Homeবিজ্ঞানরহস্যে ঘেরা লাল গ্রহ মঙ্গলের অজানা দিক প্রকাশ্যে আনলেন ভারতীয় মহাকাশ বিজ্ঞানীরা

রহস্যে ঘেরা লাল গ্রহ মঙ্গলের অজানা দিক প্রকাশ্যে আনলেন ভারতীয় মহাকাশ বিজ্ঞানীরা

প্রকাশিত

লাল গ্রহ মঙ্গল নিয়ে দেশবিদেশের মহাকাশ বিজ্ঞানীদের মনে উত্তেজনা তুঙ্গে। ভবিষ্যতে মঙ্গলে দীর্ঘ মেয়াদে জনবসতি গড়ে তোলার পরিকল্পনা করা হচ্ছে। এর মধ্যেই ভারতীয় মহাকাশ বিজ্ঞানীরা এবার মঙ্গলগ্রহের এমন একদিক বিশ্বের সামনে তুলে ধরলেন যা এতদিন অজানা ছিল। এই আবিষ্কার ভবিষ্যতে মঙ্গলে যে রোবট বা মহাকাশচারী পাঠানো হবে সেই অভিযানের জন্য গুরুত্বপূর্ণ।

নবি মুম্বইতে অবস্থিত ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ জিওম্যাগনেটিজম-এর বিজ্ঞানীরা জানিয়েছেন, এই চৌম্বকীয় ক্ষেত্রের খোঁজ এবং তার লাল গ্রহের আয়নোস্ফিয়ারে প্রভাব আগামী দিনে মঙ্গলে আরও রোবটযান পাঠাতে এবং তার পরবর্তীকালে মানুষ পাঠাতে প্রভূত সাহায্য করবে। ভারতীয় বিজ্ঞানীদের দাবি, মঙ্গলের মাটিতে যে চৌম্বকীয় ক্ষেত্র পাওয়া গেছে তা দিনেরবেলায় সক্রিয় থাকলেও রাতে প্রায় নিষ্ক্রিয় থাকে।

পাশাপাশি ভারতীয় বিজ্ঞানীদের দাবি, পৃথিবীর মতো লাল গ্রহ মঙ্গলগ্রহের সর্বত্র চৌম্বকীয় ক্ষেত্র কাজ করে না। মঙ্গলগ্রহের যে ভূত্বক রয়েছে তা মঙ্গলগ্রহ জুড়ে সর্বত্র চৌম্বকীয় শক্তির জোগান দিতে পারে না। মঙ্গলের সর্বত্র তাই চৌম্বকীয় শক্তি কাজ করে না। তবে যেটুকু অংশে করে সেই অংশ মঙ্গলের আয়নোস্ফিয়ারকে নিয়ন্ত্রণ করে। এই তত্ত্ব এত দিন বিজ্ঞানীদের অজানাই ছিল। প্রসঙ্গত মঙ্গলগ্রহের দক্ষিণ গোলার্ধের কিছু কিছু জায়গার চৌম্বকীয় শক্তি খাপছাড়াভাবে সক্রিয়। সর্বত্র নয়।

দীর্ঘ সময় ধরে পৃথিবীর চৌম্বকীয় ক্ষেত্র নিয়ে গবেষণা করছেন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ জিওম্যাগনেটিজম-এর মহাকাশ বিজ্ঞানীরা। তাঁরা এবার তাঁদের গবেষণাক্ষেত্র বিস্তৃত করেছেন মঙ্গলেও। বিজ্ঞানীদলে আছেন সি নায়েক, ই ওয়াগিত, বি রেমাইয়া, জে বুলুসু, এস সিং, এস দেবনন্দন, এ পি দিমরি এবং পি পাধ্যায়।

আরও পড়ুন

মঙ্গলের জমিতে তেজস্ক্রিয়তা থেকে বাঁচতে মামুলি জিনিস দিয়ে পোশাক বানালেন গ্রিক বিজ্ঞানীরা

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

মোবাইল নম্বর নয়, এবার ইউজারনেম দিয়েই চ্যাট করা যাবে হোয়াটসঅ্যাপে! আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ফিচার

