Homeবিজ্ঞানরহস্যে ঘেরা লাল গ্রহ মঙ্গলের অজানা দিক প্রকাশ্যে আনলেন ভারতীয় মহাকাশ বিজ্ঞানীরা

রহস্যে ঘেরা লাল গ্রহ মঙ্গলের অজানা দিক প্রকাশ্যে আনলেন ভারতীয় মহাকাশ বিজ্ঞানীরা

প্রকাশিত

লাল গ্রহ মঙ্গল নিয়ে দেশবিদেশের মহাকাশ বিজ্ঞানীদের মনে উত্তেজনা তুঙ্গে। ভবিষ্যতে মঙ্গলে দীর্ঘ মেয়াদে জনবসতি গড়ে তোলার পরিকল্পনা করা হচ্ছে। এর মধ্যেই ভারতীয় মহাকাশ বিজ্ঞানীরা এবার মঙ্গলগ্রহের এমন একদিক বিশ্বের সামনে তুলে ধরলেন যা এতদিন অজানা ছিল। এই আবিষ্কার ভবিষ্যতে মঙ্গলে যে রোবট বা মহাকাশচারী পাঠানো হবে সেই অভিযানের জন্য গুরুত্বপূর্ণ।

নবি মুম্বইতে অবস্থিত ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ জিওম্যাগনেটিজম-এর বিজ্ঞানীরা জানিয়েছেন, এই চৌম্বকীয় ক্ষেত্রের খোঁজ এবং তার লাল গ্রহের আয়নোস্ফিয়ারে প্রভাব আগামী দিনে মঙ্গলে আরও রোবটযান পাঠাতে এবং তার পরবর্তীকালে মানুষ পাঠাতে প্রভূত সাহায্য করবে। ভারতীয় বিজ্ঞানীদের দাবি, মঙ্গলের মাটিতে যে চৌম্বকীয় ক্ষেত্র পাওয়া গেছে তা দিনেরবেলায় সক্রিয় থাকলেও রাতে প্রায় নিষ্ক্রিয় থাকে।

পাশাপাশি ভারতীয় বিজ্ঞানীদের দাবি, পৃথিবীর মতো লাল গ্রহ মঙ্গলগ্রহের সর্বত্র চৌম্বকীয় ক্ষেত্র কাজ করে না। মঙ্গলগ্রহের যে ভূত্বক রয়েছে তা মঙ্গলগ্রহ জুড়ে সর্বত্র চৌম্বকীয় শক্তির জোগান দিতে পারে না। মঙ্গলের সর্বত্র তাই চৌম্বকীয় শক্তি কাজ করে না। তবে যেটুকু অংশে করে সেই অংশ মঙ্গলের আয়নোস্ফিয়ারকে নিয়ন্ত্রণ করে। এই তত্ত্ব এত দিন বিজ্ঞানীদের অজানাই ছিল। প্রসঙ্গত মঙ্গলগ্রহের দক্ষিণ গোলার্ধের কিছু কিছু জায়গার চৌম্বকীয় শক্তি খাপছাড়াভাবে সক্রিয়। সর্বত্র নয়।

দীর্ঘ সময় ধরে পৃথিবীর চৌম্বকীয় ক্ষেত্র নিয়ে গবেষণা করছেন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ জিওম্যাগনেটিজম-এর মহাকাশ বিজ্ঞানীরা। তাঁরা এবার তাঁদের গবেষণাক্ষেত্র বিস্তৃত করেছেন মঙ্গলেও। বিজ্ঞানীদলে আছেন সি নায়েক, ই ওয়াগিত, বি রেমাইয়া, জে বুলুসু, এস সিং, এস দেবনন্দন, এ পি দিমরি এবং পি পাধ্যায়।

আরও পড়ুন

মঙ্গলের জমিতে তেজস্ক্রিয়তা থেকে বাঁচতে মামুলি জিনিস দিয়ে পোশাক বানালেন গ্রিক বিজ্ঞানীরা

