেওয়া হবে, যা সূর্যের কেন্দ্রের থেকেও ১০ গুণ বেশি। এই অবস্থায় প্লাজমা তৈরি হবে, যা একটি টোকামাক নামক ডোনাট-আকৃতির চেম্বারে রাখা হবে। সুপারকন্ডাক্টিং চুম্বকের সাহায্যে প্লাজমাকে একটি অদৃশ্য খাঁচায় আটকে রাখা হবে, যাতে এটি ঠান্ডা হয়ে না পড়ে।

ITER-র ডিরেক্টর জেনারেল পিয়েত্রো বারাবাসচি বলেছেন, “এটা একেবারে যেমন, যেমন একটি বোতলের ভিতরে রাখা হয় মদ—বোতলটা গুরুত্বপূর্ণ, কারণ না থাকলে মদ রাখা যেত না।”

মূলত ২০২১ সালে এই চুম্বকের কাজ শেষ হওয়ার কথা থাকলেও তা বিলম্বিত হয়। তবে বারাবাসচির মতে, “বিলম্বের সময় অতিক্রান্ত, এখন ITER-র ইতিহাসে সবচেয়ে দ্রুতগতিতে কাজ এগোচ্ছে।” আগামী ২০৩৩ সালে প্লাজমা উৎপাদনের প্রক্রিয়া শুরু করার লক্ষ্য নেওয়া হয়েছে।

ফিউশন এনার্জি নিয়ে সারা বিশ্বেই বিনিয়োগ বেড়েছে। অনেক বেসরকারি উদ্যোগ বলছে, তারা আগামী এক দশকের মধ্যেই বানিজ্যিক ফিউশন রিঅ্যাক্টর তৈরি করতে পারবে।

ভারত ২০০৫ সালে ITER প্রকল্পে যোগ দেয় এবং নির্মাণে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। দেশের তরফে ইন-কাইন্ড ডেলিভারি, বৈজ্ঞানিক গবেষণা ও আর্থিক সহায়তা দিয়ে সহযোগিতা করা হচ্ছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে ফ্রান্স সফরের শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে এই প্রকল্পের ঘাঁটি পরিদর্শন করেন এবং সেখানকার বিজ্ঞানীদের সঙ্গে সাক্ষাৎ করেন।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

ভারতে এল এআই ফিচার সহ স্যামসাঙের Galaxy Tab S10, দাম কত থেকে শুরু?

স্যামসাঙ লঞ্চ করল নতুন Galaxy Tab S10 Lite। 6GB/8GB RAM, বড়ো ডিসপ্লে, 8,000mAh ব্যাটারি, S Pen ও AI ফিচার সহ মিলবে এই ট্যাবলেট। দাম ২০-২২ হাজার টাকার মধ্যে।

আমেরিকার নন-ইমিগ্রান্ট ভিসার নিয়ম বদল, ভারতীয়দের জন্য বাড়ল বি১-বি২ ভিসার অপেক্ষার সময়

আমেরিকার এনআইভি ভিসার নতুন নিয়মে আবেদনকারীদের নিজের দেশেই ইন্টারভিউ দিতে হবে। ফলে ভারতীয়দের বি১-বি২ ভিসা পেতে আরও বেশি অপেক্ষা করতে হবে।

১৫ সেপ্টেম্বর থেকে বর্ষা বিদায় রাজস্থানে, পূর্ব ভারতে বাড়ছে বৃষ্টির দাপট; উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা

১৫ সেপ্টেম্বর থেকে রাজস্থান থেকে বর্ষা বিদায় শুরু হবে। পূর্ব ভারতে বৃষ্টির দাপট বাড়বে। উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা, দক্ষিণে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।

হীরক জয়ন্তী বর্ষে বেহালা নূতন দল, দর্শনার্থীদের নিয়ে যাবে রাজা বীর সিংহ ও রাই কুমারীর দেশে

বেহালা নূতন দলের এবারের হীরক জয়ন্তী পুজোর থিম ‘শিবাণী ধাম’। রাজা বীর সিংহ ও রাই কুমারীর ঐতিহাসিক কাহিনি মণ্ডপে জীবন্ত হয়ে উঠছে।

আরও পড়ুন

‘ঘুমানোর ব্যাগ বেঁধে রাখতে হয়’, মহাকাশে থাকা অভিজ্ঞতা জানালেন শুভাংশু শুক্ল

আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে ভারতের প্রথম মহাকাশচারী শুভাংশু শুক্ল কথা বললেন ছাত্রছাত্রীদের সঙ্গে। জানালেন মহাকাশে খাবার, ঘুম ও মানসিক চাপ সামলানোর অভিজ্ঞতা।

মহাকাশ স্টেশনে পৌঁছে বার্তা পাঠালেন শুভাংশু, আপাতত ১৪ দিনের বাস সেখানে

খবর অনলাইন ডেস্ক: আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন, আইএসএস) আগে থেকেই রয়েছেন সাত...

৪১ বছর পর ফের একজন ভারতীয় মহাকাশে, জানুন IAF গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা সম্পর্কে

৪১ বছর পর ফের একজন ভারতীয় মহাকাশে যাচ্ছেন। IAF-এর গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা ১১ জুন Ax-4 মিশনে পা রাখবেন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে। ইতিহাসের সাক্ষী হতে চলেছে ভারত।