Homeবিজ্ঞাননয় মাস পর পৃথিবীর পথে সুনীতা উইলিয়ামস, ফিরিয়ে আনছে স্পেসএক্সের ড্রাগন

নয় মাস পর পৃথিবীর পথে সুনীতা উইলিয়ামস, ফিরিয়ে আনছে স্পেসএক্সের ড্রাগন

প্রকাশিত

নয় মাস মহাকাশে আটকে থাকার পর পৃথিবীর পথে ফিরছেন মার্কিন নভোচারী সুনীতা উইলিয়ামস এবং বুচ উইলমোর। মঙ্গলবার সকালে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র (ISS) থেকে স্পেসএক্সের ড্রাগন মহাকাশযানে চড়ে তাঁরা যাত্রা শুরু করেন। নাসা জানিয়েছে, ভারতীয় সময় সকাল ১০:৩৫ মিনিটে ক্রু-৯ মিশন আনডক করে, এবং ১৭ ঘণ্টার সফর শেষে বুধবার ভোর ৩:২৭ মিনিট নাগাদ ফ্লোরিডার উপকূলে সমুদ্রে অবতরণ করবে মহাকাশযানটি।

কীভাবে আটকে পড়লেন দুই নভোচারী?

২০২৪ সালের ৫ জুন বোয়িং স্টারলাইনার ক্যাপসুলে চড়ে ISS-এ পৌঁছেছিলেন উইলিয়ামস এবং উইলমোর। পরিকল্পনা ছিল মাত্র আট দিনের মিশনের। কিন্তু স্টারলাইনার ক্যাপসুলের প্রপালশন সিস্টেমে সমস্যা ধরা পড়ায় সেটিকে অনিরাপদ ঘোষণা করা হয় এবং সেপ্টেম্বরে সেটি জনমানবহীন অবস্থায় পৃথিবীতে ফেরত পাঠানো হয়। ফলে দুই নভোচারী মহাকাশেই আটকে পড়েন।

ট্রাম্পের অভিযোগ, স্পেসএক্সের উদ্ধার অভিযান

এই ঘটনার পর তাঁদের উদ্ধারে দীর্ঘ দেরি হওয়ায় মার্কিন রাজনীতিতে বিতর্ক শুরু হয়। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেন, বাইডেন প্রশাসন তাঁদের ফেলে রেখেছে। এরপর নাসা দ্রুত পদক্ষেপ নেয় এবং স্পেসএক্সের ক্রু-৯ মিশনের মাধ্যমে তাঁদের ফিরিয়ে আনার পরিকল্পনা হয়।

২০২৪ সালের সেপ্টেম্বরেই একটি ড্রাগন ক্যাপসুল মহাকাশে পাঠানো হয়, যেখানে দুই নভোচারীর জায়গা খালি রাখা হয়েছিল। অবশেষে এই উদ্ধার অভিযান সফল হয়েছে।

ফিরে আসছেন চার নভোচারী

এই ক্যাপসুলে উইলিয়ামস এবং উইলমোর ছাড়াও রয়েছেন নাসার নিক হেগ এবং রাশিয়ার নভোচারী আলেকজান্ডার গরবুনভ। যাত্রার আগে নিক হেগ বলেন, “আমরা পৃথিবীতে ফিরছি, কিন্তু যারা এখানে থাকছেন, তাঁদের জন্য অপেক্ষা করব।”

মহাকাশে দীর্ঘ সময় থাকা কি ক্ষতিকর?

নভোচারীরা দীর্ঘ সময় মহাকাশে থাকলে তাঁদের স্বাস্থ্যে নানা প্রভাব পড়ে। বিশেষজ্ঞদের মতে, ওজনহীন পরিবেশে এতদিন কাটানোর ফলে তাঁদের হাড় ও পেশির ঘনত্ব কমে যেতে পারে, দেহের তরল সরণ হয়, এমনকি মানসিক চাপও বৃদ্ধি পায়। মনোবিজ্ঞানীরা বলছেন, “উইলিয়ামস ও উইলমোরের সহনশীলতা সত্যিই অসাধারণ।”

