Homeখেলাধুলোপ্যারিস অলিম্পিক্স ২০২৪: নীরজ চোপরার নেতৃত্বে অ্যাথলেটিক্সে ২৮ জনের দল পাঠাচ্ছে ভারত

প্যারিস অলিম্পিক্স ২০২৪: নীরজ চোপরার নেতৃত্বে অ্যাথলেটিক্সে ২৮ জনের দল পাঠাচ্ছে ভারত

প্রকাশিত

খবর অনলাইন ডেস্ক: প্যারিস অলিম্পিক্সে যোগ দিতে ২৮ জন অ্যাথলিটকে বাছাই করল অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়া (এএফআই)। এই দলের নেতৃত্ব দিচ্ছেন অলিম্পিক চ্যাম্পিয়ন নীরজ চোপরা। প্যারিসে অলিম্পিক্সের আসর বসছে ২৬ জুলাই থেকে।         

গত সপ্তাহের শেষে প্যারিসে যে ডায়মন্ড লিগ হয়ে গেল তাতে যোগ দেননি টোকিও গেমসে স্বর্ণপদক জয়ী এবং জ্যাভেলিন থ্রো-তে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন নীরজ চোপরা। আসন্ন প্যারিস অলিম্পিক্সের জন্য প্রস্তুতি নিতেই তিনি এই সিদ্ধান্ত নেন।

২৮ জনের ভারতীয় দলে রয়েছেন ১১ জন মহিলা অ্যাথলিট। প্যারিস অলিম্পিক্সে ট্র্যাক অ্যান্ড ফিল্ড প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে আগামী ১ আগস্ট থেকে ১১ আগস্ট পর্যন্ত, প্যারিসের স্টেড ডে ফ্রান্স-এ।

এবারের অলিম্পিক্সে ম্যারাথন রেসে মিক্সড্‌ রিলে ইভেন্ট ঢোকানো হয়েছে। আর পুরুষদের ৫০ কিমি রেস ওয়াক ইভেন্টটি বাদ দেওয়া হয়েছে। ভারতের যে সব উল্লেখযোগ্য অ্যাথলিট প্যারিসে যেতে পারছেন না তাঁদের মধ্যে রয়েছেন রেস ওয়াকার রাম বাবু। নিজের পারফরমেন্সে অসংগতি থাকার জন্যই তিনি বাদ পড়েছেন।

আর লং জাম্পার জেসউইন অলড্রিন প্যারিসগামী অ্যাথলেটদের দলে পরে যোগ দিতে পারেন। পুরুষদের লং জাম্পে বিশ্ব র‍্যাঙ্কিং-এ ৩৩তম স্থানে রয়েছেন জেসউইন অলড্রিন। আঘাত পাওয়ার জন্য মুরলী শ্রীশঙ্কর যেতে পারবেন না এ কথা ওয়ার্ল্ড অ্যাথলেটিক্সকে এএফআই জানিয়ে দিলে ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স জেসউইনকে আমন্ত্রণ জানাতে পারে।

২০ কিমি রেসওয়াকিং-এ রাম বাবুর জায়গায় নির্বাচিত হয়েছেন বিকাশ সিং। রেস ওয়াক মিক্সড্‌ ম্যারাথনে যোগ দিচ্ছেন সুরজ পানোয়ার।

আর-একজন উল্লেখযোগ্য জ্যাভেলিন থ্রোয়ার ডিপি মনু দল থেকে বাদ পড়েছেন। র‍্যাঙ্কিং রুটের মাধ্যমে অলিম্পিক্সের যোগ্যতা নির্ণায়ক পর্বে উতরে যাওয়ার পরে তিনি বাদ পড়েছেন। ডোপ টেস্ট এড়িয়ে যাওয়ার জন্য তাঁকে আন্তঃরাজ্য অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপস-এ যোগ দিতে দেওয়া হয়নি।

অলিম্পিক্সগামী ভারতের অ্যাথলেট দল

পুরুষ: অবিনাশ সাবলে (৩০০০ মিটার স্টিপলচেজ); নীরজ চোপরা, কিশোর কুমার জেনা (জ্যাভেলিন থ্রো); তাজিন্দরপাল তুর (শট পাট); প্রবীণ চিত্রাবেল, আবদুল্লা আবুবাকের (ট্রিপল জাম্প); সর্বেশ কুশারে (হাই জাম্প); আকাশদীপ সিং, বিকাশ সিং, পরমজিৎ সিং বিশ্ত (২০ কিমি রেস ওয়াক); মুহাম্মদ আনাস, মুহাম্মদ আজমল, আমোজ জ্যাকব, সন্তোষ তামিলারসন, রাজেশ রমেশ, মিজো চাকো কুরিয়ান, (৪X৪০০ মিটার রিলে) এবং সুরজ পানোয়ার (রেস ওয়াক মিক্সড্‌ ম্যারাথন)।

