ভ্যালেন্টাইন্স দিবসে গার্লফ্রেন্ড বা স্ত্রীর জন্য একটি বিশেষ উপহার দিতে চান। অথচ এখনও পর্যন্ত বুঝে উঠতে পারছেন না। ঠিক কোন ধরনের উপহার দেবেন আপনার মনের মানুষটিকে।
তাহলে বরং জেনে নেওয়া যাক কী ধরনের উপহার দেবেন।
১। ইউনিভার্সিটি ট্রেন্ডজ স্টাইলিশ বিগ সানফ্লাওয়ার রিং-
এই রিংটি খুবই নরম ও আঙুলে খুব সহজেই পড়া যাবে। রিঙের মধ্যে ক্রিস্টাল পাথরের রং কোনও ভাবেই নষ্ট হবে না।
২। রেডমি এ ওয়ান (লাইট ব্লু, টু জিবি র্যাম, বত্রিশ জিবি স্টোরেজ)-
রেডমি এ ওয়ান ফোনটি ফোর জি, ডিসপ্লে ১৬.৫৬ সেমি এইচডি। দুটো সিম লাগানোর ব্যবস্থা রয়েছে ফোনটিতে।
৩। ক্যাডবেরি ডেয়ারি মিল্ক সিল্ক প্লেন ভ্যালেন্টাইন চকোলেট বার-
এই চকোলেট বারটি ৬০ গ্রাম রয়েছে। পুরো দুধ দিয়ে বানানো চকোলেটটি। এছাড়া রিচ, স্মুথ ও ক্রিমি।
৪। কেলুক উইমেন্স এলাইন ম্যাক্সি ড্রেস-
এই ম্যাক্সি ড্রেসটির হাতা শর্ট স্লিভ। এই ড্রেসটি বড়দের জন্য। ড্রেসটি ধোয়ার সময়ে মেশিনে ধুয়ে নিতে হবে।
৫। ফগ উইমেন্স পারফিউম-
এই পারফিউমটিতে ১০০ মিলিলিটার আছে। এর গন্ধ অনেকক্ষণ থাকবে।
৬। ইয়ালো চিমস সিলভার প্লেটেড জুয়েলারি-
খুব সুন্দর লুকের এই সেটটিতে হাই কোয়ালিটি প্লেটিং করা আছে। একেবারে লেটেস্ট ফ্যাশন লুকের।
৭। কিউট প্রিমিয়াম সফট টু ফিট রেড টেডি বিয়ার-
জেনেরিক ব্র্যান্ডের এই টেডি বিয়ারটি লাল রঙের। এই টেডি বিয়ারটি পলিয়েস্টার মেটিরিয়ালের।
৮। গোল্ডেনিজ ফ্যাশন ব্র্যান্ডেড ওয়াচেস-
ঘড়িটির ডায়েলের রং কালো ও বেল্ট মেটাল ম্যাগনেটের।
৯। সিওয়াই প্রফেশনাল হেয়ার কার্লার ফর উইমেন-
এই প্রফেশনাল হেয়ার কার্লার দিয়ে চুল কার্ল ও রাউন্ড দুটোই করা যাবে।
১০। জিএসএম ফ্যাশন উইমেন্স হ্যান্ডব্যাগ-
এই ব্যাগটি ফক্স লেদার মেটিরিয়ালের। ব্যাগটিতে ২ টি পকেট আছে। এটি কাঁধে নেওয়ার ব্যাগ।
কেনাকাটা করতে ভালো লাগলে দেখুন খবর অনলাইন।