মহাকাশে দীর্ঘতম থাকার রেকর্ড

এই নয় মাসের মিশন আমেরিকার ইতিহাসে ষষ্ঠ দীর্ঘতম নভোচারী বাসের রেকর্ড গড়ল। এর আগে ২০২৩ সালে নাসার ফ্র্যাঙ্ক রুবিও ৩৭১ দিন মহাকাশে কাটান। বিশ্ব রেকর্ড রয়েছে রাশিয়ার ভ্যালেরি পলিয়াকভের, যিনি ৪৩৭ দিন মহাকাশে কাটিয়েছিলেন।

আগামী ১৭ ঘণ্টা সবার নজর থাকবে ড্রাগন ক্যাপসুলের সফল অবতরণের দিকে।

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: মহেশের জাদু জেতাল ইস্টবেঙ্গলকে, মোহনবাগানকে রুখে দিল ডেম্পো  

ইস্টবেঙ্গল এফসি: ৪ (কেভিন সিবিলে, বিপিন সিং ২, হিরোশি ইবুসুকি) চেন্নাইয়িন এফসি: ও মোহনবাগান সুপার...

যে কোনো সময় ভারতের জার্সি গায়ে চাপাতে প্রস্তুত: গুজরাতের পাঁচ উইকেট নিয়ে বাংলাকে জিতিয়ে ঘোষণা শামির  

কলকাতা: ইডেন গার্ডেন্সে রনজি ট্রফির গ্রুপ–সি ম্যাচে মহাম্মদ শামির দুর্দান্ত বোলিংয়ে গুজরাতকে ১৪১ রানে...

আলোচনাসভা ও নাট্যাভিনয়ের মাধ্যমে তৃপ্তি মিত্রের শততম জন্মবার্ষিকী পালন করল ‘বালার্ক নিমতা’

খবর অনলাইন ডেস্ক: বাংলা থিয়েটারের অন্যতম শ্রেষ্ঠ অভিনেত্রী, নির্দেশক ও নাট্যকার তৃপ্তি মিত্রের শততম...

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন ঘিরে তর্ক-বিতর্কে উত্তাল সর্বদল বৈঠক, সিইও জানালেন—’আমি এখানে পোস্ট অফিসের ভূমিকায়’

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া নিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে সর্বদল বৈঠকে উত্তপ্ত বাক্যবিনিময়। তৃণমূল, বিজেপি, বামফ্রন্ট—সকলের প্রশ্নে মুখোমুখি সিইও মনোজকুমার আগরওয়াল, জানালেন তিনি কেবল বার্তা পৌঁছে দেওয়ার কাজ করবেন।

আরও পড়ুন

চেরাপুঞ্জির বৃষ্টিতে প্রযুক্তির পাঠ: 5G ও 6G নেটওয়ার্ক উন্নয়নে এনআইটি–নেসাকের গবেষণা অভিযান

অরূপ চক্রবর্তী, গুয়াহাটি: বিশ্বের সর্বাধিক বৃষ্টিপ্রবণ অঞ্চল সোহরায়, যা একসময় চেরাপুঞ্জি নামে পরিচিত ছিল,...

ভোঁতা ছুরি নয়! ধারালো ছুরিই বাঁচাবে চোখের জল— পেঁয়াজ কাটলে কেন কান্না আসে, জানালেন বিজ্ঞানীরা

পেঁয়াজ কাটলে চোখে জল আসে কেন? ন্যাশনাল অ্যাকাডেমি অফ সায়েন্সের গবেষণায় মিলল উত্তর। ভোঁতা ছুরিতে পেঁয়াজ কাটলেই বেরোয় ঝাঁজালো এরোজল, যা চোখে জ্বালাভাব তৈরি করে। ধারালো ছুরিই পারে এই বিপত্তি কমাতে।

পশ্চিমঘাটে মিলল ৪ নতুন প্রজাতির উদ্ভিদ! কর্নাটকের গবেষকদের যুগান্তকারী আবিষ্কার

কর্নাটকের ধারওয়াড়ের একদল গবেষক পশ্চিমঘাট পর্বতমালায় আবিষ্কার করলেন ৪টি নতুন উদ্ভিদ প্রজাতি। ইউনেস্কো স্বীকৃত এই জীববৈচিত্র্যময় অঞ্চলের গবেষণায় যুক্ত হলো নতুন পালক।