Homeখেলাধুলোক্রিকেটআইসিসি টি২০ বিশ্বকাপ ২০২৪: যুক্তরাষ্ট্র-কানাডা ম্যাচে রেকর্ডের বন্যা, দেখে নিন কী সেই...

আইসিসি টি২০ বিশ্বকাপ ২০২৪: যুক্তরাষ্ট্র-কানাডা ম্যাচে রেকর্ডের বন্যা, দেখে নিন কী সেই রেকর্ড

প্রকাশিত

খবর অনলাইন ডেস্ক: ২০২৪-এর আইসিসি টি২০ বিশ্বকাপের প্রথম খেলা ছিল যুক্তরাষ্ট্র বনাম কানাডার। রবিবার ওই ম্যাচে রানের বান ডাকে। প্রথমে ব্যাট করে কানাডা ১৯৪ রানে পৌঁছে যায়। সেই রান তাড়া করতে গিয়ে যুক্তরাষ্ট্র ১৪ বল বাকি থাকতেই ঝুলিতে ভরে নিল জয়। ফলে নানা ধরনের রেকর্ড তৈরি হয়েছে এই ম্যাচে। দেখে নেওয়া যাক কী সেই সব রেকর্ড।   

টি২০ বিশ্বকাপে তৃতীয় সর্বোচ্চ রান তাড়া করে জেতা

২০২৪-এর বিশ্বকাপে কানাডার ১৯৪ রান তাড়া করে জয় ছিনিয়ে নিল যুক্তরাষ্ট্র। তারা করল ৩ উইকেটে ১৯৭।

সর্বাধিক রান তাড়া করে জেতার রেকর্ডটি রয়েছে ইংল্যান্ডের দখলে। ২০১৬-এর বিশ্বকাপে সাউথ আফ্রিকা করে ৪ উইকেটে ২২৯। সেই রান তাড়া করে ইংল্যান্ড করে ৮ উইকেটে ২৩০ রান।

দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ড সাউথ আফ্রিকার। ২০০৭-এর বিশ্বকাপে প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ করে ৬ উইকেটে ২০৫ রান। সেই রান তাড়া করে সাউথ আফ্রিকা ২ উইকেটে ২০৮ রান করে জয় ছিনিয়ে নেয়।

টি২০ বিশ্বকাপে সবচেয়ে বেশি ছয় মারায় দু’ নম্বরকে ছোঁয়া

রবিবার জয়ের লক্ষ্যে কানাডার রান তাড়া করতে গিয়ে ব্যাটে ধুন্ধুমার কাণ্ড ঘটালেন যুক্তরাষ্ট্রের আরন জোনস। ৪০ বলে ৯৪ করার পথে মারলেন ১০টা ছয় এবং পুরুষদের টি২০ বিশ্বকাপে সবচেয়ে বেশি ছয় মারার তালিকায় দু’ নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেলকে ছুঁলেন। এ ক্ষেত্রে প্রথম স্থানটিও গেলেরই দখলে। ২০১৬ বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে ১১টি ছয় মেরেছিলেন। তার আগে ২০০৭-এর বিশ্বকাপে এই গেলই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১০টি ছয় মেরেছিলেন। রবিবার আরন জোনস ক্রিস গেলের সেই রেকর্ড ছুঁলেন।

টি২০ বিশ্বকাপে তৃতীয় উইকেটের জুটিতে দ্বিতীয় সর্বোচ্চ রান

কানাডার ১৯৪ রান তাড়া করতে গিয়ে তৃতীয় উইকেটে যুক্তরাষ্ট্রের আরন জোনস আর আন্দ্রিস গউসের জুটি করল ১৩১ রান। এ ক্ষেত্রে তাঁরা করলেন দ্বিতীয় সর্বোচ্চ রান। সর্বাধিক রানের রেকর্ডটি রয়েছে ইংল্যান্ডের দখলে। ২০১৪-এর বিশ্বকাপে শ্রীলঙ্কার বিরুদ্ধে ইংল্যান্ডের আলেক্স হেলস্‌ এবং ইয়ন মরগ্যানের জুটি করেছিল ১৫২ রান।

টি২০ বিশ্বকাপে কোনো জুটির দ্রুততম শত রানে পৌঁছোনো

রবিবার কানাডার বিরুদ্ধে খেলতে গিয়ে আরন জোনস আর আন্দ্রিস গউস তাঁদের জুটিতে ১০০ রান পূর্ণ করেন মাত্র ৪২ বলে। পুরুষদের টি২০ বিশ্বকাপে কোনো দেশের কোনো জুটি এত দ্রুত শতরানে পৌঁছোতে পারেনি।

