নয়াদিল্লি: লঞ্চ ভেহিকল মার্ক-থ্রি (LVM3-M3) ব্যবহার করে ৩৬টি ওয়ান ওয়েব (OneWeb) উপগ্রহ (satellites) উৎক্ষেপণ করল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ISRO)। রবিবার সকাল ৯টায় অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টারের দ্বিতীয় লঞ্চ প্যাড থেকে ওয়ান ওয়েব ইন্ডিয়া মিশন (OneWeb India-2 Mission)-এর আওতায় উপগ্রহগুলি উৎক্ষেপণ করা হয়।
শনিবার সকাল সাড়ে ৮টা থেকেই ভারতের বৃহত্তম রকেট এলভিএম৩-এর দ্বিতীয় বাণিজ্যিক উৎক্ষেপণের কাউন্টডাউন শুরু হয়েছিল। সাড়ে ২৪ ঘণ্টার এই প্রক্রিয়া চলাকালীন, রকেট এবং স্যাটেলাইট সিস্টেমের চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা এবং রকেটের তরল এবং ক্রায়োজেনিক পর্যায়ে জ্বালানি ভর্তি করা হয়। তার পর এ দিন সকালে উপগ্রহ উৎক্ষেপণ।
বলে রাখা ভালো, মোট ৭২টি স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য ইসরো-র বাণিজ্যিক শাখা নিউ স্পেস ইন্ডিয়া লিমিটেডের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে ওয়ান ওয়েব। এর আগে গত ২০২২ সালের ২৩ অক্টোবর প্রথম পর্যায়ে ৩৬টি উপগ্রহ উৎক্ষেপণ করা হয়েছিল। ওয়ান ওয়েব-এর মতে, এ দিনের উৎক্ষেপণটি ১৮তম উৎক্ষেপণ। এটি পৃথিবীর নিম্ন কক্ষপথে ৬১৮টি উপগ্রহ নিয়ে গঠিত প্রথম প্রজন্মের নক্ষত্রমণ্ডল প্রদক্ষিণ করবে।
সংস্থা জানিয়েছে, ৪৩.৫ মিটার লম্বা এলভিএম৩-এম৩ রকেটটি ৫ হাজার ৮০৫ কেজির একটি পেলোড বহন করবে এবং প্রথম প্রজন্মের উপগ্রহগুলিকে ৪৫০ কিলোমিটার বৃত্তাকার কক্ষপথে ৮৭.৪ ডিগ্রি বাঁকিয়ে রাখবে।