Homeবিজ্ঞানসুনীতা উইলিয়ামসরা কবে পৃথিবীতে ফিরবেন? বড় আপডেট দিল নাসা

সুনীতা উইলিয়ামসরা কবে পৃথিবীতে ফিরবেন? বড় আপডেট দিল নাসা

প্রকাশিত

মহাকাশে আটকে আছেন নাসার মহাকাশচারী সুনীতা উইলিয়ামস এবং বাচ উইলমোর। তারা ৬ জুন থেকে মহাকাশে অবস্থান করছেন এবং শীঘ্রই পৃথিবীতে ফিরতে চাইছেন। তবে, নাসার মতে, তাঁদের আরও কয়েকদিন অনিশ্চয়তার মধ্যে থাকতে হতে পারে।

NASA জানিয়েছে, শনিবার (২৪ আগস্ট) তাদের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে যে সুনীতা উইলিয়ামস এবং বাচ উইলমোরকে বোয়িংয়ের স্টারলাইনার মহাকাশযানে পৃথিবীতে ফেরানো হবে, নাকি স্পেসএক্সের ড্রাগন ক্যাপসুলে। নাসার এক বিবৃতিতে জানানো হয়েছে, “এজেন্সি-স্তরের পর্যালোচনার পরে, শনিবারের আগে স্টারলাইনারে মহাকাশচারীদের ফেরানোর বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না।”

সুনীতা উইলিয়ামস এবং বাচ উইলমোরের অভিযান আট দিনের জন্য শুরু হলেও, এখন তাঁরা দুই মাসের বেশি সময় ধরে মহাকাশে আটকে রয়েছে। স্টারলাইনারের যাত্রা পথে একাধিক প্রযুক্তিগত সমস্যার সম্মুখীন হয়েছে, যেমন কয়েকটি থ্রাস্টার ব্যর্থ হওয়া এবং প্রপালশন সিস্টেমে হিলিয়াম লিক।

যদিও প্রকৌশলীরা পাঁচটি বিকল থ্রাস্টারের মধ্যে চারটি পুনরায় চালু করতে সক্ষম হয়েছেন, তবুও পৃথিবীতে ‘সফলভাবে ফিরে আসা’ নিয়ে সংশয় রয়ে গেছে। বোয়িং তাদের স্টারলাইনারের নিরাপত্তা সম্পর্কে আশ্বস্ত করেছে, তবে NASA-র কর্মকর্তারা এ বিষয়ে একমত নন।

যদি NASA স্টারলাইনারকে নিরাপদ মনে না করে, তবে এটি স্টেশন থেকে জনবিহীনভাবে বিচ্ছিন্ন হবে। সুনীতা উইলিয়ামস এবং বাচ উইলমোর ২০২৫ সালের ফেব্রুয়ারিতে স্পেসএক্সের ড্রাগন ক্যাপসুলে করে পৃথিবীতে ফিরবেন, কারণ NASA তাদের Crew-9 মিশনের লঞ্চ সেপ্টেম্বরে পিছিয়ে দিয়েছে।

বহু প্রতিবন্ধকতার পর বোয়িং ৫ জুন প্রথমবারের মতো তাদের মিশন শুরু করে। NASA-এর কমার্শিয়াল ক্রু প্রোগ্রামের অধীনে ২০১৪ সালে বোয়িং এবং স্পেসএক্স চুক্তি স্বাক্ষর করে। যদিও স্পেসএক্স ২০২০ সাল থেকে সফলভাবে মহাকাশচারীদের নিয়ে স্পেস স্টেশনে পৌঁছাচ্ছে, বোয়িং তাদের স্টারলাইনার প্রকল্পে ইতিমধ্যেই ১.৫ বিলিয়ন ডলারেরও বেশি বিনিয়োগ করেছে। NASA এয়ারস্পেস জায়ান্টকে প্রায় ৪.২ বিলিয়ন ডলার দিয়েছে।

বোয়িংয়ের স্টারলাইনার এবং স্পেসএক্সের ড্রাগন ক্যাপসুল উভয়ই NASA-এর মহাকাশ মিশনগুলির জন্য মহাকাশচারী এবং কার্গো বহন করতে পরিকল্পিত।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

আমেরিকার নন-ইমিগ্রান্ট ভিসার নিয়ম বদল, ভারতীয়দের জন্য বাড়ল বি১-বি২ ভিসার অপেক্ষার সময়

আমেরিকার এনআইভি ভিসার নতুন নিয়মে আবেদনকারীদের নিজের দেশেই ইন্টারভিউ দিতে হবে। ফলে ভারতীয়দের বি১-বি২ ভিসা পেতে আরও বেশি অপেক্ষা করতে হবে।

১৫ সেপ্টেম্বর থেকে বর্ষা বিদায় রাজস্থানে, পূর্ব ভারতে বাড়ছে বৃষ্টির দাপট; উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা

১৫ সেপ্টেম্বর থেকে রাজস্থান থেকে বর্ষা বিদায় শুরু হবে। পূর্ব ভারতে বৃষ্টির দাপট বাড়বে। উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা, দক্ষিণে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।

হীরক জয়ন্তী বর্ষে বেহালা নূতন দল, দর্শনার্থীদের নিয়ে যাবে রাজা বীর সিংহ ও রাই কুমারীর দেশে

বেহালা নূতন দলের এবারের হীরক জয়ন্তী পুজোর থিম ‘শিবাণী ধাম’। রাজা বীর সিংহ ও রাই কুমারীর ঐতিহাসিক কাহিনি মণ্ডপে জীবন্ত হয়ে উঠছে।

দুর্গাপুজোর মুখে কলকাতায় প্রধানমন্ত্রী মোদী, ১৪-১৫ সেপ্টেম্বর একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর উপলক্ষে ১৪ ও ১৫ সেপ্টেম্বর কলকাতায় একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ জারি করল পুলিশ। জানুন কোন রাস্তায় কবে নিষেধাজ্ঞা থাকবে।

আরও পড়ুন

‘ঘুমানোর ব্যাগ বেঁধে রাখতে হয়’, মহাকাশে থাকা অভিজ্ঞতা জানালেন শুভাংশু শুক্ল

আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে ভারতের প্রথম মহাকাশচারী শুভাংশু শুক্ল কথা বললেন ছাত্রছাত্রীদের সঙ্গে। জানালেন মহাকাশে খাবার, ঘুম ও মানসিক চাপ সামলানোর অভিজ্ঞতা।

মহাকাশ স্টেশনে পৌঁছে বার্তা পাঠালেন শুভাংশু, আপাতত ১৪ দিনের বাস সেখানে

খবর অনলাইন ডেস্ক: আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন, আইএসএস) আগে থেকেই রয়েছেন সাত...

৪১ বছর পর ফের একজন ভারতীয় মহাকাশে, জানুন IAF গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা সম্পর্কে

৪১ বছর পর ফের একজন ভারতীয় মহাকাশে যাচ্ছেন। IAF-এর গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা ১১ জুন Ax-4 মিশনে পা রাখবেন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে। ইতিহাসের সাক্ষী হতে চলেছে ভারত।