Homeবিজ্ঞানসুনীতা উইলিয়ামসরা কবে পৃথিবীতে ফিরবেন? বড় আপডেট দিল নাসা

সুনীতা উইলিয়ামসরা কবে পৃথিবীতে ফিরবেন? বড় আপডেট দিল নাসা

প্রকাশিত

মহাকাশে আটকে আছেন নাসার মহাকাশচারী সুনীতা উইলিয়ামস এবং বাচ উইলমোর। তারা ৬ জুন থেকে মহাকাশে অবস্থান করছেন এবং শীঘ্রই পৃথিবীতে ফিরতে চাইছেন। তবে, নাসার মতে, তাঁদের আরও কয়েকদিন অনিশ্চয়তার মধ্যে থাকতে হতে পারে।

NASA জানিয়েছে, শনিবার (২৪ আগস্ট) তাদের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে যে সুনীতা উইলিয়ামস এবং বাচ উইলমোরকে বোয়িংয়ের স্টারলাইনার মহাকাশযানে পৃথিবীতে ফেরানো হবে, নাকি স্পেসএক্সের ড্রাগন ক্যাপসুলে। নাসার এক বিবৃতিতে জানানো হয়েছে, “এজেন্সি-স্তরের পর্যালোচনার পরে, শনিবারের আগে স্টারলাইনারে মহাকাশচারীদের ফেরানোর বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না।”

সুনীতা উইলিয়ামস এবং বাচ উইলমোরের অভিযান আট দিনের জন্য শুরু হলেও, এখন তাঁরা দুই মাসের বেশি সময় ধরে মহাকাশে আটকে রয়েছে। স্টারলাইনারের যাত্রা পথে একাধিক প্রযুক্তিগত সমস্যার সম্মুখীন হয়েছে, যেমন কয়েকটি থ্রাস্টার ব্যর্থ হওয়া এবং প্রপালশন সিস্টেমে হিলিয়াম লিক।

যদিও প্রকৌশলীরা পাঁচটি বিকল থ্রাস্টারের মধ্যে চারটি পুনরায় চালু করতে সক্ষম হয়েছেন, তবুও পৃথিবীতে ‘সফলভাবে ফিরে আসা’ নিয়ে সংশয় রয়ে গেছে। বোয়িং তাদের স্টারলাইনারের নিরাপত্তা সম্পর্কে আশ্বস্ত করেছে, তবে NASA-র কর্মকর্তারা এ বিষয়ে একমত নন।

যদি NASA স্টারলাইনারকে নিরাপদ মনে না করে, তবে এটি স্টেশন থেকে জনবিহীনভাবে বিচ্ছিন্ন হবে। সুনীতা উইলিয়ামস এবং বাচ উইলমোর ২০২৫ সালের ফেব্রুয়ারিতে স্পেসএক্সের ড্রাগন ক্যাপসুলে করে পৃথিবীতে ফিরবেন, কারণ NASA তাদের Crew-9 মিশনের লঞ্চ সেপ্টেম্বরে পিছিয়ে দিয়েছে।

বহু প্রতিবন্ধকতার পর বোয়িং ৫ জুন প্রথমবারের মতো তাদের মিশন শুরু করে। NASA-এর কমার্শিয়াল ক্রু প্রোগ্রামের অধীনে ২০১৪ সালে বোয়িং এবং স্পেসএক্স চুক্তি স্বাক্ষর করে। যদিও স্পেসএক্স ২০২০ সাল থেকে সফলভাবে মহাকাশচারীদের নিয়ে স্পেস স্টেশনে পৌঁছাচ্ছে, বোয়িং তাদের স্টারলাইনার প্রকল্পে ইতিমধ্যেই ১.৫ বিলিয়ন ডলারেরও বেশি বিনিয়োগ করেছে। NASA এয়ারস্পেস জায়ান্টকে প্রায় ৪.২ বিলিয়ন ডলার দিয়েছে।