পুরুষদের টি২০ ম্যাচে যুক্তরাষ্ট্রের পক্ষে সর্বাধিক রানের জুটি

কানাডার ১৯৪ রান তাড়া করতে গিয়ে তৃতীয় উইকেটে যুক্তরাষ্ট্রের আরন জোনস আর আন্দ্রিস গউসের জুটি করল ১৩১ রান। পুরুষদের টি২০ ম্যাচে যুক্তরাষ্ট্রের পক্ষে সর্বাধিক রানের জুটি। এর আগে এই রেকর্ডটি ছিল সুশান্ত মোদানি এবং গজানন্দ সিংয়ের জুটির দখলে। ২০২১ সালে আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে এই জুটি করেছিল ১১০ রান।

যুক্তরাষ্ট্রের পক্ষে দ্রুততম ৫০ রান

রবিবার কানাডার বিরুদ্ধে খেলতে গিয়ে আরন জোনস মাত্র ২২ বলে ৫০ রানে পৌঁছে যান। এটাই হল যুক্তরাষ্ট্রের যে কোনো ব্যাটারের দ্রুততম ৫০ রান।

আরও পড়ুন

আইসিসি টি২০ বিশ্বকাপ ২০২৪: আরন জোনস, আন্দ্রিস গউসের বাজিমাত, কানাডাকে ৭ উইকেটে হারাল যুক্তরাষ্ট্র

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

নাথুলা-সহ ইন্দো-চিন সীমান্তে মরশুমের প্রথম তুষারপাত, সিকিমে লাল সতর্কতা জারি, পর্যটকদের ভ্রমণে মানা

নাথুলা, কাপুপ ও চাঙ্গু লেকে মৌসুমের প্রথম ভারী তুষারপাত। সিকিমে লাল সতর্কতা জারি করেছে আইএমডি। তুষার জমে যান চলাচলে বিপত্তি।

রেলে ইঞ্জিনিয়ার নিয়োগ, ২,৫০০-র বেশি শূন্যপদে আবেদন শুরু ৩১ অক্টোবর থেকে

রেলে ইঞ্জিনিয়ার ও টেকনিক্যাল পদে নিয়োগ। জুনিয়র ইঞ্জিনিয়ার, ডিপো মেটিরিয়াল সুপারিন্টেন্ডেন্ট এবং কেমিক্যাল-মেটালার্জিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে মোট ২,৫৬৯টি শূন্যপদে আবেদন গ্রহণ শুরু ৩১ অক্টোবর থেকে। আবেদন করা যাবে ৩০ নভেম্বর পর্যন্ত।

শীতের সুপারফুড বিট: রক্ত বাড়ায়, ত্বক উজ্জ্বল করে, কমায় হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

শীতকালে নিয়মিত খেতে পারেন সুপারফুড বিট। এতে থাকা আয়রন, ভিটামিন সি ও ফাইবার রক্ত বাড়ায়, ত্বক উজ্জ্বল রাখে, হজমশক্তি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, এমনকি হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকিও কমায়।

উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টারে পাশের হার ৯৩.৭২%, ২০১১ সালের পর সর্বোচ্চ; প্রথম স্থানে দু’জন, দু’জনেই পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের ছাত্র

চলতি বছরে উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমিস্টারে পাশের হার ৯৩.৭২ শতাংশ, যা ২০১১ সালের পর সর্বোচ্চ। প্রথম হয়েছেন পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের দুই ছাত্র প্রীতম বল্লভ ও আদিত্য নারায়ণ জানা। পাশের হারে শীর্ষে দক্ষিণ ২৪ পরগনা।

আরও পড়ুন

গুয়াহাটিতে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্টে মধ্যাহ্নভোজের আগেই চা-পানের বিরতি! কেন এই সিদ্ধান্ত? 

খবর অনলাইন ডেস্ক: টস, মধ্যাহ্নভোজের বিরতি, চা-পানের বিরতি, তার পর সে দিনের খেলা শেষ...

বিশ্বকাপ মহিলা ক্রিকেট: ২০১৭ এর পুনরাবৃত্তি, জেমিমা-হরমনপ্রীতের ব্যাটের জোরে অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে ফাইনালে ভারত

অস্ট্রেলিয়া: ৩৩৮ (৪৯.৫ ওভার) (ফোবে লিচফিল্ড ১১৯, এলিসে পেরি ৭৭, অ্যাশলে গার্ডনার ৬৩, শ্রী...

ক্যানবেরায় বৃষ্টিতে ভেসে গেল অস্ট্রেলিয়া-ভারত প্রথম টি-টোয়েন্টি

ক্যানবেরা: বুধবার এখানকার মানুকা ওভালে আয়োজিত অস্ট্রেলিয়া-ভারত প্রথম টি-টোয়েন্টি ম্যাচে জিতল বৃষ্টি। টস জিতে...