মহিলা: কিরণ পহল (৪০০ মিটার); পারুল চৌধুরী (৩০০০ মিটার স্টিপলচেজ এবং ৫০০০ মিটার); জ্যোতি ইয়ারাজি (১০০ মিটার হার্ডল্‌স); অনু রানি (জ্যাভেলিন থ্রো); আভা খাটুয়া (শট পাট); জ্যোতিকা শ্রী দান্ডি, শুভা বেঙ্কটেশন, বিথ্যা রামরাজ, পুবাম্মা এমআর, প্রাচী (৪X৪০০ মিটার রিলে) এবং প্রিয়াঙ্কা গোস্বামী (২০ কিমি রেসওয়াক/ রেস ওয়াক মিক্সড্‌ ম্যারাথন)।

আরও পড়ুন

কোপা আমেরিকা ২০২৪: বিদায় ব্রাজিল, পেনাল্টি শুট-আউটে ম্যাচ জিতে সেমিফাইনালে উরুগুয়ে

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

ক্যানবেরায় বৃষ্টিতে ভেসে গেল অস্ট্রেলিয়া-ভারত প্রথম টি-টোয়েন্টি

ক্যানবেরা: বুধবার এখানকার মানুকা ওভালে আয়োজিত অস্ট্রেলিয়া-ভারত প্রথম টি-টোয়েন্টি ম্যাচে জিতল বৃষ্টি। টস জিতে...

বিশ্বকাপ মহিলা ক্রিকেট: উলভার্টের সেঞ্চুরি ও ক্যাপের ৫ শিকার, ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে দক্ষিণ আফ্রিকা

গুয়াহাটি: ইংল্যান্ডকে ১২৫ রানে হারিয়ে দক্ষিণ আফ্রিকা প্রথমবারের মতো মহিলাদের একদিনের ক্রিকেটের বিশ্বকাপের ফাইনালে...

ঋণগ্রস্ত বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির জন্য ১ লক্ষ কোটির ‘বেলআউট’ প্যাকেজ আনছে কেন্দ্র; শর্ত বেসরকারিকরণ

ঋণে জর্জরিত রাজ্য বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির জন্য ১ ট্রিলিয়ন রুপিরও বেশি উদ্ধারপ্যাকেজ ঘোষণা করতে চলেছে কেন্দ্র। শর্ত—রাজ্যগুলিকে তাদের বিদ্যুৎ বিতরণ সংস্থা বেসরকারি হাতে তুলে দিতে হবে বা শেয়ারবাজারে তালিকাভুক্ত করতে হবে।

কলকাতায় আত্মপ্রকাশ গোদরেজ হাউসিং ফিন্যান্সের, পূর্ব ভারতে ঋণ পরিষেবায় নতুন দিগন্ত

পূর্ব ভারতে আর্থিক পরিষেবা সম্প্রসারণের লক্ষ্যে কলকাতায় প্রথম শাখা চালু করল গোদরেজ হাউসিং ফিন্যান্স। ৭.৭৫% সুদে হোম লোন, নারীদের জন্য বিশেষ ‘আরোহী হোম লোন’ অফারসহ গ্রাহককেন্দ্রিক পরিষেবা দেবে সংস্থা।

আরও পড়ুন

কলকাতা লিগে ইস্টবেঙ্গলের দাপট, ইউনাইটেড কলকাতাকে ৩-০ গোলে হারাল লাল-হলুদ

কলকাতা ফুটবল লিগে ঘরের মাঠে দুরন্ত জয় পেল ইস্টবেঙ্গল। নসিব রহমান, পিভি বিষ্ণু ও গুইতের গোলে ইউনাইটেড কলকাতাকে ৩-০ গোলে হারাল বিনো জর্জের দল।

এশিয়া কাপ হকি: কোরিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত, খুলে গেল বিশ্বকাপের দরজা

ভারত: ৪ (সুখজিৎ সিংহ, দিলপ্রীত সিংহ ২, অমিত রোহিদাস) কোরিয়া: ১ (সন দাইন) রাজগীর (বিহার):...

পুরুষদের দলগত কমপাউন্ডে সোনা, বিশ্ব তিরন্দাজিতে প্রথমবার ইতিহাস ভারতের

বিশ্ব তিরন্দাজি চ্যাম্পিয়নশিপে প্রথমবার পুরুষদের দলগত কমপাউন্ড বিভাগে সোনা জিতল ভারত। ফাইনালে ফ্রান্সকে হারাল ঋষভ যাদব, আমান সাইনি ও প্রথমেশ ফুগে।