শুটিংয়ে আরও একটি পদক পেল ভারত। স্কিটে রৌপ্য পদক জিতেছেন অনন্তজিত সিং। সকাল থেকেই শুটিংয়ে ভারতের হয়ে পদকের বৃষ্টি হচ্ছে।
শুধু তাই নয়, স্কিট শুটিংয়ে ব্রোঞ্জ মেডেলও পেয়েছে ভারত। পুরুষদের দলগত ইভেন্টে এই পদক জিতেছে ভারত। অঙ্গদ বীর সিং বাজওয়া, অনন্তজিত সিং এবং গুরজোত সিংয়ের ভারতীয় দল এই পদক জিতে নেয়।
অন্য দিকে, ইতিহাস গড়েছেন ১৮ বছর বয়সী ইশা সিং। তিনি ২৫ মিটার এয়ার পিস্তল ইভেন্টে রুপো জিতে রেকর্ড গড়েছেন। এ দিন শুটিংয়ে ভারতের ঝুলিতে আসছে পদকের পর পদক। তবে মনু ভাকর এই ইভেন্টে পদক জিততে পারেননি।
এ ছাড়াও সেলিংয়ে ভারত এ দিন পদক পেয়েছে। পুরুষদের ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতেছেন বিষ্ণু সারাভানন। সবমিলিয়ে এখনও পর্যন্ত ভারতের পদক সংখ্যা দাঁড়াল ২২টি।
এশিয়ান গেমস ২০২৩-এ ভারতের পঞ্চম সোনা এসেছে এ দিনই। মহিলাদের ৫০ মিটার রাইফেল ৩ পজিশনসের ব্যক্তিগত প্রতিযোগিতায় সোনা জিতেছেন সিফট কউর সামরা।
এ দিন মহিলাদের ৫০ মিটার রাইফেল ৩ পজিশনের সিঙ্গলস ফাইনালে এসেছে জোড়া পদক। সোনা ও ব্রোঞ্জ এল ভারতের ঝুলিতে। সিফট কউর সামারা সোনা আর ব্রোঞ্জ জিতলেন আশি চোকসি। একটুর জন্য় রুপো হাতছাড়া হয় আশির। এর আগে মহিলাদের দলগত ৫০ মিটার রাইফেল ৩ পজিশনসে ভারতকে রুপো দিয়েছেন আশি ও সিফট।
প্রসঙ্গত, শিফট সামরা, আশি চোকসি, মানিন কৌশিক জুটি দিনের প্রথম পদক জেতেন। সেখান থেকে সিঙ্গলসের ফাইনালে প্রবেশ করেন শিফট সামারা ও আশি চোকসি। মানিন কৌশিক প্রবেশ করতে পারেননি। সিঙ্গলস ফাইনালে নেমে শুরু থেকেই দাপট দেখা যায় ভারতের।
আরও পড়ুন: এশিয়ান গেমস: শ্যুটিং-এ ২টো সোনা আনল ভারতের মেয়েরা