হোয়াটসঅ্যাপে আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ইউজারনেম ফিচার। মোবাইল নম্বর শেয়ার না করেই চ্যাট করা যাবে। নতুন এই ফিচার দেখা গেছে হোয়াটসঅ্যাপের বিটা ভার্সন ২.২৫.২৮.১২ তে। ইউজারনেম সেট করতে থাকবে কিছু নিয়মও।

সতর্ক থাকুন! পেঁপের সঙ্গে এই খাবারগুলো খেলেই বাড়বে বিপদ

ভিটামিন ও ফাইবারে ভরপুর পেঁপে যতটা উপকারী, ভুল খাবারের সঙ্গে খেলে ততটাই ক্ষতিকর। কমলালেবু, শশা, টমেটো, দই বা মধুর সঙ্গে পেঁপে খাওয়া হজমে সমস্যা, অ্যাসিডিটি ও অ্যালার্জির কারণ হতে পারে।

রাজ্যে শুরু টোটোর রেজিস্ট্রেশন, প্রথম দুই দিনে মাত্র ৯৫০ গাড়ি নথিভুক্ত ! দীপাবলির পর বাড়বে সাড়া আশা পরিবহণ দফতরের

রাজ্যে ব্যাটারি চালিত টোটো ও ই-রিকশার রেজিস্ট্রেশন শুরু হয়েছে। প্রথম দুই দিনে মাত্র ৯৫০টি গাড়ি নথিভুক্ত হয়েছে। পরিবহণ দফতর আশা করছে দীপাবলির পর এই সংখ্যা দ্রুত বাড়বে। রাজ্যে আনুমানিক টোটোর সংখ্যা ১০ লক্ষেরও বেশি।

২০০২ বনাম ২০২৫! ৭ জেলার ভোটার তালিকায় ৫১% থেকে ৬৫% মিল, কোথায় সবচেয়ে কম জানেন?

রাজ্যের সাতটি জেলায় ২০০২ ও ২০২৫ সালের ভোটার তালিকার মধ্যে ৫১% থেকে ৬৫% নামের মিল পাওয়া গিয়েছে। সর্বাধিক মিল কালিম্পংয়ে, সর্বনিম্ন ঝাড়গ্রামে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নতুনভাবে বিশেষ ভোটার তালিকা সংশোধন (SIR) শুরু করতে চলেছে নির্বাচন কমিশন।

আরও পড়ুন

ভোঁতা ছুরি নয়! ধারালো ছুরিই বাঁচাবে চোখের জল— পেঁয়াজ কাটলে কেন কান্না আসে, জানালেন বিজ্ঞানীরা

পেঁয়াজ কাটলে চোখে জল আসে কেন? ন্যাশনাল অ্যাকাডেমি অফ সায়েন্সের গবেষণায় মিলল উত্তর। ভোঁতা ছুরিতে পেঁয়াজ কাটলেই বেরোয় ঝাঁজালো এরোজল, যা চোখে জ্বালাভাব তৈরি করে। ধারালো ছুরিই পারে এই বিপত্তি কমাতে।

পশ্চিমঘাটে মিলল ৪ নতুন প্রজাতির উদ্ভিদ! কর্নাটকের গবেষকদের যুগান্তকারী আবিষ্কার

কর্নাটকের ধারওয়াড়ের একদল গবেষক পশ্চিমঘাট পর্বতমালায় আবিষ্কার করলেন ৪টি নতুন উদ্ভিদ প্রজাতি। ইউনেস্কো স্বীকৃত এই জীববৈচিত্র্যময় অঞ্চলের গবেষণায় যুক্ত হলো নতুন পালক।

কোয়ান্টাম টানেলিংয়ে অগ্রগতির জন্য পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন জন ক্লার্ক, মিশেল ডেভোরে ও জন মার্টিনিস

২০২৫ সালের নোবেল পদার্থবিজ্ঞানে জয়ী হয়েছেন জন ক্লার্ক, মিশেল এইচ. ডেভোরে ও জন এম. মার্টিনিস — সুপারকন্ডাক্টিং সার্কিটে করা অভূতপূর্ব পরীক্ষার জন্য, যেখানে কোয়ান্টাম টানেলিং ও এনার্জি কোয়ান্টাইজেশনকে ম্যাক্রোস্কোপিক পর্যায়ে প্রদর্শন করা হয়েছে।