Homeবিজ্ঞানমহাকাশ স্টেশনে পৌঁছে বার্তা পাঠালেন শুভাংশু, আপাতত ১৪ দিনের বাস সেখানে

মহাকাশ স্টেশনে পৌঁছে বার্তা পাঠালেন শুভাংশু, আপাতত ১৪ দিনের বাস সেখানে

প্রকাশিত

খবর অনলাইন ডেস্ক: আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন, আইএসএস) আগে থেকেই রয়েছেন সাত মহাকাশচারী। বৃহস্পতিবার বিকেলে (ভারতীয় সময়) শুভাংশু শুক্ল-সহ আরও চার মহাকাশচারী সেখানে পৌঁছে যান। শুভাংশুরা মহাকাশ স্টেশনেই পৌঁছোতেই সেখানকার মহাকাশচারীরা তাঁদের জড়িয়ে ধরেন।

শুভাংশুদের অপেক্ষাতেই বসেছিলেন আইএসএস-এর সাত মহাকাশচারী। পৃথিবী থেকে রওনা হওয়া চার মহাকাশচারীকে নিয়ে তাঁদের উদ্বেগও ছিল। অবশেষে সেই প্রতীক্ষা ও উদ্বেগের অবসান ঘটল। নবাগত মহাকাশচারীদের হাতে পানীয় তুলে দেওয়া হয়।

আইএসএস থেকে বার্তা পাঠান শুভাংশু। বলেন, ‘‘মাথাটা ঝিমঝিম করছে। কিন্তু আগামী ১৪ দিন আমরা এখানে যা করব, তার তুলনায় এই বিষয়টা কিছুই নয়। এটা গর্ব এবং উত্তেজনার মুহূর্ত, মহাকাশ অভিযানের ক্ষেত্রে আমাদের ব়ড় পদক্ষেপ।’’

ভারতীয় সময় বুধবার বেলা ১২টা নাগাদ আমেরিকার ফ্লরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে ফ্যালকন ৯ রকেটে চেপে মহাকাশের উদ্দেশে পাড়ি দিয়েছিলেন শুভাংশুরা। এই অভিযানে ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন লখনউয়ের ছেলে শুভাংশুর সঙ্গে রয়েছেন পোল্যান্ডের স্লায়োস উজ়নানস্কি-উইসনিউস্কি, হাঙ্গেরির টিবর কাপু এবং আমেরিকার পেগি হুইটসন। নাসার এই অভিযানে নেতৃত্ব দিচ্ছেন হুইটসন।

শুভাংশুদের অভিযানের নাম ‘অ্যাক্সিয়ম-৪’। এলন মাস্কের সংস্থা স্পেসএক্সের ‘ড্রাগন’ যানে চেপে তাঁরা আইএসএস-এ পৌঁছেছেন। প্রতি ঘণ্টায় ২৬,৫০০ কিলোমিটার গতি ছিল মহাকাশযানের। ২৮ ঘণ্টা পরে বৃহস্পতিবার বিকেলে আইএসএস-এ পৌঁছোন শুভাংশুরা। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ১৪ দিন থাকবেন তাঁরা। সেখানে অন্তত ৬০টি পরীক্ষানিরীক্ষা চালাবেন তাঁরা।

এই প্রথম কোনো ভারতীয় আইএসএস-এ পা রাখলেন। রাকেশ শর্মার অভিযানের প্রায় চার দশক পরে মহাকাশে কোনও ভারতীয় পাড়ি দিলেন। শুভাংশুর অভিযানের লাইভ সম্প্রচার লখনউয়ে তাঁর স্কুলে বসে দেখেন বাবা, মা, আত্মীয়, বন্ধুরা।

আরও পড়ুন: ‘জীবনের সবচেয়ে বড় শক্তি’, উৎক্ষেপণের আগে স্ত্রী কামনাকে আবেগঘন চিঠি শুভাংশুর

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

ভারতে এল এআই ফিচার সহ স্যামসাঙের Galaxy Tab S10, দাম কত থেকে শুরু?

স্যামসাঙ লঞ্চ করল নতুন Galaxy Tab S10 Lite। 6GB/8GB RAM, বড়ো ডিসপ্লে, 8,000mAh ব্যাটারি, S Pen ও AI ফিচার সহ মিলবে এই ট্যাবলেট। দাম ২০-২২ হাজার টাকার মধ্যে।

আমেরিকার নন-ইমিগ্রান্ট ভিসার নিয়ম বদল, ভারতীয়দের জন্য বাড়ল বি১-বি২ ভিসার অপেক্ষার সময়

আমেরিকার এনআইভি ভিসার নতুন নিয়মে আবেদনকারীদের নিজের দেশেই ইন্টারভিউ দিতে হবে। ফলে ভারতীয়দের বি১-বি২ ভিসা পেতে আরও বেশি অপেক্ষা করতে হবে।

১৫ সেপ্টেম্বর থেকে বর্ষা বিদায় রাজস্থানে, পূর্ব ভারতে বাড়ছে বৃষ্টির দাপট; উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা

১৫ সেপ্টেম্বর থেকে রাজস্থান থেকে বর্ষা বিদায় শুরু হবে। পূর্ব ভারতে বৃষ্টির দাপট বাড়বে। উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা, দক্ষিণে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।

হীরক জয়ন্তী বর্ষে বেহালা নূতন দল, দর্শনার্থীদের নিয়ে যাবে রাজা বীর সিংহ ও রাই কুমারীর দেশে

বেহালা নূতন দলের এবারের হীরক জয়ন্তী পুজোর থিম ‘শিবাণী ধাম’। রাজা বীর সিংহ ও রাই কুমারীর ঐতিহাসিক কাহিনি মণ্ডপে জীবন্ত হয়ে উঠছে।

আরও পড়ুন

‘ঘুমানোর ব্যাগ বেঁধে রাখতে হয়’, মহাকাশে থাকা অভিজ্ঞতা জানালেন শুভাংশু শুক্ল

আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে ভারতের প্রথম মহাকাশচারী শুভাংশু শুক্ল কথা বললেন ছাত্রছাত্রীদের সঙ্গে। জানালেন মহাকাশে খাবার, ঘুম ও মানসিক চাপ সামলানোর অভিজ্ঞতা।

৪১ বছর পর ফের একজন ভারতীয় মহাকাশে, জানুন IAF গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা সম্পর্কে

৪১ বছর পর ফের একজন ভারতীয় মহাকাশে যাচ্ছেন। IAF-এর গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা ১১ জুন Ax-4 মিশনে পা রাখবেন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে। ইতিহাসের সাক্ষী হতে চলেছে ভারত।

সূর্যের শক্তি কি এবার হাতের মুঠোয়? বিশ্বের শক্তিশালীতম চুম্বক জোড়া লাগাতে প্রস্তুত ভারত-সহ ৩০ দেশ

ভারত সহ ৩০টি দেশের বিজ্ঞানীরা মিলে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী চুম্বক নির্মাণে যুক্ত হয়েছেন। নিউক্লিয়ার ফিউশন প্রকল্প ITER-র কাজ চলছে দক্ষিণ ফ্রান্সে।