বোয়িংয়ের স্টারলাইনার এবং স্পেসএক্সের ড্রাগন ক্যাপসুল উভয়ই NASA-এর মহাকাশ মিশনগুলির জন্য মহাকাশচারী এবং কার্গো বহন করতে পরিকল্পিত।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

ভারত-নিউজিল্যান্ড প্রথম একদিনের ম্যাচ: বল হাতে জেমিসনের জাদু সত্ত্বেও কোহলি-শুভমন-ঋষভের দাপটে এল জয়

নিউজিল্যান্ড: ৩০০-৮ (ড্যারিল মিচেল ৮৪, হেনরি নিকোলস ৬২, ডেভন কোনওয়ে ৫৪, মহম্মদ সিরাজ ২-৪০,...

পরিবেশ সচেতনতার বার্তা দিতে ‘সবুজপুকুর মেলা’ অনুষ্ঠিত হল ঢাকুরিয়া যুবতীর্থ শিশু উদ্যানে

নিজস্ব প্রতিনিধি:  দীর্ঘ প্রচেষ্টার পর গড়ফা-ঢাকুরিয়া-হালতু অঞ্চলে সবুজপুকুর জলাশয়ের সংরক্ষণ করা সম্ভব হয়েছে। চলতি...

প্রিজারভেটিভ দেওয়া প্রসেসড খাবারে বাড়ছে ক্যানসারের ঝুঁকি! ব্রিটিশ মেডিক্যাল জার্নালের গবেষণায় চাঞ্চল্যকর তথ্য

প্রিজারভেটিভ মেশানো প্রসেসড খাবার ও পানীয় নিয়মিত খেলে ক্যানসারের ঝুঁকি উল্লেখযোগ্য ভাবে বাড়ে—ব্রিটিশ মেডিক্যাল জার্নালে প্রকাশিত ফরাসি গবেষণায় উঠে এল উদ্বেগজনক তথ্য।

ভারতে প্রথম! সরকারি হাসপাতালে সম্পূর্ণ AI নির্ভর হেলথ ক্লিনিক চালু গ্রেটার নয়ডায়

ভারতে প্রথমবার কোনও সরকারি হাসপাতালে চালু হল সম্পূর্ণ AI নির্ভর হেলথ ক্লিনিক। গ্রেটার নয়ডার GIMS-এ এই পরিষেবা প্রান্তিক মানুষের চিকিৎসায় নতুন দিগন্ত খুলবে।

আরও পড়ুন

চেরাপুঞ্জির বৃষ্টিতে প্রযুক্তির পাঠ: 5G ও 6G নেটওয়ার্ক উন্নয়নে এনআইটি–নেসাকের গবেষণা অভিযান

অরূপ চক্রবর্তী, গুয়াহাটি: বিশ্বের সর্বাধিক বৃষ্টিপ্রবণ অঞ্চল সোহরায়, যা একসময় চেরাপুঞ্জি নামে পরিচিত ছিল,...

ভোঁতা ছুরি নয়! ধারালো ছুরিই বাঁচাবে চোখের জল— পেঁয়াজ কাটলে কেন কান্না আসে, জানালেন বিজ্ঞানীরা

পেঁয়াজ কাটলে চোখে জল আসে কেন? ন্যাশনাল অ্যাকাডেমি অফ সায়েন্সের গবেষণায় মিলল উত্তর। ভোঁতা ছুরিতে পেঁয়াজ কাটলেই বেরোয় ঝাঁজালো এরোজল, যা চোখে জ্বালাভাব তৈরি করে। ধারালো ছুরিই পারে এই বিপত্তি কমাতে।

পশ্চিমঘাটে মিলল ৪ নতুন প্রজাতির উদ্ভিদ! কর্নাটকের গবেষকদের যুগান্তকারী আবিষ্কার

কর্নাটকের ধারওয়াড়ের একদল গবেষক পশ্চিমঘাট পর্বতমালায় আবিষ্কার করলেন ৪টি নতুন উদ্ভিদ প্রজাতি। ইউনেস্কো স্বীকৃত এই জীববৈচিত্র্যময় অঞ্চলের গবেষণায় যুক্ত হলো নতুন পালক।