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

নাথুলা-সহ ইন্দো-চিন সীমান্তে মরশুমের প্রথম তুষারপাত, সিকিমে লাল সতর্কতা জারি, পর্যটকদের ভ্রমণে মানা

নাথুলা, কাপুপ ও চাঙ্গু লেকে মৌসুমের প্রথম ভারী তুষারপাত। সিকিমে লাল সতর্কতা জারি করেছে আইএমডি। তুষার জমে যান চলাচলে বিপত্তি।

রেলে ইঞ্জিনিয়ার নিয়োগ, ২,৫০০-র বেশি শূন্যপদে আবেদন শুরু ৩১ অক্টোবর থেকে

রেলে ইঞ্জিনিয়ার ও টেকনিক্যাল পদে নিয়োগ। জুনিয়র ইঞ্জিনিয়ার, ডিপো মেটিরিয়াল সুপারিন্টেন্ডেন্ট এবং কেমিক্যাল-মেটালার্জিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে মোট ২,৫৬৯টি শূন্যপদে আবেদন গ্রহণ শুরু ৩১ অক্টোবর থেকে। আবেদন করা যাবে ৩০ নভেম্বর পর্যন্ত।

শীতের সুপারফুড বিট: রক্ত বাড়ায়, ত্বক উজ্জ্বল করে, কমায় হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

শীতকালে নিয়মিত খেতে পারেন সুপারফুড বিট। এতে থাকা আয়রন, ভিটামিন সি ও ফাইবার রক্ত বাড়ায়, ত্বক উজ্জ্বল রাখে, হজমশক্তি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, এমনকি হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকিও কমায়।

উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টারে পাশের হার ৯৩.৭২%, ২০১১ সালের পর সর্বোচ্চ; প্রথম স্থানে দু’জন, দু’জনেই পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের ছাত্র

চলতি বছরে উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমিস্টারে পাশের হার ৯৩.৭২ শতাংশ, যা ২০১১ সালের পর সর্বোচ্চ। প্রথম হয়েছেন পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের দুই ছাত্র প্রীতম বল্লভ ও আদিত্য নারায়ণ জানা। পাশের হারে শীর্ষে দক্ষিণ ২৪ পরগনা।

আরও পড়ুন

চেরাপুঞ্জির বৃষ্টিতে প্রযুক্তির পাঠ: 5G ও 6G নেটওয়ার্ক উন্নয়নে এনআইটি–নেসাকের গবেষণা অভিযান

অরূপ চক্রবর্তী, গুয়াহাটি: বিশ্বের সর্বাধিক বৃষ্টিপ্রবণ অঞ্চল সোহরায়, যা একসময় চেরাপুঞ্জি নামে পরিচিত ছিল,...

ভোঁতা ছুরি নয়! ধারালো ছুরিই বাঁচাবে চোখের জল— পেঁয়াজ কাটলে কেন কান্না আসে, জানালেন বিজ্ঞানীরা

পেঁয়াজ কাটলে চোখে জল আসে কেন? ন্যাশনাল অ্যাকাডেমি অফ সায়েন্সের গবেষণায় মিলল উত্তর। ভোঁতা ছুরিতে পেঁয়াজ কাটলেই বেরোয় ঝাঁজালো এরোজল, যা চোখে জ্বালাভাব তৈরি করে। ধারালো ছুরিই পারে এই বিপত্তি কমাতে।

পশ্চিমঘাটে মিলল ৪ নতুন প্রজাতির উদ্ভিদ! কর্নাটকের গবেষকদের যুগান্তকারী আবিষ্কার

কর্নাটকের ধারওয়াড়ের একদল গবেষক পশ্চিমঘাট পর্বতমালায় আবিষ্কার করলেন ৪টি নতুন উদ্ভিদ প্রজাতি। ইউনেস্কো স্বীকৃত এই জীববৈচিত্র্যময় অঞ্চলের গবেষণায় যুক্ত হলো নতুন পালক।